ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

প্রধানমন্ত্রীর সহযোগিতা চান রাতিনের পরিবার

প্রকাশিত: ০৩:৪৮, ১০ জুলাই ২০১৭

প্রধানমন্ত্রীর সহযোগিতা চান রাতিনের পরিবার

স্টাফ রিপোর্টার ॥ কিছুদিন আগে চিকুনগুনিয়া রোগে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হন চলচ্চিত্রের কিংবদন্তি অভিনেত রাতিন। কিন্তু চিকুনগুনিয়া থেকেই কিডনিতে এবং লিভারে সমস্যা দেখা দেয়। শারীরিকভাবে খুবই দুর্বল হয়ে পড়েন তিনি। তবে গত ৬ জুলাই শারীরিক এমতাবস্থায় ব্রেনস্ট্রোক করেন। এর আগে কিছুটা চেতন থাকলেও ব্রেন স্ট্রোক হওয়ার কারণে খাওয়া দাওয়ায় যেমন সমস্যা হচ্ছে, ঠিক তেমনি রাতিন কোনরকম কথাও বলতে পারছেন না বলে জানালেন তারই ছোট ভাই অঞ্জন রহমান। তিনি জানান, এভাবে চলতে থাকলেও ভাইয়াকে বাঁচানোই কঠিন হয়ে যাবে। কারণ ডাক্তার জানিয়েছেন ব্রেনে যদি আবার এ্যাটাক হয় তাহলে বড় কোন দুর্ঘটনা ঘটে যেতে পারে। রাতিনের উন্নত চিকিৎসার জন্য তার পরিবারের পক্ষ থেকে ছোট ভাই অঞ্জন রহমান প্রধানমন্ত্রীর কাছে আর্থিক সহযোগিতা কামনা করেছেন।
×