ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

দর্শক জরিপে আবারও শীর্ষে আরটিভি

প্রকাশিত: ০৩:৪৮, ১০ জুলাই ২০১৭

দর্শক জরিপে আবারও শীর্ষে আরটিভি

সংস্কৃতি ডেস্ক ॥ দেশের জনপ্রিয় বেসরকারী টেলিভিশন চ্যানেল আরটিভি দর্শক জরিপে আবারও শীর্ষ স্থান অর্জন করেছে। গত ঈদ-উল-ফিতরে দেশের বিভিন্ন বেসরকারী টেলিভিশন চ্যানেলে যে অনুষ্ঠানগুলো প্রচার হয়েছে তা নিয়ে আন্তর্জাতিক রিসার্চ ফার্ম ‘এমআরবি বাংলাদেশ’ এর করা এক জরিপে এ তথ্য তুলে ধরা হয়। প্রতিষ্ঠানটি বাংলাদেশের টেলিভিশন চ্যানেলগুলোর বিভিন্ন ঈদ আয়োজন নিয়ে দর্শক জরিপ পরিচালনা করে। যদিও টিআরপির সিস্টেম নিয়ে অনেক সমালোচনা রয়েছে। এ নিয়ে যথেষ্ট কথাও হয়েছে। তদুপরি গেল কয়েক বছর ধরেই ঈদ আয়োজনে দর্শক জরিপে শীর্ষে অবস্থান করছে আরটিভি। এ প্রসঙ্গে আরটিভির প্রধান নির্বাহী কর্মকর্তা সৈয়দ আশিক রহমান বলেন, প্রতিবারের মতোই আরটিভি দর্শক জরিপে সারাদেশে শীর্ষস্থান ধরে রেখেছে। দর্শকদের ভালবাসা ও আন্তরিকতায় আমরা কৃতজ্ঞ। আশা করি আগামী দিনেও দর্শকরা আরটিভির সঙ্গে থাকবেন। জরিপে টপটেনের মধ্যে চারটি চলচ্চিত্র আরটিভিতে প্রচার হয়েছে। এগুলো হলো ‘লাভ ম্যারেজ’, ‘আয়নাবাজি’, ‘রাজাবাবু’ এবং ‘ওয়ানওয়ে’। এর মধ্যে চঞ্চল চৌধুরী ও নাবিলা অভিনীত ‘আয়নাবাজি’ এবং বাপ্পী, ববি ও আনিসুর রহমান মিলনের ‘ওয়ান ওয়ে’ চলচ্চিত্র দু’টো প্রথমবার টিভি প্রিমিয়ার হয়। এদিকে মোশাররফ করিম ও প্রভা অভিনীত নাটক ‘জমজ ৭’, ‘মাহিনের নীল তোয়ালে’ সেরা ২৫টি অনুষ্ঠানমালায় স্থান করে নিয়েছে।
×