ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

‘ভিলেন’ টেলিফিল্মে টাইগার রবি

প্রকাশিত: ০৩:৪৭, ১০ জুলাই ২০১৭

‘ভিলেন’ টেলিফিল্মে টাইগার রবি

স্টাফ রিপোর্টার ॥ বড় পর্দায় নেতিবাচক চরিত্রের অন্যতম অভিনেতা টাইগার রবি। আসল নাম রবিউল ইসলাম রবি। পৈত্রিক নিবাস যশোর হলেও টাইগার রবির জন্ম ঢাকায় রাজারবাগে। বাবার চাকরির সুবাদে চট্টগ্রাম ও ঢাকায় বেড়ে উঠেছেন। সাংস্কৃতিক পরিম-লে বেড়ে ওঠার কারণে শুরুর দিকে মঞ্চ নাটকে কাজ করেছেন। সেই সুবাদে এক সময় বড়া পর্দায় অভিষেক হয় টাইগার রবির। একে একে অসংখ্য চলচ্চিত্রে নিজের অভিনয় মেধার স্বাক্ষর রাখেন। বড় পর্দার পাশাপাশি কাজ করছেন ছোট পর্দার নাটক টেলিফিল্ম ও বিজ্ঞাপন চিত্রে। টাইগার রবির শেষ মুক্তিপ্রাপ্ত চলচ্চিত্রের নাম ‘মুসাফির’। এছাড়া তার অভিনীত অন্য চলচ্চিত্রগুলোর মধ্যে রয়েছে ‘কিস্তিমাত’, ‘অচেনা হৃদয়’, ‘দেশা’, ‘গ্যাংস্টার রিটার্নস’, ‘অঙ্গার’ প্রভৃতি। মুক্তির অপেক্ষায় আছে ‘বিজলী’ ও ‘অপারেশন অগ্নিপথ’। বিজ্ঞাপন চিত্রের মধ্যে অন্যতম আর এফ এল ইউনিক বাকেট যার দ্বিতীয় পর্ব বর্তমানে টেলিভিশনে প্রচার হচ্ছে। এছাড়ও তিনি ইমপ্রেস টেলিফিল্মের ব্যানারে নির্মিতব্য বাংলাদেশের প্রথম সিরিজ ‘সাত ভাই চম্পা’ নাটকের অভিনয়ে ব্যস্ত সময় পার করছেন। নাটকে তাকে বঙ্গের সেনাপতির ভূমিকায় দেখা যাবে। সিরিজটি আগামী বছরের প্রথমদিকে সম্প্রচার শুরু হবে বলে জানা গেছে। এদিকে আবারও ছোট পর্দার দর্শকদের জন্য বড় পর্দার এ্যাকশনধর্মী স্বাদ নিয়ে হাজির হচ্ছেন টাইগার রবি। টেলিফিল্মের নাম ‘ভিলেন’। টেলিফিল্মটির গল্প, চিত্রনাট্য ও পরিচালনা করেছেন অনিক বিশ্বাস। এতে আরও অভিনয় করবেন সাঞ্জু জন, স্বর্না, অভিত রায়হান এবং নেপালের কয়েকজন শিল্পী। নেপালের পর ঢাকাতেও টেলিফিল্মের শূটিং হবে। এ উপলক্ষে আজ সোমবার নেপালের উদ্দেশে রওয়ানা হচ্ছেন টাইগার রবি। এ প্রসঙ্গে রবি জানান যেহেতু দর্শক এখন সিনেমা হলমুখী কম তাই ছোট পর্দার জন্য সিনেমাটিক কাজ পেলে সেটা আগ্রহ নিয়ে করি। এতে যদি কিছু দর্শক তো হলমুখী হয় তবে সেটাই হবে সার্থকতা। আশা করি ‘ভিলেন’ টেলিফিল্মটি দর্শক উপভোগ করবে। টেলিফিল্মটা চলাকালীন দর্শক চ্যানেল পরিবর্তন করতে পারবে না এটা আমার চ্যালেঞ্জ। তবে টেলিফিল্মের গল্পের বিষয়ে কিছু বলতে নারাজ টাইগার রবি। শুধু বলেছেন যেহেতু দেশ-বিদেশ মিলিয়ে শূটিং সেহেতু গল্পে আভিজাত্যের একটা ছোঁয়া থাকবে বলে জানান তিনি। সব সময় কি নেতিবাচক চরিত্রেই অভ্যস্ত রবি। এ প্রসঙ্গে তিনি বলে আমার যে গেটআপ তাতে নেতিবাচক চরিত্রই আমাকে মানায়। তবে মাঝে মাঝে অন্য চরিত্র করি। বিশেষ করে ‘অলসপুর’ নাটকে বেকার যুবকের চরিত্রে অভিনয় করেছি। অনেকেই প্রশংসা করেছেন। সব ধরণের চরিত্রেই কাজ করতে চান রবি। তবে তার প্রথম পছন্দ নেতিবাচ চরিত্র। ভবিষ্যতে আরও ভাল ভার চলচ্চিত্র, নাটক ও টেলিফিল্মে কাজ করতে চান টাইগার রবি। তার জন্য শুভ কামনা।
×