ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

শপথ নিলেন ফেরদৌস

প্রকাশিত: ০৩:৪৬, ১০ জুলাই ২০১৭

শপথ নিলেন ফেরদৌস

স্টাফ রিপোর্টার ॥ বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতিতে নব নির্বাচিত সদস্য হিসেবে শপথ নিলেন চিত্রনায়ক ফেরদৌস। নির্বাচনের ফলাফল ঘোষণা হয়েছে অনেক আগেই। নির্বাচনের পর যৌথ প্রযোজনার চলচ্চিত্রের অনিয়ম নিয়ে আন্দোলন করে আসছে শিল্পী সমিতির নব নির্বাচিতরা। কিন্তু ফেরদৌস নিয়মিত যৌথ প্রযোজনার চলচ্চিত্রে কাজ করে আসছেন। পাশাপাশি তিনি নতুন শিল্পী সমিতিতেও যোগদান করেননি এতদিন। সব মিলিয়ে অনেকে ধারণা করেছিলেন, ফেরদৌস বোধহয় চিত্রনায়িকা মৌসুমীর মতোই কমিটিতে থাকছেন না। তবে বিভিন্ন চলচ্চিত্রের শূটিংয়ে থাকার কারণে এতদিন কার্যনির্বাহী পরিষদের সদস্য হিসেবে নির্বাচিত চিত্রনায়ক ফেরদৌসের শপথ নেয়া হয়নি। শনিবার সন্ধ্যায় এফডিসির শিল্পী সমিতির কার্যালয়ে উপস্থিত হয়ে শপথ নিলেন এই তারকা। তাকে শপথ বাক্য পাঠ করান শিল্পী সমিতির সভাপতি মিশা সওদাগর। এ সময় ফেরদৌস বলেন, আমরা যারা নির্বাচিত হয়েছি, তারা সবাই চলচ্চিত্রশিল্পী ও চলচ্চিত্রশিল্পের স্বার্থে কাজ করব। নতুন কমিটির সঙ্গে আজ থেকে আমার যাত্রা শুরু হচ্ছে। তবে এই সময়টার মধ্যে আমার সঙ্গে সব সময় মিশা ভাই, রিয়াজ ও জায়েদের সঙ্গে নিয়মিত যোগাযোগ ছিল। তাদের কাছ থেকে সাংগঠনিক কার্যক্রম সম্পর্কে জানতে পেরেছি। আমাদের এখনকার সবচেয়ে বড় যে সমস্যা, তা হচ্ছে যৌথ প্রযোজনা সংক্রান্ত। আমরা কিন্তু যৌথ প্রযোজনার পক্ষে। কিন্তু সেখানে যেন অবশ্যই আমার দেশের শিল্পের স্বার্থ সমুন্নত থাকে। সবাই নীতিমালা মেনেই সমন্বয় করে কাজ করব। এই আন্দোলন শেষ হলেই আমরা সামনের সময়ে চলচ্চিত্রের অন্য সমস্যা নিয়েও কাজ করব। এ সময় উপস্থিত ছিলেন ফারুক, আলমগীর, অঞ্জনা, রিয়াজ, পপি, জায়েদ খানসহ আরও অনেকে। এদিকে সম্প্রতি একই পদে নির্বাচিত হয়ে শপথ না নিয়েই ইস্তফা দিয়েছেন চিত্রনায়িকা মৌসুমী।
×