ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

পুঁজিবাজারে লেনদেনের সময় বাড়ছে

প্রকাশিত: ০৩:৪২, ১০ জুলাই ২০১৭

পুঁজিবাজারে লেনদেনের সময় বাড়ছে

অর্থনৈতিক রিপোর্টার ॥ পুঁজিবাজারে লেনদেনের সময় বাড়ছে। বাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ এ্যান্ড এক্সচেঞ্জের অনুমোদনের পরই এটি কার্যক্রর হবে। আগামী কমিশন সভায় লেনদেনের সময় বাড়ানোর বিষয়টি অনুমোদন হবে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে। এর আগে গত শনিবার দেশের উভয় স্টক এক্সচেঞ্জে লেনদেনের সময় নির্ধারণে একমত হয়। বৈঠক সূত্রে জানা গেছে, এই দুই স্টক এক্সচেঞ্জের বৈঠকে লেনদেন কার্যক্রমের সময় সকাল ১০টা থেকে বিকেল ৩টা পর্যন্ত নির্ধারণের সিদ্ধান্ত নেয়া হয়। এই ৫ ঘণ্টার মধ্যে সাড়ে ৪ ঘণ্টাই মূল লেনদেন চলবে যা শুরু হবে সকাল ১০টা ২০ মিনিটে এবং শেষ হবে ২টা ৫০ মিনিটে। বাকি ত্রিশ মিনিট প্রি ওপেনিং এবং পোস্ট ক্লোজার সেশনের জন্য রাখা হচ্ছে। এ বিষয়ে সিএসইর ব্যবস্থাপনা পরিচালক এম সাইফুর রহমান মজুমদার জানান, ঢাকা স্টক এক্সচেঞ্জের সঙ্গে শনিবার ডিএসইর সঙ্গে বৈঠক হয়েছে। সেখানে লেনদেনের সময় বাড়ানোর বিষয়ে আলোচনা হয়েছে। এছাড়া স্ক্রিপ্ট নেটিং ও রিস্ক ম্যানেজমেন্ট নিয়েও আলোচনা হয়েছে। দেশের উভয় এক্সচেঞ্জে সকাল ১০টা থেকে ৩টা পর্যন্ত লেনদেন কার্যক্রম চলবে। মূল লেনদেন শুরু হবে সকাল ১০টা ২০ মিনিটে। একটানা সাড়ে ৪ ঘণ্টা লেনদেন চলে শেষ হবে বেলা ২টা ৫০ মিনিটে। অর্থাৎ আগের ৪ ঘণ্টার লেনদেনের স্থলে সাড়ে ৪ ঘণ্টা করার সিদ্ধান্ত আমরা নিয়েছি। তবে উভয় স্টক এক্সচেঞ্জের এই সিদ্ধান্ত বাংলাদেশ সিকিউরিটিজ এ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) অনুমোদনের পর বাস্তবায়ন হবে বলে জানিয়েছেন সিএসইর ব্যবস্থাপনা পরিচালক। ডিএসইর ব্যবস্থাপনা পরিচালক মাজেদুর রহমান বলেছেন, স্টক এক্সচেঞ্জের পক্ষ থেকে লেনদেন ৩০ মিনিট বাড়ানোর দাবি জানানো হয়েছে। কমিশনের বিষয়টি চূড়ান্ত সিদ্ধান্তের অপেক্ষায় রয়েছে। আগামী কমিশন সভায় এটির চূড়ান্ত অনুমোদন হতে পারে। কমিশনের অনুমোদন পেলে লেনদেন ৪ ঘণ্টার স্থানে সাড়ে ৪ ঘণ্টা হবে। উল্লেখ্য, দৈনন্দিন লেনদেন শুরুর আগের ১৫ মিনিট প্রি-ওপেনিং সেশন এবং লেনদেন শেষ হওয়ার পর ১৫ মিনিট পোস্ট-ক্লোজার সেশন থাকবে। প্রি-ওপেনিং সেশনে বিনিয়োগকারীরা শুধু শেয়ার ক্রয় বা বিক্রয়ের আদেশ দিতে পারবেন। এ সময়ে লেনদেন সম্পন্ন হবে না। লেনদেন সম্পন্ন হবে পোস্ট-ক্লোজিং সেশনে। সেখানে শেয়ারের সমাপনী মূল্যে লেনদেন সম্পন্ন হবে। মার্জিন ঋণধারীদের তালিকা চেয়েছে প্রিমিয়ার ব্যাংক অর্থনৈতিক রিপোর্টার ॥ ব্রোকারেজ হাউসগুলোর কাছে মার্জিন ঋণধারীদের তালিকা চেয়েছে পুঁজিবাজারে তালিকাভুক্ত ব্যাংক খাতের কোম্পানি প্রিমিয়ার ব্যাংক লিমিটেড। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে। সূত্র মতে, প্রিমিয়ার ব্যাংক ব্রোকারেজ হাউসগুলোর কাছে মার্জিন ঋণধারীদের নাম, বিও হিসাবের তথ্য, ইটিএন এবং শেয়ারহোল্ডিং পজিশন নম্বর চেয়েছে। এছাড়া সংশ্লিষ্ট ব্রোকারেজ হাউসগুলোকে লভ্যাংশ পাওয়ার জন্য ২০ জুলাইয়ের মধ্যে বেনিফিশিয়ারি নাম (ডিপি) ব্যাংক হিসাবের নাম, নম্বর ও রাউটিং নম্বর জমা দিতে অনুরোধ করেছে কোম্পানিটি। জানা যায়, বাংলাদেশ সিকিউরিটিজ এ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) ৫৪৩তম কমিশন সভায় মার্জিন ঋণধারীদের লভ্যাংশ সরাসরি তাদের এ্যাকাউন্টে না পাঠানোর নির্দেশনা জারি করা হয়। নির্দেশনায় বলা হয়, ব্রোকার হাউস থেকে ঋণ নিয়ে (মার্জিন) শেয়ার কিনেছেন এমন বিনিয়োগকারীরা সরাসরি তালিকাভুক্ত কোম্পানি বা মিউচুয়াল ফান্ড ঘোষিত লভ্যাংশ পাবেন না। এ লভ্যাংশ জমা হবে ঋণদাতা প্রতিষ্ঠানের ব্যাংক হিসাবে।
×