ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

দীর্ঘ খরা শেষে ক্যালিফোর্নিয়ায় ছড়িয়ে পড়েছে ভয়াবহ দাবানল

প্রকাশিত: ০৩:৪০, ১০ জুলাই ২০১৭

 দীর্ঘ খরা শেষে ক্যালিফোর্নিয়ায় ছড়িয়ে পড়েছে ভয়াবহ দাবানল

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যে পাঁচ বছরের খরা শেষে শনিবার প্রথম বড় ধরনের দাবানল শুরু হয়েছে। রাজ্যটিতে তাপদাহ স্মরণকালের সর্বোচ্চ রেকর্ড অতিক্রম করেছে। কয়েকটি স্থানে আগুন নেভাতে প্রায় ২ হাজার ৩ শ’ দমকলকর্মী কাজ করছে। খবর এএফপির। সন্ধ্যায় সাক্রামেন্টোর উত্তরে সিয়েরা নেভাদা পাহাড়ের দাবানলটির মাত্র ৫ শতাংশ নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে। দাবানলটিতে ১০টি বাড়ি ধ্বংস হয়েছে, ২ হাজার একর বনাঞ্চল উজাড় হয়ে গেছে। এতে আতঙ্কিত স্থানীয় বাসিন্দারা অন্যত্র চলে গেছে। ক্যালিফোর্নিয়া ডিপার্টমেন্ট অব ফরেস্ট্রি এ্যান্ড ফায়ার প্রোটেকশন (ক্যালফায়ার) জানিয়েছে, দাবানলে পাঁচজন স্থানীয় বাসিন্দা ও এক দমকলকর্মী সামান্য আহত হয়েছে। এদিকে উষ্ণ ও শুষ্ক বাতাসের ফলে সান্তা বারবারা কাউন্টিতে একটি দাবানল দ্বিগুণ হয়ে জ্বলছে। রাতে এটি ৫ হাজার ৭৫০ একর জমি গ্রাস করেছে। ক্যালিফোর্নিয়ার বিভিন্নœ স্থানে শনিবার প্রায় ১৭টি দাবানল শুরু হয়েছে। উত্তরে সিক্স রিভার্স ন্যাশনাল ফরেস্ট থেকে লস এ্যাঞ্জেলেসের পূর্বাঞ্চলে সান বার্নার্দিনো ফরেস্ট পর্যন্ত দাবানল জ্বলছে। দুপুর ১১টা পর্যন্ত ক্যালিফোর্নিয়ার দক্ষিণাঞ্চলের একটি বড় অংশে তাপদাহ আরও বাড়তে পারে বলে সতর্ক করা হয়। এ সময় অঞ্চলটির তাপমাত্রা স্মরণকালের সব রেকর্ড অতিক্রম করতে পারে বলে ধারণা করা হয়। চীনা নাগরিকদের ভারত সফরের বিষয়ে সতর্ক করল বেজিং ভারত ও চীনের মধ্যে সীমান্ত উত্তজেনা বেড়ে যাওয়ার পরিপ্রেক্ষিতে চীনা নাগরিকদের ভারত সফরের বিষয়ে সতর্ক করে দেয়া হয়েছে। নয়াদিল্লীস্থ চীনা দূতাবাস এক বিবৃতি প্রকাশ করে এ সতর্কবাণী উচ্চারণ করেছে। খবর ইয়াহু নিউজের। বিবৃতিতে বলা হয়েছে, বাধ্য না হলে কোন চীনা নাগরিক যেন এ মুহূর্তে ভারত সফরে না যায়। এছাড়া, যারা ইতোমধ্যে ভারত সফরে চলে গেছে তাদের সতর্কতার সঙ্গে চলাফেরা করতে পরামর্শ দেয়া হয়েছে। দূতাবাসের বিবৃতিতে জনসমাগমের স্থানে বেশিক্ষণ অবস্থান করা থেকে বিরত থাকতে চীনা নাগরিকদের প্রতি আহ্বান জানানো হয়েছে। ভারতে চীনের পক্ষ থেকে স্থাপিত কারখানাগুলোতে হাজার হাজার চীনা কর্মী কাজ করছেন। এছাড়া বছরে প্রায় দুই লাখ চীনা পর্যটক ভারত সফর করেন। চীনা দূতাবাস নিজ দেশের নাগরিকদের প্রতি এমন সময় এ সতর্কবাণী উচ্চারণ করল যখন জার্মানির হামবুর্গে জি২০ শীর্ষ সম্মেলনের অবকাশে প্রেসিডেন্ট শি জিন পিং ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে সাক্ষাত করেন। সাম্প্রতিক সময়ে ভারত ও চীন সীমান্তে গুলি বিনিময়ের ঘটনায় দুই দেশের বেশ কয়েক ব্যক্তি হতাহত হয়েছেন।
×