ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

লর্ডস টেস্ট

২১৬ রানে এগিয়ে মজবুত অবস্থানে ইংল্যান্ড

প্রকাশিত: ০৮:২০, ৯ জুলাই ২০১৭

 ২১৬ রানে এগিয়ে মজবুত অবস্থানে ইংল্যান্ড

স্পোর্টস রিপোর্টার ॥ ‘ক্রিকেটের মক্কা’ খ্যাত লর্ডসে চলমান ইংল্যান্ড বনাম দক্ষিণ আফ্রিকার প্রথম টেস্ট ম্যাচের তৃতীয় দিনে শনিবার ২১৬ রানে এগিয়ে থেকে মজবুত অবস্থানে রয়েছে স্বাগতিক ইংল্যান্ড। দ্বিতীয় ইনিংসে আপাতত তাদের সংগ্রহ ১১৯ রান। হাতে আছে আরও ৯ উইকেট। দলের সাবেক অধিনায়ক কাম ন্যাটা উদ্বোধনী উইলোবাজ এলিস্টার কুক ৫৯ এবং তিন নম্বরে নামা আরেক ন্যাটা ব্যাটসম্যান গ্যারি ব্যলান্স ২২ রানে অপরাজিত থেকে আজ আবারও ইনিংস শুরু করবেন। ইনিংসের গোড়াপত্তনকারী অপর উইলোবাজ কিটন জেনিংস আউট হন ৩৩ রানে (মজার ব্যাপার কিটনও ন্যাটা ব্যাটসম্যান!)। তাকে আউট করেন প্রোটিয়া ডান হাতি ফাস্ট বোলার মরনে মরকেল (১/২৫)। এর আগে সফরকারী দক্ষিণ আফ্রিকা দ্বিতীয় দিন শেষে তাদের প্রথম ইনিংসে ৭/২৫০ রান করেছিল। তৃতীয় দিনে আবারও ব্যাট করতে নেমে লাঞ্চের পর ৩৬১ রানে অলআউট হয়। কুইটন ডি ডক ৫১, কেশব মহারাজ ৯ এবং ভারনন ফিল্যান্ডার ৫২ রান করে আউট হন। এছাড়া আগের দিনে ওপেনার ডিন এলগার (৫৪) এবং পাঁচ নম্বরে নামা টেম্বা বাভুমার (৫৯) দুটি অর্ধশতক ছিল উল্লেখযোগ্য। ইংরেজ গোলকবাজদের মধ্যে উইকেট পান মইন আলী (৪/৫৯), জেমস এ্যান্ডারসন (২/৪৪), স্টুয়ার্ট ব্রড (২/৬২) এবং লিয়াম ডসন (২/৬৭)। এখন দেখার বিষয়, আজ চতুর্থদিনে ইংল্যান্ড কত রানের লিড নিয়ে প্রতিপক্ষকে শক্ত চ্যালেঞ্জ ছুড়ে দেয়।
×