ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

রোহিঙ্গাদের ফেরত নিতে জাতিসংঘ সংস্থার সহায়তা চেয়েছে ঢাকা

প্রকাশিত: ০৮:১৩, ৯ জুলাই ২০১৭

রোহিঙ্গাদের ফেরত নিতে জাতিসংঘ সংস্থার সহায়তা চেয়েছে ঢাকা

স্টাফ রিপোর্টার ॥ রোহিঙ্গাদের ফেরত নিয়ে যথাযথ পদক্ষেপ নিতে মিয়ানমার সরকারকে বলতে জাতিসংঘের শরণার্থী বিষয়ক সংস্থার (ইউএনএইচআর) সহায়তা চেয়েছে বাংলাদেশ। শনিবার ঢাকায় সফররত ইউএনএইচআর হাই কমিশনার ফিলিপো গ্রানডি সাক্ষাত করতে এলে পররাষ্ট্রমন্ত্রী এ এইচ মাহমুদ আলী এ আহ্বান জানান । ইউএনএইচআর হাইকমিশনার আগামীকাল কক্সবাজারের রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করবেন। এরপর মঙ্গলবার তিনি ঢাকা ছাড়বেন। পররাষ্ট্রমন্ত্রী বিভিন্ন সময়ে ইউএনএইচআরের সহযোগিতার জন্য প্রশংসা করেন। তিনি বলেন, প্রায় ২ লাখ ৩৬ হাজার ৫ শ’ ৯৯ জন রাখাইন মুসলিম ২০০৫ সাল থেকে বাংলাদেশে উদ্বাস্তু হয়ে রয়েছেন। তারা কক্সবাজারের আর্থ সামাজিক পরিবেশগত ও মানবিক ক্ষতির কারণ হয়েছেন।
×