ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

কুড়িল বিশ্বরোড থেকে পূর্বাচল

সড়কের দু’পাশে একশ’ ফুট চওড়া খাল খনন শুরু

প্রকাশিত: ০৮:১০, ৯ জুলাই ২০১৭

সড়কের দু’পাশে একশ’ ফুট চওড়া খাল খনন শুরু

স্টাফ রিপোর্টার ॥ রাজধানীর কুড়িল বিশ্বরোড থেকে পূর্বাচল এক্সপ্রেসওয়ে সড়কের দুইপাশে ১ শত ফুট চওড়া খালের খনন কাজ শুরু করেছে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক)। শনিবার পূর্বাচল এক্সপ্রেসওয়ে সড়কের ডুমনি এলাকায় খননকাজ উদ্বোধন করেন রাজউক চেয়ারম্যান আবদুর রহমান। ২০১৫ সালের ২২ সেপ্টেম্বর একনেক বৈঠকে এ প্রকল্প প্রস্তাব পাস হয়। সে সময় প্রকল্পটি সেনাবাহিনীর মাধ্যমে বাস্তবায়নের সিদ্ধান্ত নেয় সরকার। প্রকল্পটি ২০১৮ সালের আগস্ট পর্যন্ত চলমান এ প্রকল্পটি বাস্তবায়নে ব্যয় হবে ৫ হাজার ২শ’৮৬ কোটি টাকা। এর মধ্যে ভূমি অধিগ্রহণে ব্যয় হচ্ছে ৪ হাজার ৩শ ৮৪ কোটি টাকা। প্রকল্পে ইতোমধ্যে প্রায় ৯০ একর জমি অধিগ্রহণ করা হয়েছে। উদ্বোধনী অনুষ্ঠানে রাজউকের প্রধান প্রকৌশলী এএসএম রায়হানুল ইসলাম, সেনাবাহিনীর ২৪ ইঞ্জিনিয়ার ব্রিগেডের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল ইফতেখার আনিস, বুয়েটের অধ্যাপক মোয়াজ্জেম হোসেন, রাজউকের প্রকল্প পরিচালক নুরুল ইসলাম, কুড়িল পূর্বাচল লিংক রোডের দুইপাশে ১শ’ ফুট চওড়া খাল খনন প্রকল্পের পরিচালক লেফটেন্যান্ট কর্নেল নিজাম উদ্দিন আহমেদ উপস্থিত ছিলেন। উদ্বোধনী আনুষ্ঠানিকতায় রাজউক চেয়ারম্যান আবদুর রহমান সাংবাদিকদের বলেন, এ প্রকল্প বাস্তবায়ন হলে এটি বাংলাদেশে একটি নিদর্শন হিসেবে দাঁড়াবে। এটির কাজ শেষ হলে এই খালের সৌন্দর্য একটি আইকন হিসেবে দাঁড়াবে। প্রকল্পের কাজ ত্বরান্বিত করতে প্রকল্প বাস্তবায়নকারী প্রতিষ্ঠান বাংলাদেশ সেনাবাহিনীসহ সবার সহযোগিতা চেয়ে রাজউকের চেয়ারম্যান বলেন, আমি অনুরোধ করব এই সহযোগিতাটা সবাই যেন করে, যাতে এই কাজটা আমরা সময়ের মধ্যে শেষ করতে পারি।
×