ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

আইসিসি মহিলা বিশ^কাপ

দক্ষিণ আফ্রিকার কাছে ভারতের শোচনীয় হার

প্রকাশিত: ০৮:০৪, ৯ জুলাই ২০১৭

দক্ষিণ আফ্রিকার কাছে ভারতের শোচনীয় হার

স্পোর্টস রিপোর্টার ॥ আইসিসি মহিলা বিশ^কাপে ভারতকে শোচনীয় হারের তেতো স্বাদ উপহার দিয়েছে দক্ষিণ আফ্রিকা। শনিবার ইংল্যান্ডের লিচেস্টারের গ্রেস রোড ভেন্যুতে অনুষ্ঠিত ম্যাচে তারা ১১৫ রানের বড় ব্যবধানে জয়ী হয়। টসে জিতে ভারত প্রতিপক্ষকে আগে ব্যাটিংয়ে পাঠায়। আফ্রিকান দলটি ৫০ ওভারে ৯ উইকেটে ২৭৩ রানের বড় স্কোর গড়ে তোলে। দলের ওপেনার লাইজেল লি মাত্র ৮ রানের জন্য শতকবঞ্চিত হন (৯২)। জবাবে ব্যাট করতে নেমে প্রোটিয়া বোলারদের ভয়াবহ বোলিং তোপে ৪৬ ওভারেই ভারত গুটিয়ে যায় মাত্র ১৫৮ রানে! বৃথা যায় তিন নম্বরে নামা দিপ্তী শর্মার অর্ধশতক (৬০)। ড্যান ফন নিকার্কের বিধ্বংসী বোলিংই (৪/২২) মূলত প্যাকেটবন্দী হয় ভারতের উইলোবাজরা। নিকার্ক পান ম্যাচসেরা খেলোয়াড়ের পুরস্কার। এই হারেও ভারত পয়েন্ট টেবিলে আগের মতোই দ্বিতীয় স্থানে আছে। ৫ খেলায় এটি তাদের প্রথম হার। পয়েন্ট ৮। পক্ষান্তরে একধাপ ওপরে উঠেছে দক্ষিণ আফ্রিকা। সমান ম্যাচে তৃতীয় জয়ে তাদের পয়েন্ট ৭। অবস্থান আট দলের মধ্যে চতুর্থ।
×