ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

সংবাদ সম্মেলন

সিলেটে জানমাল হারানোর আতঙ্কে যুক্তরাজ্য প্রবাসী

প্রকাশিত: ০৭:০৩, ৯ জুলাই ২০১৭

সিলেটে জানমাল হারানোর আতঙ্কে যুক্তরাজ্য প্রবাসী

স্টাফ রিপোর্টার সিলেট অফিস ॥ নিজের সম্পদ রক্ষা, মামলা ও ফতোয়াবাজি থেকে রেহাই পেতে প্রশাসনসহ সচেতন মহলের সহযোগিতা কামনা করেছেন যুক্তরাজ্য প্রবাসী আবদুন নূর। শনিবার সংবাদ সম্মেলনে বিশ্বনাথ উপজেলার খাজাঞ্চিগাঁও ইউনিয়নের মিরগাঁও এলাকার আবদুন নূর বলেন, ‘দেশের গ্রামের বাড়িতে পৈত্রিকভাবে ও আমাদের উপার্জিত প্রায় ২৫ কোটি টাকার সম্পত্তি রয়েছে। এসব দেখাশুনা করেন দেশে অবস্থানরত আমার বোন শরিফা খাতুন। আমরা বাড়িতে না থাকায় আমাদের এই সম্পদের ওপর লোলুপ দৃষ্টি পড়েছে একই গ্রামের চাঁদাবাজ চক্রের। গত দুই মাস থেকে আমার বোন ও আত্মীয়স্বজনদের বাড়ি ছেড়ে যাওয়ার জন্য হুমকি দেয় হচ্ছে। প্রবাস থেকে এসে তাদের ভয়ে বাড়িতে না থেকে সিলেট শহরে বসবাস করছি। জোর করে তারা বাড়িঘরসহ আমার সকল সম্পত্তি দখল নেয়ার চেষ্টা করছে। ঘর তালাবদ্ধ করে গবাদিপশু, পুকুরের মাছ লুটপাট, গাছপালা কর্তন ও ফসলাদি বিনষ্ট করেছে।’ তিনি বলেন, ‘তাদের এ দুষ্কর্মকে জায়েজ করতে আমার বিরুদ্ধে নাস্তিকতার অপবাদ দিয়ে এলাকার সাধারণ মানুষকে ক্ষেপিয়ে তোলার অপপ্রয়াস চালাচ্ছে। শুধু তা-ই নয় মসজিদে তালা দেয়ার মিথ্যা গল্প সাজিয়ে মানববন্ধন করেছে ওই চক্র। অথচ আমার পরিবার এবং আমি ধর্মপ্রাণ মুসলমান। যার প্রমাণ এই মসজিদ আমার অনুদানে নির্মিত এবং গ্রামের মাদ্রাসায়ও আমার অনুদান রয়েছে। আমার বিরুদ্ধে এতসব জুলুম-নির্যাতনের পরও স্থানীয় পুলিশের কোন সহযোগিতা পাইনি।
×