ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

দেশে ধর্মীয় উগ্রবাদ ও জঙ্গীবাদের কোন স্থান নেই ॥ মেনন

প্রকাশিত: ০৭:০৩, ৯ জুলাই ২০১৭

দেশে ধর্মীয় উগ্রবাদ ও জঙ্গীবাদের কোন স্থান নেই ॥ মেনন

স্টাফ রিপোর্টার ॥ বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী রাশেদ খান মেনন বলেছেন, সাম্প্রদায়িক সম্প্রীতির অনন্য দৃষ্টান্ত বাংলাদেশ। আবহমানকাল ধরে সকল সম্প্রদায়ের মানুষ শান্তিপূর্ণভাবে বসবাস করে আসছে। এখানে ধর্মীয় উগ্রবাদ ও জঙ্গীবাদের কোন স্থান নেই। এ প্রশ্নে সরকার জিরো টলারেন্স নীতি গ্রহণ করেছে। শনিবার কাকরাইলে বাংলাদেশে রোমান ক্যাথলিক সম্প্রদায়ের প্রধান চার্চ পরিদর্শন এবং বাংলাদেশে নিযুক্ত ক্যাথলিক সম্প্রদায়ের প্রধান কার্ডিনাল প্যাট্রিক রোজারিওর সঙ্গে এক বৈঠকে তিনি এসব কথা বলেন। বৈঠকে বাংলাদেশে খ্রিস্টান সম্প্রদায়ের প্রধান পদ কার্ডিনালে উন্নিত করায় ভ্যাটিকান সিটির প্রতি ধন্যবাদ জানিয়ে তিনি বলেন, চার্চ প্রধান বাংলাদেশে তাদের বিভিন্ন কার্যক্রম সম্পর্কে মন্ত্রীকে অবহিত করে ঐতিহ্যবাহী নটরডেম কলেজ ও হলিক্রস কলেজসহ বিভিন্ন প্রতিষ্ঠানের সমস্যা তুলে ধরেন। মন্ত্রী সমস্যা সমাধানে ব্যক্তিগত উদ্যোগ গ্রহণের আশ্বাস দেন। উল্লেখ্য, কাকরাইলস্থ রোমান ক্যাথলিক সম্প্রদায়ের প্রধান চার্চটি বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী রাশেদ খান মেননের নির্বাচনী এলাকার (ঢাকা-৮) অন্তর্ভুক্ত। ৭০ শতাংশ বিক্রি বৃদ্ধি চলতি বছর দ্বিতীয় প্রান্তিকে ২৩.১৬ মিলিয়ন স্মার্টফোন বিক্রি করেছে শিয়াওমি। আগের প্রান্তিকের তুলনায় অঙ্কটা বেড়েছে ৭০ শতাংশ। শিয়াওমি প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী লেই জুন এ উপলক্ষে কর্মীদের উদ্দেশে একটি বার্তা পাঠিয়েছেন। অনলাইন ও অফলাইন প্লাটফর্মে সমন্বয় আর বৈশ্বিক বাজারে বিশেষত ভারতে প্রবৃদ্ধি বাড়ায় এমনটা ঘটেছে বলে ওই বার্তায় উল্লেখ করা হয়। -ওয়েবসাইট কৃত্রিম বুদ্ধিমত্তা কাজে লাগিয়ে কৃত্রিম বুদ্ধিমত্তাকে কাজে লাগিয়ে সংবাদ প্রতিবেদন লেখা শুরু করতে ব্রিটিশ সংবাদ সংস্থা প্রেস এ্যাসোসিয়েশনকে (পিএ) সাত লাখ ছয় হাজার ইউরো দিচ্ছে গুগল। মার্কিন ওয়েব জায়ান্টটির ডিজিটাল নিউজ ইনিশিয়েটিভ তহবিল থেকে এই অর্থ দেয়া হবে। পিএ যুক্তরাজ্য ও আয়ারল্যান্ডে মিডিয়া আউটলেটগুলোতে সংবাদ প্রতিবেদন সরবরাহ করে। -ওয়েবসাইট
×