ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

জাতীয় পার্টিই গণতন্ত্রের ধারক ও বাহক ॥ বাবলা

প্রকাশিত: ০৭:০২, ৯ জুলাই ২০১৭

জাতীয় পার্টিই গণতন্ত্রের ধারক ও বাহক ॥ বাবলা

স্টাফ রিপোর্টার ॥ জাতীয় পার্টি ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি ও ঢাকা-৪ আসনের এমপি সৈয়দ আবু হোসেন বাবলা বলেছেন, জাতীয় পার্টি হলো গণতন্ত্রের সত্যিকারের ধারক বাহক আর সংবিধানের রক্ষক। শনিবার রাজধানীর শ্যামপুরে দুটি নবনির্মিত সড়কের উদ্বোধন উপলক্ষে কদমতলি থানা জাতীয় পার্টি আয়োজিত জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। জাপার এই প্রেসিডিয়াম সদস্য বলেন, ২০১৪ সালের ৫ জানুয়ারি দশম জাতীয় সংসদ নির্বাচনে জাতীয় পার্টি অংশগ্রহণ না করলে সংবিধান যেমন লঙ্ঘিত হতো, ঠিক তেমনি গণতন্ত্রের অগ্রযাত্রাও ব্যাহত হতো। আমরা নির্বাচনে অংশ নিয়ে সংবিধানকে যেমন সমুন্নত রেখেছি, ঠিত তেমনি গণতন্ত্রের অগ্রযাত্রাকে চলমান রেখেছি। দেশে নিরবচ্ছিন্ন গণতন্ত্র থাকার কারণেই সরকার উন্নয়ন কর্মকান্ড পরিচালনা করতে পারছে, তাই সরকারে উন্নয়নের অংশিদার জাতীয় পার্টি। কদমতলি থানা জাতীয় পার্টির সভাপতি শামসুজ্জামান কাজলের সভাপতিত্বে অনুষ্ঠিত জনসভায় আরও বক্তব্যে রাখেন শ্যামপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শফিকুর রহমান সাইজুল, জাতীয় পার্টির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য সাংবাদিক সুজন দে, শেখ মাসুক রহমান, শ্যামপুর থানা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক ইব্রাহিম মোল্লা, ছাত্র সমাজ ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি শাহ ইমরান রিপন, যুব সংহতির কদমতলি খানার আহ্বায়ক মোঃ আলমগীর হোসেন, মহিলা পার্টির নেত্রী শাহনাজ পারভীন, পারুল আক্তার। ভবন নির্মাণের নামে কদমতলীতে বাড়ি দখলের পাঁয়তারা স্টাফ রিপোর্টার ॥ রাজধানীর কদমতলীতে স্মৃতিধারা আবাসিক এলাকায় থানা ভবন নির্মাণের নামে বাড়ি দখলের পাঁয়তারা চলছে বলে অভিযোগ উঠেছে। শনিবার দুপুরে বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স এ্যাসোসিয়েশন (ক্র্যাব) মিলনায়তনে এক সংবাদ সম্মেলনে এমন অভিযোগ করেন মনিরুল ইসলাম স্বপন, আব্দুল হামিদ, আয়মা আক্তার মুন্নী, মফিজ মিয়া, হুমায়ুন কবীর, হানিফ, হারুন-আল-রশীদ ও মনির হোসেন নামের কয়েকজন বাড়ির মালিক। লিখিত বক্তব্যে মনিরুল ইসলাম স্বপনের দাবি, গত ২৫ জুন গভীর রাতে বাড়ির সামনে ৭/৮ ট্রাক বালু ফেলে রাখে ভূমিদস্যুরা। এতে করে লোকজনের যাতায়াত বন্ধ হয়ে যায়।
×