ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

সেনাপ্রধানের সঙ্গে ইউএস প্যাসিফিক কমান্ডারের সৌজন্য সাক্ষাত

প্রকাশিত: ০৭:০২, ৯ জুলাই ২০১৭

সেনাপ্রধানের সঙ্গে ইউএস প্যাসিফিক কমান্ডারের সৌজন্য সাক্ষাত

কমান্ডার ইউএস প্যাসিফিক কমান্ড এডমিরাল হ্যারি বি হ্যারিস, জুনিয়র শনিবার ঢাকা সেনানিবাসের সেনাবাহিনী সদর দফতরে সেনাবাহিনী প্রধান জেনারেল আবু বেলাল মোহাম্মদ শফিউল হকের সঙ্গে সৌজন্য সাক্ষাত করেন। সাক্ষাতকালে তারা পারস্পরিক কুশলাদি বিনিময় ছাড়াও দু’দেশের সেনাবাহিনীর মধ্যে বিদ্যমান প্রশিক্ষণ ও পেশাগত বিভিন্ন বিষয়ে আলোচনা করেন। এর আগে তিনি ঢাকা সেনানিবাসের শিখা অনির্বাণে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে বাংলাদেশের মহান স্বাধীনতা যুদ্ধে শাহাদতবরণকারী সশস্ত্র বাহিনীর বীর সদস্যদের স্মৃতির প্রতি শ্রদ্ধা নিবেদন করেন। এরপর সেনাকুঞ্জে তাকে সেনাবাহিনীর একটি চৌকস দল ‘গার্ড অব অনার’ প্রদান করে। সেনাবাহিনী প্রধানের সঙ্গে সৌজন্য সাক্ষাত শেষে প্রতিনিধি দলটি বাংলাদেশ ইনস্টিটিউড অব পিস সাপোর্ট অপারেশন ট্রেনিং (বিপসট) পরিদর্শন করেন। এর আগে ইউএস প্যাসিফিক কমান্ডের কমান্ডার এডমিরাল হ্যারি বি হ্যারিস জুনিয়রের নেতৃত্বে ১৮ সদস্যের একটি প্রতিনিধি দল ৩দিনের রাষ্ট্রীয় সফরে শনিবার সকালে একটি বিশেষ বিমানযোগে ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আগমন করেন। তাকে অভ্যর্থনা জানান এরিয়া কমান্ডার, লজিস্টিকস এরিয়া মেজর জেনারেল আতাউল হাকিম সারওয়ার হাসান। সফরকালে তিনি প্রধানমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাত করবেন। এছাড়াও তিনি প্রধানমন্ত্রীর নিরাপত্তা বিষয়ক উপদেষ্টা, সেনা, নৌ ও বিমানবাহিনী প্রধানগণের সঙ্গে সৌজন্য সাক্ষাত করবেন। সফরকালে প্রতিনিধি দলটি বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ সামরিক স্থাপনা পরিদর্শন করবেন। সফর শেষে প্রতিনিধি দলটি আগামী ৯ জুলাই নিজ দেশে প্রত্যাবর্তন করবেন। -আইএসপিআর
×