ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১৬ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১

যুক্তরাষ্ট্রে এক কূটনীতিকের গৃহকর্মী ছয় মাস নিখোঁজ

প্রকাশিত: ০৭:০০, ৯ জুলাই ২০১৭

যুক্তরাষ্ট্রে এক কূটনীতিকের গৃহকর্মী ছয় মাস নিখোঁজ

কূটনৈতিক রিপোর্টার ॥ মার্কিন যুক্তরাষ্ট্রের লস এঞ্জেলেসে বাংলাদেশের ডেপুটি কনসাল জেনারেল কাজী আনারকলির গৃহকর্মী ছয় মাস ধরে নিখোঁজ রয়েছেন। বিষয়টি মার্কিন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয়কে ইতোমধ্যেই জানানো হয়েছে। ঢাকায় পররাষ্ট্র মন্ত্রণালয়কেও অবহিত করা হয়েছে। গৃহকর্মী নিয়ে জটিলতায় নিউইয়র্কে বাংলাদেশের ডেপুটি কনসাল জেনারেল শাহেদুল ইসলাম এবং জাতিসংঘ সংস্থা ইউএনডিপিতে কর্মরত হামিদুর রশীদকে গ্রেফতার নিয়ে আলোচনার মধ্যে আনারকলির গৃহকর্মী নিখোঁজের খবর পাওয়া গেছে। কাজী আনারকলি ২০১৫ সালে কনসাল জেনারেলের পদে যোগদানের সময়েই তার গ্রাম বরিশালের গৌরনদী উপজেলার পিপড়াকাঠি থেকে সাব্বির (৪০) নামক এই গৃহকর্মীকে নিয়ে আসেন। আগের দুইজনের ক্ষেত্রে গৃহকর্মীকে নির্যাতনের অভিযোগ উঠেছিল। অবশ্য আনারকলির গৃহকর্মীর ক্ষেত্রেও তেমনটি ঘটেছিল কিনা, তা এখনও জানা যায়নি। কাজী আনারকলিকে ইতোমধ্যেই জাকার্তায় বাংলাদেশ মিশনে বদলির আদেশ দেয়া হয়েছে। তিনি সেখানে খুব শীঘ্রই যোগ দেবেন। তবে সেখানে যোগ দেয়ার আগেই তার গৃহকর্মী নিখোঁজের খবর এলো। গত তিন বছরে মার্কিন যুক্তরাষ্ট্রে তিনজন বাংলাদেশী কূটনীতিকের বিরুদ্ধে গৃহকর্মী নির্যাতনের অভিযোগ করেন। বাংলাদেশ থেকে নেয়া গৃহকর্মীরাই তাদের বিরুদ্ধে অভিযোগ করেন। মার্কিন যুক্তরাষ্ট্রে যেসব কূটনীতিক তাদের গৃহকর্মী হিসেবে যাদের নিয়ে যাচ্ছেন, তারাই পরে কূটনীতিকদের বিরুদ্ধে উল্টো অভিযোগ করছেন। আর তাদের অভিযোগের কোন সত্যতা নেই। মূলত, মার্কিন যুক্তরাষ্ট্রে স্থায়ীভাবে বসবাসের সুযোগ নেয়ার জন্য তারা আদালতে গিয়ে মিথ্যা অভিযোগ করছেন। আর এর ফলে ফেঁসে যাচ্ছেন কূটনীতিকরা। মার্কিন যুক্তরাষ্ট্রে এ পর্যন্ত তিনজন বাংলাদেশী কূটনীতিকের ক্ষেত্রে গৃহকর্মী নির্যাতন নিয়ে একই ধরনের অভিযোগ ওঠায় বাংলাদেশের ভাবমূর্তি ক্ষুণœ হয়েছে। এ কারণে এখন নতুন করে যেসব কূটনীতিক মার্কিন যুক্তরাষ্ট্র ও ইউরোপে বাংলাদেশের দূতাবাস বা মিশনে যাচ্ছেন তাদের আর গৃহকর্মী নেয়ার অনুমতি দিচ্ছে না মন্ত্রণালয়। এছাড়া সেখানে যারা গৃহকর্মী নিয়ে গেছেন তাদের বলেছি পর্যায়ক্রমে তাদের গৃহকর্মীদের দেশে পাঠিয়ে দিতেও বলা হয়েছে। মার্কিন যুক্তরাষ্ট্রে বাংলাদেশী ছাড়াও গৃহকর্মী নির্যাতনের অভিযোগ উঠেছে ভারত, ইন্দোনেশিয়া, ইরাক, কাতারের কূটনীতিকদের বিরুদ্ধেও। এ ক্ষেত্রে সেসব দেশের কূটনীতিকদেরও দাবি, গৃহকর্মীরা যুক্তরাষ্ট্রে স্থায়ীভাবে বসবাস করতে এ ধরনের মিথ্যা অভিযোগ করেছেন।
×