ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

ট্রেনের ধাক্কায় দমকল কর্মী ও বিদ্যুতস্পৃষ্টে শ্রমিকের মৃত্যু

প্রকাশিত: ০৭:০০, ৯ জুলাই ২০১৭

ট্রেনের ধাক্কায় দমকল কর্মী ও বিদ্যুতস্পৃষ্টে শ্রমিকের মৃত্যু

স্টাফ রিপোর্টার ॥ রাজধানীর ক্যান্টনমেন্ট এলাকায় ট্রেনের ধাক্কায় এক দমকল কর্মীর মৃত্যু হয়েছে। শনিরআখড়ায় ওয়ার্কশপে কাজ করার সময় বিদ্যুতস্পৃষ্ট হয়ে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। এদিকে তুরাগে ৮ম শ্রেণীর এক স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগে এক যুবককে গ্রেফতার করা হয়েছে। অন্যদিকে ক্যান্টনমেন্ট এলাকায় পুলিশ পরিচয়ে ফেনসিডিল পরিবহনের দায়ে এক মাদক ব্যবসায়ীসহ দু’জন গ্রেফতার করা হয়েছে। শনিবার সংশ্লিষ্ট সূত্রগুলো জানায়, রাজধানীর ক্যান্টনমেন্ট রেল স্টেশনে ট্রেনের ধাক্কায় আবু তাহের (৪২) নামের এক দমকল কর্মীর মৃত্যু হয়েছে। নিহতের বাবার নাম আবু বকর। গ্রামের বাড়ি দিনাজপুর জেলার পার্বতীপুর উপজেলার দেওল সরদার গ্রামে। ফায়ার সার্ভিস সদর দফতরের ডিউটি অফিসার আতাউর রহমান জানান, নীলফামারী জেলায় ফায়ারম্যান হিসেবে কর্মরত ছিলেন আবু তাহের। মিরপুরে পদোন্নতি পরীক্ষা দেয়ার জন্য ঢাকায় আসেন তিনি। নীলফামারী থেকে ট্রেনযোগে ক্যান্টনমেন্ট স্টেশনে এসে নামেন। এরপরই ট্রেনের ধাক্কায় তিনি গুরুতর আহত হন। ঢাকা রেলওয়ে থানা উপ-পরিদর্শক (এসআই) মোঃ আলী আকবর জানান, ঢাকা থেকে ছেড়ে যাওয়া একটি ট্রেনের ধাক্কায় আবু তাহের গুরুতর আহত হন। পরে তাকে উদ্ধার করে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে আনা হয়। এ সময় কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। বিদ্যুতস্পৃষ্ট হয়ে শ্রমিকের মৃত্যু রাজধানীতে শনিরআখড়ার বাঁশপট্টি এলাকায় ওয়ার্কশপে কাজ করার সময় বিদ্যুতস্পৃষ্ট হয়ে মোঃ সোহরাব হোসেন (২০) নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। নিহতের বাবার নাম মোঃ দুলাল মিয়া। গ্রামের বাড়ি কুমিল্লা সদর জয়কান্তা গ্রামে। তিনি বাঁশপট্টি এলাকায় ফেমাস ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপে কাজ করতেন। নিহতের সহকর্মী শ্রমিক মোঃ মাসুদ জানান, এখানে একটি ওয়ার্কশপে কাজ করেন সোহরাব। তিনি জানান, শনিবার দুপুরে ওই ওয়ার্কশপে একটি মেশিনে কাজ করার সময় বৈদ্যুতিক তারে লেগে সোহরাব বিদ্যুতস্পৃষ্ট হয়। পরে তাকে উদ্ধার করে দুপুর আড়াইটার দিকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের জরুরী বিভাগে আনা হয়। এ সময় কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ঢামেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) মোঃ বাচ্চু মিয়া ঘটনার সত্যতা স্বীকার করে জানান, সোহরাবের লাশের ময়নাতদন্তের জন্য বিকেল ৪টার দিকে ঢামেক মর্গে পাঠানো হয়েছে। স্কুলছাত্রী ধর্ষণের অভিযোগে যুবক গ্রেফতার রাজধানীর তুরাগে ৮ম শ্রেণীর এক স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগে রুবেল (২৮) নামের এক যুবককে গ্রেফতার করা হয়েছে। শুক্রবার গভীর রাতে পুলিশ তুরাগ এলাকা থেকে তাকে আটক করে। পুলিশ জানায়, গ্রেফতারকৃত রুবেল তুরাগের দিয়াবাড়ির তারারটেক এলাকার জব্বার মিয়ার ছেলে। ভুক্তভোগী তরুণীর বাবা জানান, মেয়ে স্কুলে যাইতে-আইতে বখাটে যুবক রুবেল বিরক্ত করত। তিনি জানান, স্কুলে যাওয়া-আসার সময় তাকে হাত ধরে টান মারত, শরীরে হাত দিত, ব্যাগ ধরে টানাটানি করত। দেড়-দুই মাস আগে রুবেলের বাপ-মার কাছে বিচার দিয়া আইছি। তরুণীর বাবা আরও অভিযোগ করেন, বিচার দেয়ার ১৫ দিন পর চন্ডাল ভোগ থেকে আমার মেয়েকে ভয় দেখিয়ে তুইলা নিয়া যায়। এরপর মেয়েকে ভয় দেখিয়ে উত্তরা ১৩ নম্বর সেক্টরের একটি কেএফসি হোটেলের ৫ তলায় নিয়া ধর্ষণ করে। তিনি জানান, ঘটনার পর থেকেই এই থানায় ওই থানায় দৌড়াদৌড়ি করছি। পুলিশ তার কথা হুনে নাই। পরে চেয়ারম্যান সাবকে গিয়ে নালিশ দেই। চেয়ারম্যান সাব ফোন কইরা ওসি সাবকে জানায়। পরে থানায় এসে অভিযোগ দেই। মাদকদ্রব্যসহ দুজন গ্রেফতার রাজধানীর ক্যান্টনমেন্ট এলাকায় পুলিশ পরিচয় দিয়ে ফেনসিডিল পরিবহনের দায়ে এক মাদক ব্যবসায়ী ও তার সহযোগীকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃতরা হচ্ছে, মাদক ব্যবসায়ী সিরাজুল ইসলাম ও অটোরিক্সা চালক জহুরুল ইসলাম। শনিবার সকালে ক্যান্টনমেন্ট এলাকার ইসিবি চত্বরে একটি সিএনজিচালিত অটোরিক্সায় তল্লাশিকালে তাদের আটক করা হয়।
×