ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

যুক্তরাষ্ট্রে ন্যূনতম মজুরি কার্যকর

প্রকাশিত: ০৬:৪৮, ৯ জুলাই ২০১৭

যুক্তরাষ্ট্রে ন্যূনতম মজুরি কার্যকর

চলতি সপ্তাহে যুক্তরাষ্ট্রে বেশকিছু অঞ্চলে ন্যূনতম মজুরি কার্যকর হয়েছে। এখন থেকে এসব অঞ্চলের কর্মীরা ঘণ্টাপ্রতি আগের চেয়ে বেশি বেতন পাবেন। অভ্যন্তরীণ সিদ্ধান্তে এ মজুরি নির্ধারণ করা হয়েছে। এনবিসি নিউজের খবরে বলা হয়েছে, লস অ্যাঞ্জেলসে ছোট-খাটো ব্যবসা প্রতিষ্ঠানে কর্মীদের ন্যূনতম মজুরি ছিল ঘণ্টায় ১০.৫০ ডলার। এখন তা হয়েছে ঘণ্টাপ্রতি ১২ ডলার। যেসব প্রতিষ্ঠানে অন্তত ২৬ জন বা তার বেশি কর্মী রয়েছে, সেসব প্রতিষ্ঠানের ক্ষেত্রে এ মজুরি বাধ্যতামূক থাকবে। তবে অঙ্গরাজ্যজুড়েই ঘণ্টাপ্রতি ন্যূনতম মজুরি নির্ধারণ করা হয়েছে ১০ ডলার। সানফ্রান্সিসকোতে ন্যূনতম মজুরি বাড়িয়ে করা হয়েছে ঘণ্টাপ্রতি ১৪ ডলার; যেটাকে যুক্তরাষ্ট্রে ঘণ্টাপ্রতি সবচেয়ে বেশি ন্যূনতম মজুরি বলা হচ্ছে। চলতি বছর শেষে নিউ ইয়র্কের কোম্পানিগুলোকে ঘণ্টাপ্রতি ন্যূনতম মজুরি দিতে হবে ১৩ ডলার; যা বর্তমানে ১১ ডলার রয়েছে। Ñঅর্থনৈতিক রিপোর্টার সৌদি আরবের নাগরিকদের কর্মসংস্থান বৃদ্ধি করতে বিভিন্ন খাতে প্রবাসীদের নিয়োগের হার সীমাবদ্ধ করেছে দেশটির প্রশাসন। তবে বিক্রয়কর্মী নিয়োগের ক্ষেত্রে তেমন কোন প্রতিবন্ধকতা না থাকায় এখনও দেশটির মোট বিক্রয়কর্মীর ৬৮ দশমিক ৫ শতাংশই প্রবাসী বলে জানা গেছে। শ্রম ও সামাজিক উন্নয়ন মন্ত্রণালয় থেকে প্রকাশিত ২০১৬ সালের তথ্য বিশ্লেষণের বরাত দিয়ে আরব নিউজের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। দেশটির বড় বড় মার্কেট, প্রতিষ্ঠান এবং অন্য দোকানগুলোর বিক্রয়কর্মী হিসেবে মোট ৫ লাখ ২১ হাজার ৬০৯ জন প্রবাসী কাজ করছেন। তার বিপরীতে ২ লাখ ৩৯ হাজার ৯৫২ জন সৌদি নাগরিক রয়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। তবে গত বছরের মার্চ থেকে এপ্রিল পর্যন্ত ওই মন্ত্রণালয় কর্তৃক এ খাত (বিক্রয়কর্মী) সম্পর্কিত বেশকিছু সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছিল।Ñঅর্থনৈতিক রিপোর্টার
×