ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

দর্শনা শুল্ক স্টেশন বন্দরের রেকর্ড পরিমাণ রাজস্ব আদায়

প্রকাশিত: ০৬:৪৪, ৯ জুলাই ২০১৭

দর্শনা শুল্ক স্টেশন বন্দরের রেকর্ড পরিমাণ রাজস্ব আদায়

সংবাদদাতা, দামুড়হুদা, চুয়াডাঙ্গা ॥ চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার দর্শনা আন্তর্জতিক রেল বন্দরে এই অর্থবছরে রেকর্ড পরিমাণ রাজস্ব আদায় হয়েছে। বিগত ৫ বছরের লক্ষ্যমাত্রার চেয়ে এবার কয়েক গুণ বেশি রাজস্ব আদায় করেছে দর্শনা কাস্টমস শুল্ক কর্তৃপক্ষ। রেকর্ড পরিমাণ রাজস্ব আদায়ের বিষয়টি দেশের অগ্রণী ভূমিকা পালনে ইতিবাচক হিসেবে দেখছেন দর্শনা আন্তর্জাতিক রেলবন্দর কাস্টমসের পরিচালক এসএম আরেফিন জাহেদী। কাস্টামস সূত্রে জানা যায়, দর্শনা আন্তর্জাতিক রেলবন্দরে ২০১৬-১৭ অর্থবছরের লক্ষ্যমাত্রা ধরা হয়েছিল ৬০ কোটি টাকা। এই অর্থবছরের দর্শনা রেলবন্দর রাজস্ব আদায় হয়েছে ৬৯ কোটি ৪০ লাখ ১৫ হাজার ৩শ’ ১৮ টাকা। যা লক্ষ্যমাত্রার চেয়ে অনেক বেশি । দর্শনা আন্তর্জাতিক রেলবন্দরে বিগত ৫ বছরের লক্ষ্যমাত্রা ও আদায় হয়ে ছিল ২০১৪-১৫ অর্থবছরে ১১ কোটি ১১ লাখ ৭৭ হাজার টাকা লক্ষ্যমাত্রা ধরা হয়। ওই বছরের ৩ কোটি ৫ লাখ ৩২ হাজার ৬শ’ ৫০ টাকা আদায় হয়েছিল। ২০১৩-১৪ অর্থবছরের ১৯ কোটি টাকা লক্ষ্যমাত্রা ধরা হয়। ওই বছরে ১৯ কোটি ৯০ লাখ ৮৫ হাজার ৯শ’ ৭৩ টাকা আদায় হয়ে ছিল। ২০১২-১৩ অর্থবছরে ৩২ কোটি টাকা লক্ষ্যমাত্রা ধরা হয়ে ছিল। ওই বছরে ৪০ কোটি ৮৫ লাখ ২৩ হাজার ৯শ’ ৪ টাকা আদায় হয়। ২০১১-১২ অর্থবছরে ৮ কোটি টাকা লক্ষ্যমাত্রা ধরা হয়। ওই বছরে ৮ কোটি ৪ লাখ ৩১ হাজার ৩শ’ ৪৮ টাকা আদায় হয়। ২০১৫-১৬ অর্থবছরের আদায় হয়েছে ৪৮ কোটি ২৪ লাখ ৩৩ হাজার ১শ’ ৬ টাকা। এ বিষয়ে দর্শনা আন্তর্জাতিক রেলবন্দর কাস্টমসের সহকারী কমিশনার এসএম আরেফিন জাহেদী বলেন, এই লক্ষ্যমাত্রা আমদানি সম্ভব হয়েছে ভারত থেকে আমদানিকৃত বোল্ডারস্টোন, চিপস স্টোন, ফ্লাই এ্যাশ, সোয়াবিন ও ভুষিমাল থেকে।
×