ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

বাংলাদেশের সাত ক্রীড়াবিদকে আইওসির বৃত্তি

প্রকাশিত: ০৬:৩৭, ৯ জুলাই ২০১৭

বাংলাদেশের সাত ক্রীড়াবিদকে আইওসির বৃত্তি

স্পোর্টস রিপোর্টার ॥ ১৯৮৪ সাল থেকে অলিম্পিক গেমসে অংশ নিয়ে আসছে বাংলাদেশ। ২০১৬ রিও অলিম্পিকে প্রথম বাংলাদেশী হিসেবে যোগ্যতা অর্জন করে ওয়াইল্ড কার্ড ছাড়া অলিম্পিকে অংশ নেন গলফার সিদ্দিকুর রহমান। ২০২০ টোকিও অলিম্পিকে যেন তৃতীয় বিশ্বের দেশগুলোর এ্যাথলেটরা যোগ্যতা বলে অংশ নিতে পারে সেজন্য উন্নত প্রশিক্ষণের সুযোগ দিয়েছে আন্তর্জাতিক অলিম্পিক কমিটি (আইওসি)। বাংলাদেশের শূটিং, আরচারি, সাঁতারের মোট সাত ক্রীড়াবিদকে বৃত্তি দিয়েছে আইওসি। এরা হলেন : শূটার শাকিল আহমেদ, রায়হানুল ইসলাম, আনোয়ার হোসেন ও আরমিন আশা; আরচারিতে রোমান সানা ও বিউটি রায় এবং সাঁতারু আরিফুল ইসলাম। এদের চূড়ান্ত করেছে সংশ্লিষ্ট ফেডারেশন। তবে কোন ইভেন্টের এ্যাথলেটরা কোন্ দেশে প্রশিক্ষণ নিবেন তা চলতি মাসে নির্ধারণ করবে আইওসি। এ্যাথলেটরা দুই বছর প্রশিক্ষণের সুযোগ পাবেন। এ সময়ের মধ্যে তারা আইওসির বিভিন্ন টুর্নামেন্টে অংশ নেবেন। সেসব টুর্নামেন্টের ফলের ভিত্তিতে টোকিও’র টিকেট মিলবে। সুদানকে নিষেধাজ্ঞা ফিফার স্পোর্টস রিপোর্টার ॥ সুদান ফুটবল এ্যাসোসিয়েশনে (এসএফএ) সরকারের হস্তক্ষেপের কারণে পুরো দেশের আন্তর্জাতিক ফুটবলীয় কার্যক্রমের ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে বিশ্ব ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রণ সংস্থা ফিফা। এই সিদ্ধান্তের ফলে সুদানের জাতীয় ফুটবল দল কোন ধরনের আন্তর্জাতিক ম্যাচ খেলতে পারবে না। সেইসঙ্গে দেশটির বিভিন্ন ক্লাব সবধরনের কন্টিনেন্টাল প্রতিযোগিতা থেকেও নিষিদ্ধ থাকবে।
×