ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

রেকর্ড পারিশ্রমিকে ম্যানইউতে লুকাকু!

প্রকাশিত: ০৬:৩৩, ৯ জুলাই ২০১৭

রেকর্ড পারিশ্রমিকে ম্যানইউতে লুকাকু!

স্পোর্টস রিপোর্টার ॥ রেকর্ড পরিমাণ ট্রান্সফার ফির বিনিময়ে ম্যানচেস্টার ইউনাইটেডে যোগ দিলেন এভারটনের বেলজিয়ান স্ট্রাইকার রোমেলু লুকাকু। শনিবার উইকিপিডিয়াতে তার বর্তমান ক্লাব হিসেবে উল্লেখ করা হয়েছে ম্যানচেস্টার ইউনাইটেডের নাম। আর ব্রিটিশ গণমাধ্যমের বিভিন্ন প্রতিবেদন অনুযায়ী তাকে দলে ভেড়ানোর জন্য ইউনাইটেডের গুনতে হচ্ছে ৭৫ মিলিয়ন পাউন্ড। তাদের দাবি, ২৪ বছর বয়সী এই তারকার সঙ্গে চুক্তি অনেকটাই চূড়ান্ত। চেলসিতে ফিরে যাবার পরিবর্তে জোশে মরিনহোর কাছে যাওয়ার সিদ্ধান্তই চূড়ান্ত করেছেন এই বেলজিয়ান। ২০১৪ সালে পর্তুগীজ কোচ দ্বিতীয়বারের মতো চেলসিতে যোগ দেয়ার পর মাত্র ২৮ মিলিয়ন পাউন্ডের বিনিময়ে লুকাকুকে চেলসি থেকে এভারটনের কাছে বিক্রি করে দিয়েছিলেন। গত মৌসুমে প্রিমিয়ার লীগে ২৫ গোল করে সবাইকে তাক লাগিয়ে দিয়েছিলেন তিনি। এরপর ক্লাব ছেড়ে দেয়ার সিদ্ধান্ত নিয়ে অন্য পর্যায়ে খেলার আগ্রহ প্রকাশ করেন লুকাকু। তাৎক্ষণিকভাবেই তাকে দলে ভেড়ানোর জন্য ঝাঁপিয়ে পড়ে লীগের শীর্ষ ক্লাবগুলো। এই তালিকায় সবার চেয়ে এগিয়ে ছিল বর্তমান চ্যাম্পিয়ন চেলসিই। কথাবার্তাও অনেকদূর এগিয়েছিল। কিন্তু লুকাকুর প্রতিনিধি মিনো রায়োলার সঙ্গে সখ্যতার সুযোগটি কাজে লাগিয়ে বাজিমাত করেন স্পেশাল ওয়ান হিসেবে বিবেচিত মরিনহো। এ্যান্টনিও কন্টার নাগাল থেকেই ছিনিয়ে নেন লুকাকুকে। বিভিন্ন প্রতিবেদনের খবর অনুযায়ী লুকার চুক্তিটি যদি নির্বিঘেœ সম্পন্ন হয় তাহলে ইউনাইটেডের পরবর্তী লক্ষ্য রিয়াল মাদ্রিদ থেকে আলভারো মোরাতাকে দলভুক্ত করা। মরিনহো ইউনাইটেডে যোগ দেয়ার পর অবশ্য বেশ লাভজনক সময় পার করছেন রায়োলা। কারণ ক্লাবটিতে যোগ দেয়া এই মুহূর্তে বিশ্বের সবচেয়ে দামী তারকা পল পগবা, আক্রমণাত্মক মিডফিল্ডার হেরনিখ মাখিতারিয়ান এবং জøাতান ইব্রাহিমোভিচদের মতো সব তারকা ফুটবলারদেরই প্রতিনিধি তিনি। এদিকে লিসবনের ক্লাব স্পোর্টিং পর্তুগালের সঙ্গে দুই বছরের জন্য চুক্তি করেছেন ফ্রেঞ্চ ডিফেন্ডার জেরেমি ম্যাথিউ। ক্লাব সূত্রে এই তথ্য নিশ্চিত করা হয়েছে। স্পেনের জায়ান্ট ক্লাব বার্সিলোনার সঙ্গে এই ফ্রেঞ্চ তারকার আরও এক বছরের চুক্তি বাকি থাকলেও ক্লাবের ভবিষ্যত পরিকল্পনায় তাকে আর রাখা হয়নি। এ সম্পর্কে ক্লাবের এক বিবৃতিতে বলা হয়েছে, আগামী দুই বছরের জন্য জেরেমি ম্যাথিউকে দলে নিতে স্পোর্টিং পর্তুগাল সমঝোতায় পৌঁছেছে। ন্যুক্যাম্প থেকে সবুজ সঙ্কেত পাবার পরেই ৩৩ বছর বয়সী ম্যাথিউ পর্তুগালে পাড়ি জমানোর সিদ্ধান্ত নেন। গত বছর তার সাথে চুক্তি নবায়ন করেছিল কাতালান জায়ান্টরা। ২০১৪ সালে ২০ মিলিয়ন ইউরোতে বার্সিলোনায় যোগ দিয়েছিলেন এই ফরাসী ডিফেন্ডার। কাতালান ক্লাবটির হয়ে দুর্দান্ত দুটি মৌসুম কাটিয়েছেন সচাক্স ও টলুসের এই খেলোয়াড়। বার্সিলোনার হয়ে তিনি ২০১৫ এবং ২০১৬ সালে লা লিগা শিরোপা ছাড়া ২০১৫ সালে চ্যাম্পিয়ন্স লীগসহ ৯টি শিরোপা জিতেছেন। মৃত্যুর কাছে হার শিশু ফুটবলপ্রেমী লরির স্পোর্টস রিপোর্টার ॥ অবশেষে ক্যান্সারের কাছে হার মানলো ব্র্যাডলি লরি। ফুটবল বিশ্বকে কাঁদিয়ে মাত্র ছয় বছর বয়সেই পৃথিবীর মায়া ত্যাগ করে চলে গেলেন না ফেরার দেশে। শুক্রবার তার পরিবারই মৃত্যুর খবরটি নিশ্চিত করেছে। ২০১১ সালে জন্ম নেয় ব্র্যাডলি লরি। ২০১৩ সালে ক্যান্সারে আক্রান্ত হয়। ডাক্তাররা বলেছিলেন সর্বোচ্চ ৪-৫ মাস বাঁচবে। মৃত্যুর সামনে দাঁড়িয়ে থাকা এ বালককে আনন্দ দেয়ার জন্য তার মা-বাবা ও পরিবারের সদস্যরা সবধরনের চেষ্টাই করেছেন। ১৮ মাস বয়সে তার শরীরে বাসা বাঁধা বিরল ক্যান্সারের চিকিৎসায় লাখ লাখ পাউন্ডও জমা হয়েছিল। মূলত ফুটবলের প্রতি তার ভালবাসার কারণেই ইংল্যান্ড ছাড়িয়ে পুরো ফুটবলবিশ্বই তাকে ভালবাসা ঢেলে দেয়। কিন্তু এই ভালবাসাও আঁকড়ে রাখতে পারল না ব্র্যাডলি লরিকে। ছোটবেলা থেকেই ফুটবলের দারুণ ভক্ত ছিল সে। ছিলেন ইংলিশ ক্লাব সান্ডারল্যান্ডের পাগল সমর্থক। জীবনের শেষ দিনগুলোতেও ফুটবলই ছিল তার সবচেয়ে আনন্দের নাম
×