ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

ঢাকায় আসছেন রেসলার জন সিনা-ট্রিপল এইচ

প্রকাশিত: ০৬:৩১, ৯ জুলাই ২০১৭

ঢাকায় আসছেন রেসলার জন সিনা-ট্রিপল এইচ

স্পোর্টস রিপোর্টার ॥ বাংলাদেশের রেসলিংপ্রেমীদের জন্য সুখবর। বছরের পর বছর ধরে যারা টিভি পর্দায় যেসব সুপারস্টার রেসলারদের খেলা দেখে রোমাঞ্চিত হতেন, এবার সেই গোল্ড বার্গ, জন সিনা, ট্রিপল এইচ, ব্রুক লেসনারদের মতো তারকা রেসলারদের চোখ ধাঁধানো রেসলিং সামনা-সামনি বসে উপভোগ করার বিরল সৌভাগ্যের অধিকারী হতে পারবেন তারা। দীর্ঘ ২৮ বছর পর ঢাকায় আবারও অনুষ্ঠিত হতে যাচ্ছে আন্তর্জাতিক রেসলিং প্রতিযোগিতা। এ আসর আয়োজনের জন্য প্রাণান্ত চেষ্টা করে যাচ্ছে বাংলাদেশ এ্যামেচার রেসলিং ফেডারেশন। চমক এই যে, রেসলিং দুনিয়ার খ্যাতিমান তারকা জন সিনা-ট্রিপল এইচদের (হান্টার হার্স্ট হামসেø) মতো কুস্তিগীরদের সরাসরি চাক্ষুস করতে পারে এদেশের ক্রীড়াপ্রেমীরা। সবকিছু ঠিকঠাক থাকলে এ বছরের শেষদিকে অর্থাৎ ডিসেম্বরে অনুষ্ঠিত হবে বহুল আলোচিত এই টুর্নামেন্ট। উল্লেখ্য, ওই সময়টাতে ভারত সফরে এসে খেলার কথা রয়েছে ট্রিপল এইচদের। সেখান থেকে বাংলাদেশে আসতে পারেন তারা। এ প্রসঙ্গে বাংলাদেশ এ্যামেচার রেসলিং ফেডারেশনের সাধারণ সম্পাদক তাবিউর রহমান পালোয়ান বলেন, ‘আমরা ইতোমধ্যেই গোল্ড বার্গ, জন সিনা এবং ট্রিপল এইচের সঙ্গে যোগাযোগ করেছি। তারা সবাই বাংলাদেশে খেলতে আসার ব্যাপারে প্রাথমিক আশ্বাস দিয়েছেন। শীতকালেই তাদের নিয়ে এই রেসলিং টুর্নামেন্টটা আয়োজনের পরিকল্পনা আছে আমাদের। এ লক্ষ্যে কার্যক্রমও শুরু হয়ে গেছে।’ স্বাধীনতার পর বাংলাদেশে আন্তর্জাতিক মানের কোন রেসলিং আসর অনুষ্ঠিত হয়েছিল সেই ১৯৮৯ সালে।
×