ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

উইম্বলডনে ফেবারিটদের জয়জয়কার

প্রকাশিত: ০৬:২৪, ৯ জুলাই ২০১৭

উইম্বলডনে ফেবারিটদের জয়জয়কার

স্পোর্টস রিপোর্টার ॥ বর্তমান টেনিস র‌্যাঙ্কিংয়ের নাম্বার ওয়ান তারকা এ্যান্ডি মারে। উইম্বলডনেরও বর্তমান চ্যাম্পিয়ন গ্রেট ব্রিটেনের এই টেনিস তারকা। বছরের শুরু থেকেই টেনিস কোর্টে নিষ্প্রভ ছিলেন তিনি। অথচ উইম্বলডনে এসেই যেন জ্বলে উঠলেন মারে। দারুণ জয়ে শুক্রবার টুর্নামেন্টের শেষ ষোলোতেও জায়গা করে নেন এই স্কটিশ তারকা। টুর্নামেন্টের বর্তমান চ্যাম্পিয়ন মারে ছাড়াও মৌসুমের তৃতীয় গ্র্যান্ডসøাম টুর্নামেন্টের শেষ চারের টিকেট কেটেছেন দুর্দান্ত ফর্মে থাকা রাফায়েল নাদাল। তবে তৃতীয় রাউন্ড থেকেই ছিটকে গেলেন জাপানের নবম বাছাই কেই নিশিকোরি। বিশ্ব টেনিস র‌্যাঙ্কিংয়ের সাবেক এক নাম্বার ওয়ান খেলোয়াড় নাদাল। কিন্তু হঠাৎ করেই যেন নিজেকে হারিয়ে ফেলেন স্পেনের এই টেনিস তারকা। তবে চলতি মৌসুমের শুরু থেকেই জ্বলে ওঠেন তিনি। দুর্দান্ত পারফর্মেন্স উপহার দিয়েই মৌসুমের প্রথম গ্র্যান্ডসøাম টুর্নামেন্ট অস্ট্রেলিয়ান ওপেনের ফাইনালে জায়গা করে নেন তিনি। কিন্তু দুর্ভাগ্য তার, মেলবোর্নে চিরপ্রতিদ্বন্দ্বী রজার ফেদেরারের কাছে হেরে স্বপ্ন ভঙ্গ হয় তার। তবে দ্বিতীয় মেজর টুর্নামেন্টে আর কোন ভুল করেননি এই স্প্যানিয়ার্ড। রেকর্ড দশম শিরোপা জয়ের অবিস্মরণীয় কীর্তি গড়েন তিনি। পারফর্মেন্সের সেই ধারাবাহিকতা অব্যাহত রেখেছেন উইম্বলডনেও। দারুণ খেলে উঠে গেছেন আসরের শেষ ষোলোতে। শুক্রবার তিনি ৬-১, ৬-৪, ৭-৬ (৭-৩) গেমে তিনি হারিয়েছেন রাশিয়ার কারেন কাচানোভকে। ম্যাচ শেষে নিজের অনুভূতি প্রকাশ করতে গিয়ে রাফায়েল নাদাল বলেন, ‘এখানে চমৎকার পারফর্ম করেছি। সে বেশ ভালভাবেই সার্ভিস করছিল। কিন্তু শেষ পর্যন্ত তৃতীয় সেটে জিতে আমি খুবই আনন্দিত।’ অবশ্য গত কয়েক বছরে এই আসরে নাদালের পারফর্মেন্স খুব একটা ভাল না। গত ছয় বছরে একবারও তিনি পারেননি ফাইনালে উঠতে। এর আগে অবশ্য দুইবার উইম্বলডন ট্রফি জিতেছিলেন এই স্প্যানিশ তারকা। সর্বশেষ জিতেছেন ২০১০ সালে। এদিকে শেষ ষোলোর টিকেট নিশ্চিত করেছেন গতবারের চ্যাম্পিয়ন এ্যান্ডি মারেও। এদিন তিনি কঠিন লড়াইয়ের পর ৬-২, ৪-৬, ৬-১ এবং ৭-৫ গেমে ইতালির ফ্যাবিও ফগনিনিকে হারিয়ে চতুর্থ রাউন্ডের টিকেট কাটেন। নাদাল-মারের জয়ের দিনে হেরে গেছেন জাপানের কেই নিশিকোরি। স্পেনের রবার্তো বাতিস্তার কাছে ৬-৪, ৭-৬ (৭-৪), ৩-৬, ৬-৩ গেমে হেরে শেষ ষোলোতে উঠতে ব্যর্থ হন তিনি। এবারের আসরের প্রথম রাউন্ড থেকেই ছিটকে পড়েন স্টানিসøাস ওয়ারিঙ্কা।
×