ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

দারুণ জয়ে সমতায় ফিরল জিম্বাবুইয়ে

প্রকাশিত: ০৬:২৩, ৯ জুলাই ২০১৭

দারুণ জয়ে সমতায় ফিরল জিম্বাবুইয়ে

স্পোর্টস রিপোর্টার ॥ বৃষ্টি বিঘিœত ম্যাচে দুর্দান্ত জয়ে সিরিজে ২-২এ সমতায় ফিরল জিম্বাবুইয়ে। চতুর্থ ওয়ানডেতে গ্রেয়ামে ক্রেমারের দল জিতল ৪ উইকেটে। হাম্বানটোটায় টস জিতে ব্যাটিং নেয়া শ্রীলঙ্কা নির্ধারিত ৫০ ওভারে ৬ উইকেটে ৩০০ রানের চ্যালেঞ্জিং স্কোর গড়ে। কিন্তু বৃষ্টির কারণে প্রায় টি২০’র মেজাজ পাওয়া ম্যাচে জয়ের জন্য জিম্বাবুইয়ের সামনে ৩১ ওভারে ২১৯ রানের লক্ষ্যমাত্রা নির্ধারিত হয়। ১০ বল হাতে রেখে সে লক্ষ্যে পৌঁছে যায় সফরকারীরা। ৫৫ বলে অপরাজিত ৬৯ রানের ইনিংস খেলে ম্যাচসেরা হয়েছেন ক্রেইগ অরভিন। বিফলে গেছে নিরোশান দিকওয়েলা-দানুশকা গুনাথিলকার অনন্য রেকর্ড জুটির কৃতিত্ব। টানা দুই ম্যাচে দুই শতাধিক রানের পার্টনারশিপ গড়েন দুই লঙ্কান ওপেনারÑ একদিবসীয় ক্রিকেটে এমন ঘটনা এই প্রথম। সোমবার একই ভেন্যুতে অনুষ্ঠিত হবে সিরিজ নির্ধারণী পঞ্চম ও শেষ ওয়ানডে। জিম্বাবুইয়ের শুরুটা ছিল উড়ন্ত। দশম ওভারেই ৬৭ রান এনে দেন দুই ওপেনার হ্যামিল্টন মাসাকাদজা (২৮) ও সোলোমান মিরে (৪৩)। দলীয় ১৪৫ রানে ৪ উইকেট হারিয়ে কিছুটা চাপে পড়ে অতিথিরা। তবে তাদের রান রেট ছিল আশাজাগানিয়া। যার ওপর ভর করে কাজের কাজটা করেছেন ওই গ্রেইগ অরভিন। ৫৫ বলে ৬৯-এর পথে ৮টি চার ও ১টি ছক্কা হাঁকিয়েছেন তিনি। শেষ দিকে ১৩ বলে ২০ রান করে দারুণ সঙ্গ দিয়েছেন ম্যালকম ওয়ালার। লঙ্কার হয়ে ৩ উইকেট নিয়েছেন ক্যারিয়ারের তৃতীয় ম্যাচ খেলতে নামা ওয়ারিন্দু হাসারাঙ্গা ডি সিলভা। এর আগে শ্রীলঙ্কার ইনিংসে আলোচিত দুই ওপেনার দিকওয়েলা ও গুনাথিলকার ব্যাটিং। তাদের সৌজন্যে ওয়ানডে ইতিহাসে প্রথমবারের মতো ‘ব্যাক-টু-ব্যাক’ দুই শতাধিক রানের জুটি দেখল ক্রিকেট বিশ্ব। এদিন ২০৯ রানের জুটির পথে টানা দ্বিতীয় সেঞ্চুরি উদযাপন করেন দিকওয়েলা। ১৩ রানের জন্য শতক বঞ্চিত হন সঙ্গী গুনাথিলকা। আগের ম্যাচে (তৃতীয়) ২২৯ রানের জুটি গড়েছিলেনÑ যা লঙ্কানদের হয়ে সর্বোচ্চ ওপেনিং পার্টনারশিপ তালিকায় পঞ্চম স্থানে। শীর্ষস্থান সনাথ জয়সুরিয়া ও উপুল থারাঙ্গার দখলে। ওপেনিংয়ে তাদের ২৮৬ রানের জুটি (লিডসে ২০০৬ সালে ইংল্যান্ডের বিপক্ষে), বিশ্বরেকর্ডও বটে। লঙ্কানদের জার্সিতে এখন পর্যন্ত মাত্র ১৮টি ওয়ানডেতে ৪৪.৯৪ গড়ে ৭৬৪ রান করেছেন ২৪ বছর বয়সী দিকওয়েলা। ৪টি ফিফটির পাশাপাশি দু’টি শতকের মালিক তিনি। দু’টিই এসেছে এই সিরিজে। অন্যদিকে বয়সে দু’বছরের বড় গুনাথিলাকা ২৫ ম্যাচে ৩২.৫০ গড়ে করেছেন ৭৮০। ব্যাটিং গড় ৩২.৫০। জিম্বাবুইয়ে সিরিজ দিয়ে প্রথম আন্তর্জাতিক সেঞ্চুরির দেখা পেয়েছেন তিনি। স্কোর ॥ শ্রীলঙ্কা ইনিংস ৩০০/৬ (৫০ ওভার; দিকওয়েলা ১১৬, গুনাথিলকা ৮৭, ম্যাথুস ৪২, উপুল থারাঙ্গা ২২, অসেলা গুনারতেœ ১, কুশল মেন্ডিস ০, হাসারাঙ্গা ১৯*; এমপফু ২/৬১, তেন্দাই চাতারা ১/৩২, ওয়ালার ২/৪৪)। জিম্বাবুইয়ে ইনিংস ২১৯/৬ (২৯.২ ওভার; ৩১ ওভারে লক্ষ্য ২১৯; মাসাকাদজা ২৮, মিরে ৪৩, মুসকান্দা ৩০, ক্রেইগ অরভিন ৬৯*, শন উইলিয়ামস ৬, সিকান্দার ১০, ওয়ালার ২০; হাসারাঙ্গা ৩/৪০)। ফল ॥ জিম্বাবুইয়ে ৪ উইকেটে জয়ী (বৃষ্টি আইনে)। ম্যাচসেরা ॥ ক্রেইগ অরভিন (জিম্বাবুইয়ে)। সিরিজ ॥ পাঁচ ওয়ানডের সিরিজ ২-২এ চলমান।
×