ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

দলের ওপর আস্থা আছে, প্রত্যাশার চাপ নেই

প্রকাশিত: ০৬:২০, ৯ জুলাই ২০১৭

দলের ওপর আস্থা আছে, প্রত্যাশার চাপ নেই

স্পোর্টস রিপোর্টার ॥ ভুটান-লজ্জার পর ২০১৯ সাল পর্যন্ত ফিফা এবং এএফসির কোন প্রতিযোগিতামূলক টুর্নামেন্টে খেলার যোগ্যতা হারিয়েছে বাংলাদেশ জাতীয় ফুটবল দল (তবে প্রীতি ম্যাচ খেলতে পারবে তারা)। এরপর থেকেই বাফুফের সমালোচনায় মুখর হয়ে ওঠে দেশের আপামর ফুটবলামোদীরা। তৃণমূল ফুটবলে গুরুত্ব না দেয়ার যে খেসারত দিয়েছিল দেশীয় ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা তা শুধরে নেয়ার চেষ্টা করছে তারা। জোর দিয়েছে তৃণমূল ও বয়সভিত্তিক ফুটবলে। ভবিষ্যতের জাতীয় দল গঠনের জন্য করেছে চার বছর মেয়াদী ‘ক্যালেন্ডার’। ফলে এখনই আন্তর্জাতিক বয়সভিত্তিক ফুটবলে সাফল্য আশা করছে না তারা। বরং সঠিক খেলোয়াড় বাছাই এবং উপযুক্ত প্রশিক্ষণ এবং অন্যান্য সুযোগ-সুবিধা দিয়ে বয়সভিত্তিক দলগুলোকে একটি শক্ত ভিত্তির ওপর দাঁড় করানোর সূদুরপ্রসারী পরিকল্পনা হাতে নিয়েছে। সেই ধারাবাহিকতার প্রথম ধাপ হচ্ছে অনুর্ধ-২৩ বা অলিম্পিক ফুটবল দল। তাদের অবতীর্ণ হতে হবে ‘এএএফসি অনুর্ধ-২৩ চ্যাম্পিয়নশিপের বাছাইপর্বের পরীক্ষায় (‘ই’ গ্রুপে আরও আছে, জর্দান, তাজিকিস্তান এবং স্বাগতিক ফিলিস্তিন। তাদের বিরুদ্ধে বাংলাদেশের ম্যাচগুলো যথাক্রমে ১৯, ২১ এবং ২৩ জুলাই) যা আগামী ১৯ জুলাই থেকে শুরু হবে ফিলিস্তিনে। তবে ফিলিস্তিনে যাওয়ার আগে দুটি এ্যাওয়ে ম্যাচ খেলবে যুব দল। একটি নেপালে, আরেকটি কাতারে। সেখান থেকেই জর্দান হয়ে ফিলিস্তিনে যাবে তারা। আপাতত নেপাল যাত্রার আগে বাংলাদেশ অ-২৩ দল শনিবার এক সংবাদ সম্মেলনে মুখোমুখি হয় গণমাধ্যমের বাফুফে ভবনে। সেখানে উপস্থিত ছিলেন অ-২৩ দলের অস্ট্রেলিয়ান কোচ এ্যান্ড্রু অর্ড, ম্যানেজার সত্যজিৎ দাস রূপু, বাফুফে সহ-সভাপতি ও বাফুফে ন্যাশনাল টিমস কমিটির চেয়ারম্যান কাজী নাবিল আহমেদ, ন্যাশনাল টিমস কমিটির ডেপুটি চেয়ারম্যান তাবিথ আউয়াল এবং বাফুফের সাধারণ সম্পাদক আবু নাইম সোহাগ। সংবাদ সম্মেলন এএফসির এই টুর্নামেন্ট উপলক্ষে কোচ অর্ড বাংলাদেশ অ-২৩ দলের চূড়ান্ত খেলোয়াড় তালিকা ঘোষণা করেন এবং দলের প্রস্তুতি, লক্ষ্য এবং অন্যান্য বিষয় নিয়ে আলোকপাত করেন। বাংলাদেশ জাতীয় পুরুষ ফুটবল দল এখন ফিফা র‌্যাঙ্কিংয়ের ১৯০ নম্বরে অবস্থান করছে যা তাদের ফুটবল ইতিহাসের অন্যতম বাজে র‌্যাঙ্কিং। এই অবস্থার উত্তরণ ঘটাতে হলে আন্তর্জাতিক ম্যাচ খেলতে হবে তাদের। কিন্তু এই মুহূর্তে সেটা সম্ভব নয়। কাজেই নতুন কোচ অর্ডকে দেয়া হয়েছে যুব দলের দায়িত্ব। শনিবারের সংবাদ সম্মেলনে নাবিল বলেন, ‘ভুটানের সঙ্গে হারটা ছিল অপ্রত্যাশিত। আমরা এখন যে টুর্নামেন্ট খেলতে যাচ্ছি সেখানে তিনটি দলই শক্তিধর। তাই এখানে অনেক ভাল ফল আশা করাটা সমীচীন নয়। এই টুর্নামেন্টাকে আমরা নিয়েছি বঙ্গবন্ধু গোল্ডকাপ এবং সাফ ফুটবলের প্রস্তুতি হিসেবেই। মোট কথা এই দলের ওপর আমার আস্থা আছে, কিন্তু প্রত্যাশার চাপ নেই। দু’মাস আগে আমরা অর্ডকে হেড কোচ হিসেবে নিয়োগ দিয়েছি। অর্ডের চাহিদা ছিল দেশে-বিদেশে প্রস্তুতি ম্যাচ খেলা, ম্যানেজমেন্ট উন্নত করা ... তার চাহিদার পুরোটাই পূরণ করার চেষ্টা করা হয়েছে।’ অর্ডের প্রাথমিক ক্যাম্পে শুরুতে ডাক পেয়েছিলেন ৫৪ ফুটবলার। সেখান থেকে ৩৩, ৩২, ২৮, ২৭ ... ক্রমেই কমে আসছিল খেলোয়াড় সংখ্যা। শনিবারের সংবাদ সম্মেলনে সেখান থেকে ২৩ জনের চূড়ান্ত দল ঘোষণা করেন অর্ড। যদিও দলের অধিনায়কের নাম ঘোষণা করেননি তিনি। অধিনায়ক নির্বাচিত করবেন ফিলিস্তিনে গিয়ে। ২৩ জনের বাইরেও চারজনকে রাখা হয়েছে অপেক্ষমাণ তালিকায়। এর হলেন : সুজন, মনসুর আমিন, মোঃ ইব্রাহিম এবং সারোয়ার জামান নিপু। মূল তালিকার কোন খেলোয়াড় ইনজুরিতে পড়লে প্রয়োজনে তাদের ডেকে নেবেন কোচ। কোচ হিসেবে এটাই প্রথম এ্যাসাইনমেন্ট অর্ডের। বাংলাদেশের ফুটবল ভক্তদের ধৈর্য ধরার আহ্বান জানিয়ে তিনি বলেন, ‘আমি বলতে চাই আমাদের প্রস্তুতি এখনও শেষ হয়নি। জাতীয় দলের প্রতি সবসময়ই দেশবাসীর একটা প্রত্যাশা থাকে। দেশের ফুটবল ফ্যানদের বলব আপনারা একটু ধৈর্য ধারণ করুন।’ ম্যানেজার রূপু বলেন, ‘রবিবার সকাল ১০টা ৫৫ মিনিটে বিমানযোগে আমাদের দল নেপালের উদ্দেশে রওনা হবে। নেপালে একটি প্রস্তুতি ম্যাচ খেলে (বিপক্ষ নেপাল যুব দল) ১৩ জুলাই যাব কাতারে। সেখানে আরেকটি প্রস্তুতি ম্যাচ খেলব (বিপক্ষ কাতার যুব দল)। এরপর সেখানে তিনদিন অবস্থান করে অনুশীলন করবে দল। এরপর ১৬ জুলাই জর্দানের উদ্দেশে রওনা হব। জর্দান হয়ে ফিলিস্তিনে পৌঁছাব।’ এএফসির এই বাছাই হচ্ছে বিভিন্ন দেশে। ১০টি গ্রুপে ৪০ দেশ লড়াই করছে। আগামী বছর চীনে হবে চূড়ান্ত পর্ব। গ্রুপ চ্যাম্পিয়ন দলগুলো চূড়ান্ত পর্বে উঠবে। সঙ্গে ৫টি সেরা রানার্সআপ দলও উঠবে। এর আগে বাফুফে প্রস্তুতি ম্যাচ খেলার ব্যাপারে যোগাযোগ করে জর্দান, বাহরাইন, সংযুক্ত আরব আমিরাত এবং কাতার ফুটবল ফেডারেশনের সঙ্গে। কিন্তু কেউই খেলতে রাজি হয়নি। শ্রীলঙ্কা বিমানবাহিনী ফুটবল দল রাজি হয়েছিল ঢাকায় এসে ১৪ জুলাই একটি প্রস্তুতি ম্যাচ খেলতে। কিন্তু দেশটির সরকারের অনুমতি না পাওয়ায় তাদের ঢাকা আসা বাতিল হয়ে যায়। আর তখনই বাফুফে বিকল্প ব্যবস্থা হিসেবে কাতার ফুটবল ফেডারেশনের সঙ্গে যোগাযোগ করে তাদের মাটিতে গিয়ে একটি ম্যাচ খেলার ব্যবস্থা করে ফেলে। এএফসি অনুর্ধ-২৩ চ্যাম্পিয়নশিপের বাছাইপর্বকে সামনে রেখে সাভারের জিরানির বিকেএসপিতে প্রায় একমাস ধরে চলেছে বাংলাদেশ অনুর্ধ-২৩ জাতীয় ফুটবল দলের অনুশীলন ক্যাম্প। এখন দেখার বিষয়, অর্ড তার প্রথম মিশনে কতটা সফল হন। বাংলাদেশ অ-২৩ জাতীয় ফুটবল দলের চূড়ান্ত তালিকা ॥ সোহেল রানা, রুবেল মিয়া, টুটুল হোসেন বাদশা, সাদ উদ্দিন, মাসুক মিয়া জনি, নুরুল নাইম ফয়সাল, জাফর ইকবাল, মোঃ আবদুল্লাহ, সুশান্ত ত্রিপুরা, মোঃ নাইম, সোহেল মিয়া, মাহফুজ হাসান প্রীতম, আতিকুজ্জামান, দিদারুল আলম, খালেকুর জামান সবুজ, ফজলে রাব্বি, তকলিস আহমেদ, মনজুরুর রহমান মানিক, আসাদুজ্জামান বাবলু, জুয়েল রানা, হেমন্ত ভিনসেন্ট বিশ্বাস, আনিসুর রহমান, রহমত মিয়া।
×