ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

১৩৭ বছর পর প্রথম কন্যা সন্তানের জন্ম

প্রকাশিত: ০৬:১৯, ৯ জুলাই ২০১৭

১৩৭ বছর পর প্রথম কন্যা সন্তানের জন্ম

পরিবারে নতুন সদস্যের আগমনের সম্ভাবনা দেখা দিলে বাসার প্রায় সবাই আশা করে থাকেন সেই শিশুসন্তানটির জন্য। কেউ আশা করেন, ফুটফুটে একটি কন্যাসন্তানের। কেউ বা আশা করেন, একটি পুত্রসন্তানের। পরিবারে পুত্র সন্তান হলে কেউ খুশি, আবার কন্যাসন্তান হলে কেউ খুশি! কিন্তু এমনও হয় যে, কোন একটি পরিবার পুত্র বা কন্যা সন্তান চাচ্ছে, কিন্তু তারা তা পাচ্ছেন না। যুক্তরাষ্ট্রে সম্প্রতি এমনই একটি ঘটনা ঘটেছে। ওই পরিবারে দীর্ঘ ১৩৭ বছর পর সম্প্রতি একটি কন্যাসন্তানের জন্ম হয়েছে। অবশেষে ১৩৭ বছরে প্রথমবার কন্যাসন্তান জন্ম নিল মার্কিন যুক্তরাষ্ট্রের সিয়াটলের এক পরিবারে। চার প্রজন্ম পর কন্যাসন্তানের মুখ দেখল ওই পরিবার। সদ্যোজাতের নাম রাখা হয়েছে কার্টার লুইস সিয়াটল। তবে এখনও যেন মেয়ের জন্মের খবর বিশ্বাস করতে পারছেন না কার্টেলের বাবা। -জিনিউজ বাংলা
×