ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

ভৈরবে ফুটবল খেলা নিয়ে দু’ পক্ষের সংঘর্ষ, আহত ৩৫

প্রকাশিত: ০৬:১৯, ৯ জুলাই ২০১৭

ভৈরবে ফুটবল খেলা নিয়ে দু’ পক্ষের সংঘর্ষ, আহত ৩৫

নিজস্ব সংবাদদাতা, ভৈরব, ৮ জুলাই ॥ ভৈরবের কালিকাপ্রসাদ ঝগড়ারচর এলাকায় শনিবার বিকেলে ফুটবল খেলাকে কেন্দ্র করে সাবেক ইউপি মেম্বার মজিবুর সমর্থক ও বর্তমান ইউপি মেম্বার ছালামের লোকদের মধ্যে সংঘর্ষ হয়। এতে উভয় পক্ষে কমপক্ষে ৩৫ জন আহত হয়। আহতদের স্থানীয় হাসপাতালসহ কুলিয়ারচর, বাজিতপুর হাসপাতালে চিকিৎসা দেয়া হয়। আহতদের মধ্যে আশঙ্কাজনক অবস্থায় সাচ্চু মিয়া (৩০), রাহিম (১০), শাহজাজাল (২৮), শাহজাহান (৩০), মাসুম (২৫), ওসমান (৪৮) আসক মিয়া (২৮) ও নাজিম উদ্দীনকে (৩২) টেটাবিদ্ধ অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে। উভয় পক্ষ দা, বল্লম, টেঁটা নিয়ে সংঘর্ষে লিপ্ত হয়। এসময় ২০/২৫টি বাড়িঘর ভাংচুরসহ লুটপাটের ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ ও র‌্যাব গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে। এলাকাবাসী জানান, শুক্রবার বিকেলে কালিকাপ্রসাদ ঝগড়ারচর এলাকার ফিরোজ মিয়ার বাড়ির মাঠে ফুটবল খেলা হয়। এ সময় খেলা নিয়ে ফিরোজ মিয়ার বাড়ির এক বালককে মারধর করে মজিবুর সমর্থকরা। এ ঘটনাকে কেন্দ্র করে শনিবার সকালে সাবেক মেম্বার মজিবুর সমর্থক ও বর্তমান মেম্বার ছালাম সমর্থকরা প্রথম দফা সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে ১৫ জন আহত হয়। পরে বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত দা, বল্লম, টেঁটা নিয়ে সংঘর্ষ চলে। এ সময় ২০/২৫টি বাড়ি ভাংচুর করা হয়।
×