ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

বিএমএর সাবেক সভাপতি অধ্যাপক ডাঃ মাজেদ আর নেই

প্রকাশিত: ০৬:১৮, ৯ জুলাই ২০১৭

বিএমএর সাবেক সভাপতি অধ্যাপক ডাঃ মাজেদ আর নেই

স্টাফ রিপোর্টার ॥ তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা ও বিএমএর সাবেক সভাপতি অধ্যাপক ডাঃ এমএ মাজেদ আর নেই। শনিবার দুপুর সোয়া ১টার দিকে রাজধানীর গ্রিন রোডের নিজ বাসায় তিনি মৃত্যুবরণ করেন (ইন্না লিল্লাহে...রাজিউন)। তার বয়স হয়েছিল ৮৬ বছর। তিনি বার্ধক্যজনিত নানা শারীরিক সমস্যায় ভুগছিলেন। তিনি পরিবার-পরিজন, অসংখ্য ছাত্রছাত্রী ও গুনগ্রাহী রেখে গেছেন। শনিবার বাদ আছর গ্রিন রোড জামে মসজিদে তার নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। বিএমএ মরহুমের বিদেহী আত্মার শান্তি কামনা ও শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া, বাংলাদেশ মেডিক্যাল এ্যাসোসিয়েশনসহ (বিএমএ) বিভিন্ন রাজনৈতিক, সাংস্কৃতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ। বিএনপি চেয়ারপার্সনের প্রেস উইংয়ের সদস্য শায়রুল কবির খান জানান, তার গ্রামের বাড়ি সিরাজগঞ্জের উল্লাপাড়া। বাংলাদেশ মেডিক্যাল এ্যাসোসিয়েশনের তিনবারের নির্বাচিত সাবেক সভাপতি ও ঢাকা মেডিক্যাল কলেজের সাবেক অধ্যক্ষ ডাঃ মাজেদ। ডাঃ এমএ মাজেদের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া, বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, ভাইস চেয়ারম্যান অধ্যাপক ডাঃ এ জেড এম জাহিদ হোসেন। শনিবার পাঠানো বাংলাদেশ মেডিক্যাল এ্যাসোসিয়েশনের সভাপতি ডাঃ মোস্তফা জালাল মহিউদ্দিন ও মহাসচিব ডাঃ মোঃ ইহতেশামুল হক চৌধুরী এক বিবৃতিতে দেশের খ্যাতিমান ইএনটি সার্জন অধ্যাপক ডাঃ এমএ মাজেদের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন।
×