ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

সংস্কৃতি সংবাদ

শূন্যব্যান্ডের এ্যালবাম প্রকাশনা ও শ্রোতা মুখরিত কনসার্ট

প্রকাশিত: ০৬:১৭, ৯ জুলাই ২০১৭

শূন্যব্যান্ডের এ্যালবাম প্রকাশনা ও শ্রোতা মুখরিত কনসার্ট

স্টাফ রিপোর্টার ॥ সময়ের জনপ্রিয় ব্যান্ডদল শূন্য। ব্যান্ড সঙ্গীতের ভুবনে ক্রমশই তরুণ প্রজন্মের শ্রোতাদের আলোড়িত করে তুলেছে গানের দলটি। শনিবার প্রকাশিত হলো ব্যান্ডদলটির পঞ্চম এ্যালবাম ‘লটারি’। সঙ্গীত সংকলনের প্রকাশনার পাশাপাশি আয়োজনটির অন্যতম আকর্ষণ ছিল দলটির সঙ্গীত পরিবেশনা। সন্ধ্যায় শুরু হওয়া আয়োজনের প্রথমে ছিল শ্রোতাকে মুখরিত করা কনসার্ট। গানের পরিবেশনার মাঝেই ছিল এ্যালবামের প্রকাশনা উৎসব। রাজধানীর বসুন্ধরা ইন্টারন্যাশনাল কনভেনশন সেন্টারের গুলনকশা হলে অনুষ্ঠিত হয় এ্যালবাম লঞ্চিং ও কনসার্ট। একইসঙ্গে এ্যালবাম ও কনসার্টটির প্রযোজনা করে ইউনিলিভার বাংলাদেশ লিমিটেডের ব্র্যান্ড ক্লোজআপ। ছয়টি গান দিয়ে সাজানো হয়েছে লটারি শিরোনামের এ্যালবামটি। গানগুলো হলোÑ ঝরিয়ে দাও, লটারি, শুধু আমার, বন্ধুর গান, আওয়াজ উঠাও ও প্রিয় মা। সঙ্গীত পরিবেশনা দিয়ে শুরু হওয়া আয়োজনের মাঝে শূন্য ব্যান্ডের সদস্যরা নিজেরাই লটারি শিরোনামের এ্যালবামটির মোড়ক উন্মোচন করেন। কনসার্টের শুরুতেই দলটি পরিবেশন করে তাঁদের পুরনো এ্যালবামের তুমুল শ্রোতাপ্রিয় গান ‘শত আশা’। এরপর গেয়ে শোনায় ‘গোধূলী’ ও ‘খাঁচার ভেতর’। উপস্থিত শ্রোতাদের উচ্ছ্বসিত করে এরপর ব্যান্ডদল শূন্য একে একে গেয়ে শোনায় নতুন ও পুরনো এ্যালবামের অনেকগুলো গান। সেগুলোর মধ্যে ছিল ‘ঝরিয়ে দাও’, ‘বন্ধুর গান’, ‘জীবনের উৎসব’, ‘আমার আমি’, ‘মন তোরে’, ‘প্রিয় মা’, ‘স্মৃতির ঝরাপাতা’, ‘বেদনা’, ‘শেষ বিকেলে’, ‘রাজাহীন রাজ্য’, ‘ভাগো’, ‘শুধু আমার’ ও ‘গর্ব বাংলাদেশ’। দলটি ‘শোনো মহাজন’ শিরোনামের গান দিয়ে শেষ করে তাদের পরিবেশনা। ২০০৭ সালে গঠিত হয় ব্যান্ডদল শূন্য। ওই বছরের তুমুল জনপ্রিয়তা পাওয়া মিশ্র এ্যালবাম ‘বন্য’ দিয়ে তাদের যাত্রা শুরু। পরের বছল ‘নতুন স্রোত’ নামে প্রথম এ্যালবাম প্রকাশ করে ব্যান্ডদলটি। ধীমেতালে চলা দেশের ব্যান্ডগানে নতুন আশা জাগানিয়া ব্যান্ডটি ২০১০ সালে প্রকাশ করে দ্বিতীয় এ্যালবাম ‘শত আশা’। যার টাইটেল ট্রাকটি তরুণদের মাঝে পায় তুমুল জনপ্রিয়তা। সেই ধারাবাহিকতায় ২০১১ সালে ‘গড়বো বাংলাদেশ’ এবং ২০১৪ সালে ‘ভাগো’ নামে আরও দুটি এ্যালবাম প্রকাশ করে ব্যান্ডটি। তিন বছর বিরতির পর এবার প্রকাশিত দলটির পঞ্চম এ্যালবাম ‘লটারি’। ব্যান্ডটিতে ভোকালিস্ট হিসেবে রয়েছেন ইমরুল কবির এমিল, বেজিস্ট হিসেবে এ্যান্ড্রু মাইকেল গোমেজ, লিড গিটারিস্ট হিসেবে ইশমামুল ফরহাদ এবং ড্রামার হিসেবে রাফাতুল বারী লাবিব কাজ করছেন। চিকুনগুনিয়া প্রতিরোধে ঘুড়ির শোভাযাত্রা ঢাকাসহ সারাদেশে মহামারী আকার ধারণ করেছে আতঙ্কজনক ব্যাধি চিকুনগুনিয়া। আর এই রোগের প্রতিরোাধে সচেতনতা সৃষ্টিতে রাজধানীতে হয়ে গেল ঘুড়ির শোভাযাত্রা। ‘চিকুনগুনিয়া ও ডেঙ্গু প্রতিরোধে সচেতন হোন’ সেøাগানে শনিবার সকালে হাজারীবাগ পার্ক কমিউনিটি সেন্টারে এ র‌্যালির আয়োজন করে ঢাকাবাসী সংগঠন। সংগঠনটির ৩ যুগ পূর্তি উপলক্ষে অনুষ্ঠিত রকমারি বর্ণ ও আকৃতির ঘুড়িতে সজ্জিত শোভাযাত্রা শেষে পরিবেশিত হয় একটি পথনাটক। আলোচনাসভায় উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয় যুব সংগঠন ফেডারেশনের সভাপতি দুলাল বিশ্বাস, ঢাকাবাসী সংগঠনের উপদেষ্টা আজফারুজ্জামান সোহরাব, মহানগর কমিটির আহ্বায়ক লুৎফর আহসান বাবু, ঢাকাবাসী সংগঠনের মহাসচিব শেখ খোদাবকস। সভাপতিত্ব করেন ঢাকাবাসী সংগঠনের সভাপতি মোঃ শুকুর সালেক। আলোচনায় বক্তারা বলেন, রাজধানীসহ সারাদেশে চিকুনগুনিয়া ব্যাপকভাবে ছড়িয়ে গেছে। এ অবস্থায় নাগরিক সচেতনতার পাশাপাশি সরকারের তিনটি সংস্থা স্বাস্থ্য অধিদফতর, ঢাকা সিটি কর্পোরেশন দক্ষিণ, ঢাকা সিটি কর্পোরেশন উত্তর থেকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে হবে। আলোচকদের মধ্যে শিশুদের প্রতিনিধি মাস্টার সাকিব বলেন, সিটি কর্পোরেশনের মশক কার্যক্রম ব্যাপকভাবে না হওয়াতে নগরের মশার উৎপাত শুরু হয়েছে। তাছাড়া এই মশার ওষুধে মশক নিধন হচ্ছে না। ফলে বৃদ্ধ নারী-পুরুষ ও শিশুসহ সব বয়সের মানুষই এই রোগে আক্রান্ত হচ্ছে। এছাড়া বক্তারা আক্রান্ত রোগীদের সারাদেশে সরকারী ও বেসরকারী হাসপাতালে বিনামূল্য চিকিৎসা প্রদানের জন্য অনুরোধ জানান। পাশাপাশি ঢাকা মহানগরীতে প্রতিটি ওয়ার্ডে সিটি কর্পোরেশনের কাউন্সিলর অফিস এবং আরবান হাসপাতালগুলোতে বিনামূল্য চিকিৎসা ও ওষুধ প্রদানের জন্য দুই সিটি কর্পোশেনের প্রতি আহ্বান জানান এবং সিটি কর্পোরেশন প্রতিটি ওয়ার্ডে পরিচ্ছন্ন অভিযান কার্যক্রম জোরদার করার আহ্বান জানান। লোক নাট্যদলের যুগ পূর্তি উৎসবের সমাপ্তি আজ থেকে ৩৬ বছর আগে ১৯৮১ সালের ৬ জুলাই যাত্রা শুরু করে দেশের অন্যতম নাট্য সংগঠন লোক নাট্যদল। প্রতিষ্ঠার তিন যুগ পূর্তি উপলক্ষে দলটির পক্ষ থেকে চার দিনব্যাপী উৎসবের আয়োজন করা হয়। দলের অধিকর্তা লিয়াকত আলী লাকী নির্দেশিত আটটি নাটকে সাজানো উৎসবের সমাপনী দিন ছিল শনিবার। এদিন সকালে শিল্পকলা একাডেমির সেমিনার কক্ষে অনুষ্ঠিত হয় ‘লোক নাট্যদলের কর্মমুখর তিনযুগ’ শীর্ষক সেমিনার। সন্ধ্যায় একাডেমির জাতীয় নাট্যশালার থিয়েটার হলে মঞ্চস্থ হয় নাসরীন মুস্তাফা রচিত নাটক ‘লীলাবতী আখ্যান’।
×