ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

শেষ ষোলোতে আজারেঙ্কা-সিমোনা

প্রকাশিত: ০৬:১৭, ৯ জুলাই ২০১৭

শেষ ষোলোতে আজারেঙ্কা-সিমোনা

স্পোর্টস রিপোর্টার ॥ উইম্বলডনে জয়ের ধারাবাহিকতা ধরে রেখেছেন জোহানা কন্টা, ভেনাস উইলিয়ামস, ভিক্টোরিয়া আজারেঙ্কা, সিমোনা হ্যালেপ এবং জেলেনা ওস্টাপেঙ্কোর মতো তারকারা। শুক্রবার দারুণ জয়েই মৌসুমের তৃতীয় গ্র্যান্ডসøাম টুর্নামেন্টের শেষ ষোলোর টিকেট কেটেছেন তারা। তবে উইম্বলডনের তৃতীয় রাউন্ড থেকেই বিদায় নিয়েছেন সেøাভাকিয়ার অষ্টম বাছাই ডোমিনিকা সিবুলকোভা। ক্রোয়েশিয়ার ২৭তম বাছাই এনা কুঞ্জর কাছে হেরে টুর্নামেন্ট থেকে ছিটকে পড়েন তিনি। মহিলা এককে উইম্বলডনের বর্তমান চ্যাম্পিয়ন সেরেনা উইলিয়ামস। অন্তঃসত্ত্বা হওয়ার কারণে এবার খেলতেই পারছেন না তিনি। চোটের কারণে মৌসুমের তৃতীয় গ্র্যান্ডসøাম টুর্নামেন্টে নেই রাশিয়ান টেনিসের গ্ল্যামারগার্ল মারিয়া শারাপোভাও। বর্তমান টেনিস র‌্যাঙ্কিংয়ের নাম্বার ওয়ান তারকা এ্যাঞ্জেলিক কারবারও ছিলেন নিষ্প্রভ। তাই টেনিসবোদ্ধাদের ধারণা ছিল এবার মহিলা এককের লড়াই হয়তো খুব জমবে না। তবে সব সংশয় উড়িয়ে দিয়ে দারুণভাবেই জমিয়ে তুলছেন প্রমীলা টেনিস তারকারা। চমকপ্রদ পারফর্মেন্স উপহার দিচ্ছেন ভিক্টোরিয়া আজারেঙ্কাও। গত বছরের ডিসেম্বরে মা হয়েছেন বিশ্ব টেনিস র‌্যাঙ্কিংয়ের সাবেক নাম্বার ওয়ান এই তারকা। এরপর থেকেই কোর্টের বাইরে ছিটকে পড়েন তিনি। তবে উইম্বলডনের কোর্টে নেমেই দুর্দান্ত পারফর্মেন্স উপহার দেন এই বেলারুশ তারকা। টানা তিন ম্যাচ জিতে শুক্রবার চতুর্থ রাউন্ডে জায়গা করে নেন তিনি। তৃতীয় পর্বের ম্যাচে এদিন ভিক্টোরিয়া আজারেঙ্কা ৩-৬, ৬-১ এবং ৬-৪ সেটে পরাজিত করেন গ্রেট ব্রিটেনের হেথার ওয়াটসনকে। যিনি এবারই প্রথম এই টুর্নামেন্টের শেষ ষোলোতে যাওয়ার স্বপ্ন দেখছিলেন। কিন্তু শেষ পর্যন্ত বেলারুশ সুন্দরীর কাছে হেরে স্বপ্নভঙ্গ হলো তার। হেথার ওয়াটসনকে পরাজিত করে সন্তুষ্ট আজারেঙ্কা। এ বিষয়ে তিনি বলেন, ‘গুরুত্বপূর্ণ মুহূর্তে আমি আসলেই খুব ভাল খেলেছি। যদিও বা পুরো ম্যাচেই আমি ব্যাকফুটে ছিলাম। তবে দ্বিতীয় সেটে কিছুটা ভাল খেলার পর থেকেই আত্মবিশ্বাস ফিরে পাই। সর্বোপরি আমি খুশি এ জন্যই যে, কঠিন সময়েও আশা হারাইনি।’ সুদীর্ঘ ক্যারিয়ারে দুটি গ্র্যান্ডসøাম টুর্নামেন্ট জয়ের স্বাদ পেয়েছেন আজারেঙ্কা। তার দুটিই আবার অস্ট্রেলিয়ান ওপেনে। উইম্বলডনে তার সর্বোচ্চ ফলাফল সেমিফাইনাল। ২০১১ এবং পরের বছরে টানা দুইবার এই টুর্নামেন্টের শেষ চারের টিকেট নিশ্চিত করেছিলেন তিনি। কিন্তু এরপর আর নিজেকে সেভাবে মেলে ধরতে পারেননি। এবার তার সামনে দারুণ সুযোগ। ৩৭ বছরের মধ্যে প্রথম খেলোয়াড় হিসেবে মা হওয়ার পর উইম্বলডন জয়ের হাতছানি এখন তার সামনে। সেই পথে এখন আজারেঙ্কার বড় বাধা সিমোনা হ্যালেপ। কেননা শেষ ষোলোতেই যে মুখোমুখি তারা। টুর্নামেন্টের দ্বিতীয় বাছাই হ্যালেপ। শুক্রবার তৃতীয় রাউন্ডের ম্যাচে তিনি ৬-৪ এবং ৭-৬ (৯/৭) সেটে পরাজিত করেন চীনের পেং শুয়াইকে। প্রতিপক্ষকে হারাতে এদিন সিমোনা হ্যালেপের সময় লাগে ৯৯ মিনিট। এদিকে ২৩ বছরের মধ্যে সবচেয়ে বেশি বয়সী খেলোয়াড় হিসেবে উইম্বলডনের চতুর্থ রাউন্ডে জায়গা করে নিয়েছেন ভেনাস উইলিয়ামস। তৃতীয় পর্বে আমেরিকান টেনিসের এই জীবন্ত কিংবদন্তি ৭-৬ এবং ৬-৪ সেটে পরাজিত করেন জাপানের নাওমি ওসাকাকে। তার আগে সবচেয়ে বেশি বয়সী খেলোয়াড় হিসেবে উইম্বলডনের শেষ ষোলোতে উঠেছিল মার্টিনা নাভ্রাতিলোভা। ১৯৯৪ সালে নাভ্রাতিলোভার বয়স ছিল ৩৭ বছর ২৫৮ দিন। আর ভেনাসের বর্তমান বয়স ৩৭ বছর ২৯ দিন। তার সামনে এখন নতুন মাইলফলকের হাতছানি। কেননা পরের রাউন্ডে তার সহজ প্রতিপক্ষ এনা কুঞ্জ। যিনি ডোমিনিকা সিবুলকোভাকে হারিয়ে শেষ ষোলোতে জায়গা করে নিয়েছেন। ভেনাস, আজারেঙ্কা, হ্যালেপ ছাড়াও উইম্বলডনের তৃতীয় রাউন্ডে যারা জয় পেয়েছেন তারা হলেন গ্রেট ব্রিটেনের জোহানা কন্টা, ক্যারোলিন গার্সিয়া, এলিনা সিতলিনা এবং ফ্রেঞ্চ ওপেনের শিরোপা জয়ী জেলেনা ওস্টাপেঙ্কো।
×