ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

আইডিইবি ও সিপিএসসির যৌথ উদ্যোগ

দক্ষ মানবসম্পদ তৈরির লক্ষ্যে ২৭ জুলাই থেকে আন্তর্জাতিক সম্মেলন

প্রকাশিত: ০৬:১৬, ৯ জুলাই ২০১৭

দক্ষ মানবসম্পদ তৈরির লক্ষ্যে ২৭ জুলাই থেকে আন্তর্জাতিক সম্মেলন

স্টাফ রিপোর্টার ॥ দক্ষ মানবসম্পদ তৈরির লক্ষ্য সামনে রেখে আগামী ২৭ জুলাই থেকে ঢাকায় শুরু হতে যাচ্ছে তিনদিনব্যাপী আন্তর্জাতিক সম্মেলন। শিক্ষা মন্ত্রণালয়ের সহযোগিতায় ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ (আইডিইবি) ও কলম্বো প্ল্যান স্টাফ কলেজ (সিপিএসসি) ম্যানিলার যৌথ উদ্যোগে আয়োজিত এ সম্মেলনে সিপিএসসি সদস্যভুক্ত ১৬টি সদস্য দেশের প্রতিনিধি ছাড়াও বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার প্রতিনিধিরা অংশ নেবেন। এছাড়া এ সম্মেলনের আগে ২৫ ও ২৬ জুলাই অনুষ্ঠিত হবে টিভিইটি নেটওয়ার্ক নিয়ে আঞ্চলিক কর্মসূচী। শনিবার রাজধানীর আইডিইবি ভবনে আয়োজিত সংবাদ সম্মেলনে এবারের আন্তর্জাতিক সম্মেলনের নানা দিক তুলে ধরেন কনফারেন্স স্টিয়ারিং কমিটির সদস্য সচিব ও আইডিইবির সাধারণ সম্পাদক মোঃ শামসুর রহমান। সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন কনফারেন্স স্টিয়ারিং কমিটির চেয়ারম্যান ও আইডিইবির সভাপতি এ কে এম হামিদ। এছাড়াও উপস্থিত ছিলেন শিক্ষা মন্ত্রণালয়ের কারিগরি ও মাদ্রাসা বিভাগের অতিরিক্ত সচিব কারিগরি শিক্ষা অধিদফতরের মহাপরিচালক অশোক কুমার বিশ্বাস, শিক্ষা মন্ত্রণালয়ের যুগ্ম সচিব ড. মোঃ ফারুক হোসেন, অজিত কুমার ঘোষ ও এটুই প্রকল্পের বিশেষজ্ঞ নাইমুজ্জামান মুক্তা। আইডিইবির সাধারণ সম্পাদক মোঃ শামসুর রহমান জানান, টেকসই উন্নয়নে কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষার সর্বোত্তম পদ্ধতি-কৌশলসমূহের ওপর পারস্পরিক বিনিময় এবং ২০৪১ সালে উদীয়মান উন্নত দেশ হিসেবে আবির্ভূত হওয়ার লক্ষ্য আমাদের সামনে। দক্ষ বাংলাদেশ নির্মাণে নীতিগত সুপারিশ প্রণয়নে টিভিইটি নেটওয়ার্ক স্থাপনের উদ্দেশ্যকে সামনে রেখেই তিনদিনের আন্তর্জাতিক সম্মেলনের আয়োজন করা হয়েছে। ২৭ জুলাই সকাল ১০টায় রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে সম্মেলনের আনুষ্ঠানিক উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ ও সিপিএসসির মহাপরিচালক ড. লামহরি লামচি বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন। ২৭-২৯ জুলাই আইডিইবি ভবনের একাধিক হলে বিভিন্ন সেশনে টিভিইটি গভর্নেন্স ও সক্ষমতা নির্মাণ কৌশল, বৈশ্বিক প্রতিযোগিতার জন্য টিভিইটি, গুণগত টিভিইটির নিশ্চিয়তার জন্য গবেষণা, নতুনত্ব ও শিক্ষা বিজ্ঞান, টিভিইটি ও দক্ষতা বৃদ্ধি পুনর্বিন্যাসের মাধ্যমে আর্থসামাজিক উন্নয়ন, টিভিইটি ও দক্ষতা উন্নয়নের জন্য গুণগত নিশ্চয়তা, পেশাগত যোগ্যতা অর্জনের জন্য শিল্পপ্রতিষ্ঠানের সমন্বয় শিরোনামে পৃথক ৩০টি পেপার উপস্থাপন করবেন দেশ-বিদেশের টিভিইটি বিশেষজ্ঞরা। মোঃ শামসুর রহমান জানান আরও জানান, সম্মেলনের মূল পর্বের আগে ২৬ জুলাই সন্ধ্যা সাড়ে ৭টায় আইডিইবি ভবন সেমিনার হলে এক অনুষ্ঠানে প্রধান অথিতি থাকবেন বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী স্থপতি ইয়াফেস ওসমান, সভাপতিত্ব কবেন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী ড. মহীউদ্দীন খান আলমগীর। ২৭ জুলাই বেলা ২টায় আইডিইবি ভবন সেমিনার হলে প্লেনারি সেশন, যেখানে প্রধান অতিথি থাকবেন প্রধানমন্ত্রীর কার্যালয়ের এসডিজি বিষয়ক মুখ্য সমন্বয়ক মোঃ আবুল কালাম আজাদ। সন্ধ্যা সাড়ে ৭টায় হোটেল লা মেরিডিয়ানে সেমিনারে প্রধান অতিথি থাকবেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, বিশেষ অতিথি থাকবেন পররাষ্ট্রমন্ত্রী মোঃ শাহরিয়ার আলম। ২৮ জুলাই সকাল সাড়ে ৯টায় আইডিইবি ভবন সেমিনার হলে প্লেনারি সেশনে প্রধান অতিথি থাকবেন প্রধানমন্ত্রীর মুখ্য সচিব ড. কামাল আবদুল নাসের চৌধুরীর। সন্ধ্যা সাড়ে ৭টায় আইডিইবি ভবন সেমিনার হলে আয়োজিত আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। এছাড়া ২৯ জুলাই সকাল ৯টায় বিজিএমই ভবনে গোলটেবিল আলোচনা ও কনফারেন্সের ঘোষণাপত্র চূড়ান্ত করা এবং সন্ধ্যা সাড়ে ৭টায় হোটেল রেডিসন ব্লুতে সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। ২৯ জুলাই বেলা ১১টায় বিদেশী অতিথিরা ধানম-িতে বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘর ও বেলা ১২টায় জাতীয় সংসদ ভবন পরিদর্শন এবং বেলা ১টায় মহিলা পলিটেকনিক ইনস্টিটিউট পরিদর্শন ও সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশগ্রহণ করবেন বলে জানিয়েছেন আয়োজকরা। সম্মেলনে সিপিএসসি সদস্যভুক্ত ১৬টি সদস্য দেশের প্রতিনিধি ছাড়াও জার্মান, ভারত, মালয়েশিয়া, সিঙ্গাপুর, নরওয়ে, অস্ট্রেলিয়া, চীন এবং উন্নয়ন সহযোগী সংস্থা আইএলও, এডিবি, ওয়ার্ল্ড ব্যাংক, জিআইজেট, ওআইসি, ভারতের এনআইটিটিসহ বিভিন্ন আন্তর্জাতিক সংস্থাসমূহের প্রতিনিধিরা যোগদান করবেন। কারিগরি শিক্ষা অধিদফতর, বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড, স্কিস এ্যান্ড ট্রেনিং এ্যানহান্সমেন্ট প্রজেক্ট, এফবিসিসিআই, পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ), এটুআই, অস্ট্রেলিয়ার এডুকেশন এ্যান্ড স্কিল ডেভেলপমেন্ট কো-পার্টনার হিসেবে অংশগ্রহণ করবে।
×