ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

তামিমের এসেক্স মিশন শুরু আজ

প্রকাশিত: ০৬:১৩, ৯ জুলাই ২০১৭

তামিমের এসেক্স মিশন শুরু আজ

স্পোর্টস রিপোর্টার ॥ ইংল্যান্ডে পৌঁছে গেছেন বাংলাদেশ ওপেনার তামিম ইকবাল। আজ তার এসেক্স মিশন শুরুও হয়ে যাবে। কেন্টের বিপক্ষে ম্যাচ দিয়ে তামিমের এসেক্স যাত্রা শুরু হবে। বাংলাদেশ সময় রাত আটটায় বেকেনহামে ন্যাটওয়েস্ট টি২০ ব্লাস্ট টুর্নামেন্টের এ ম্যাচটি দিয়েই তামিম কাউন্টিতে দ্বিতীয়বারের মতো খেলতে নামবেন। প্রথমবার ২০১১ সালে নটিংহ্যামশায়ারের হয়ে খেলেছিলেন। টুর্নামেন্টটি শুরু হয়েছে শুক্রবার। এসেক্স একটি ম্যাচ খেলেও ফেলেছে। সারের বিপক্ষে ম্যাচটি সুখকর হয়নি। ২ রানের হার দিয়ে টুর্নামেন্টে খেলা শুরু হয়। সেই ম্যাচটিতে তামিম থাকতে পারেননি। কারণ তিনি ততক্ষণে ইংল্যান্ডে পৌঁছাতে পারেননি। দলের সঙ্গে যোগ দিতে পারেননি। তামিম এখন দলের সঙ্গে আছেন। আজকের ম্যাচটিতে খেলবেনও। শুধু এই ম্যাচটিই নয়। তামিম এসেক্সের হয়ে মোট ৮ ম্যাচে খেলবেন। তামিম আজ এসেক্সের হয়ে প্রথম ম্যাচ খেলার পর ১৩ জুলাই চেমসফোর্ডে সমারসেটের বিপক্ষে দ্বিতীয় ম্যাচ খেলবেন। এরপর আরও ৬টি ম্যাচ খেলার জন্য এসেক্সের সঙ্গে চুক্তিবদ্ধ তামিম। ১৬ জুলাই চেমসফোর্ডে গ্ল্যামারগন, ১৯ জুলাই ওভালে সারে, ২১ জুলাই চেমসফোর্ডে হ্যাম্পশায়ার, ২৩ জুলাই কার্ডিফে গ্ল্যামারগন, ২৭ জুলাই লর্ডসে মিডলসেক্স এবং ২৯ জুলাই চেমসফোর্ডে গ্লস্টারশায়ারের বিরুদ্ধে খেলবেন। এই সময় পর্যন্তই ইংল্যান্ডে থাকবেন তামিম। ১ আগস্টেই দেশে ফিরে আসার কথা রয়েছে তার। এসেই অস্ট্রেলিয়ার বিপক্ষে চলতে থাকা প্রস্তুতি ক্যাম্পে যোগ দেবেন। এরআগে ২০১১ সালে নটিংহ্যামশায়ারের হয়ে ৫টি ম্যাচ খেলার সুযোগ পেয়েছিলেন। এবার ৮টি ম্যাচ খেলবেন। বৃহস্পতিবার ছাড়পত্র পেয়ে শুক্রবারই ইংল্যান্ড গেছেন তামিম। এবার তিনি ন্যাটওয়েস্ট টি২০ ব্লাস্টে যে দলটির হয়ে খেলবেন সেই দলটি এসেক্স ঈগলস নামেও পরিচিত। ইংল্যান্ডের জনপ্রিয় এ টি২০ আসরে এবারই অভিষেক ঘটবে বাঁহাতি এ ওপেনারের। এবার ইংল্যান্ডে অনুষ্ঠিত আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে দুর্দান্ত নৈপুণ্য দেখিয়েছেন তামিম। তৃতীয় সর্বোচ্চ রান সংগ্রাহক ছিলেন তিনি। দুটি অর্ধশতক ও একটি সেঞ্চুরি হাঁকিয়েছিলেন। রান করেছিলেন ৭৩.২৫ গড়ে ২৯৩। তামিমের এমন দুর্দান্ত ব্যাটিংয়ে মুগ্ধ হয়েই এসেক্স চুক্তি করার ভাবনা করে। যেই ভাবনা, সেই কাজ। তামিমের কাছে প্রস্তাব দেয়। তামিমও অনেক ভেবে প্রস্তাবে রাজি হয়। চুক্তি হয়। এখন খেলবেনও তামিম। এরআগে ফ্রেন্ডস লাইফ টি২০ আসরে নটিংহ্যামশায়ারের হয়ে খেলেছিলেন। এবার এসেক্সের হয়ে খেলবেন তামিম। এ বিষয়ে যাওয়ার আগে তামিম বলেন, ‘আমি এর আগেও কাউন্টি ক্রিকেটে খেলেছি। যে কোন খেলোয়াড়ের জন্য কাউন্টিতে খেলতে পারা দারুণ এক সুযোগ। সব অভিজ্ঞতাই কাজে লাগে এবং আমি বিশ্বাস করি এসেক্সের সঙ্গে আমার সময়টা বেশ অভিজ্ঞতা দেবে আমাকে। সেটা আমাকে ব্যাটিংয়ে অনেক সহায়ক ভূমিকা রাখতে পারবে বলে আশা করছি। আমার মূল লক্ষ্য ভাল ক্রিকেট খেলে দলের আকাক্সক্ষা পূরণ করা।’ এসেক্স দলটি খুবই শক্তিশালী। দলে তামিম ছাড়াও অধিনায়ক রায়ান টেন ডেসকাটে, রবি বোপারা, আসহার জাইদি, মোহাম্মদ আমিররা রয়েছেন। প্রথম ম্যাচে জেতার কাছে গিয়েও হেরেছে এসেক্স। আজ দেখা যাক কি হয়। তবে তামিমকে পেয়ে ভীষণ খুশি এসেক্স কোচ ক্রিস সিলভারউড। তামিম ‘বিপজ্জনক’ ব্যাটসম্যান। সরাসরিই তা বলে দিয়েছেন। সিলভারউড জানান, ‘চ্যাম্পিয়ন্স ট্রফিতে নিজের যোগ্যতা দেখিয়েছেন তামিম। তিনি কতটা ভাল ক্রিকেটার এবং কতটা বিপজ্জনক সেটা তার ক্যারিয়ারের স্ট্রাইক রেট দেখেই বোঝা যায়।’ গেল মাসে শেষ হওয়া আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে তৃতীয় সর্বোচ্চ রান সংগ্রাহক ছিলেন তামিম। ৪ ম্যাচে ১টি সেঞ্চুরি দুটি হাফ-সেঞ্চুরিতে ৭৩.২৫ গড়ে ২৯৩ রান করেন। বাংলাদেশের হয়ে ৫৬টি টি২০ ম্যাচে ১২০২ রান করেছেন তিনি। তার ব্যাটিং গড় ২৩ দশমিক ৫৬। স্ট্রাইক রেট ১১৫ দশমিক ১৩। এসেক্সের ওপেনিং বিভাগ শক্তিশালী করতেই তামিমকে দলে নিয়েছেন বলে জানান সিলভারউড, ‘আমাদের ওপেনিং ব্যাটিং শক্তিশালী করতে চেয়েছি। আমরা তামিমের মতো ক্রিকেটারকে ক্লাবে পেয়েছি। আমাদের হয়ে আটটি ম্যাচ খেলবেন তামিম।’ কাউন্টি ক্রিকেটে এসেক্সের হয়ে খেলতে মুখিয়ে আছেন তামিম নিজেও। তিনি বলেন, ‘আসন্ন ন্যাটওয়েস্ট টি২০ ব্লাস্টে এসেক্সের সতীর্থদের সঙ্গে খেলতে মুখিয়ে আছি আমি। রবি বোপারা, রায়ান টেন ডয়েসকাট এবং আসহার জাইদির সঙ্গে প্রচুর ক্রিকেট খেলেছি। ইংল্যান্ডে খেলাটাকে সবসময়ই উপভোগ করি। আশা করছি এসেক্সের হয়ে আসন্ন টুর্নামেন্টে ভাল পারফর্ম করতে পারব। যা এবারের আসরে এসেক্সকে সহযোগিতা করবে।’
×