ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

এবার শহর বানাচ্ছে ফেসবুক

প্রকাশিত: ০৬:০৫, ৯ জুলাই ২০১৭

এবার শহর বানাচ্ছে ফেসবুক

যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালিতে বাসস্থান, খুচরা বিক্রির দোকান, একটি হোটেল ও নিজেদের কর্পোরেট প্রধান কার্যালয়গুলো একসঙ্গে স্থাপন করতে যাচ্ছে ফেসবুক। এক কথায় ফেসবুক নিজেদের জন্য আলাদা একটি শহর বানাতে চায়। সম্প্রতি যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার মেনলো পার্কে নতুন এ বিশাল নির্মাণ প্রকল্প নিয়ে পরিকল্পনা উন্মোচন করেছে ফেসবুক। গত ২০১৫ সালে এ স্থানে ফেসবুক ৪০ কোটি ডলারের বিনিময়ে ৫৬ একর জমি কেনে। এটি ফেসবুকের প্রধান কার্যালয় সংলগ্ন রাস্তার সঙ্গে সরাসরি যুক্ত। এতে ১৬ লাখ বর্গফুটে ১ হাজার ৫০০ ইউনিট বাসস্থানের সুবিধা দেয়া হবে। এ পরিকল্পনার ঘোষণা দিয়ে এক ব্লগ পোস্টে ফেসবুকের পক্ষ থেকে এ প্রকল্পকে ‘মিক্সড-ইউজ ভিলেজ’ হিসেবে আখ্যা দেয়া হয়। এতে বাসস্থানের সুবিধা দেয়া হবে, আর অধিকাংশতেই ফেসবুক কর্মীরা থাকবেন। সেই সঙ্গে এতে যোগাযোগ ব্যবস্থাসহ অন্যান্য ব্যবস্থাও থাকবে। ‘আমরা নতুন খুচরা দোকান বানানোর পরিকল্পনা করছি, এর সঙ্গে একটি মুদি দোকান, ফার্মেসি, ও অন্যান্য দোকান থাকবে।’ নতুন এই প্রকল্পে একটি হোটেলও থাকবে বলে জানিয়েছে সিলিকন ভ্যালি বিজনেস জার্নাল। তবে এটি বানাতে প্রায় একদশক লেগে যাবে, এ পরিকল্পনার সঙ্গে সংশ্লিষ্ট এক ব্যক্তি এ তথ্য প্রকাশ করেন। এ প্রকল্পের প্রাথমিক ধাপে বাসস্থান ও মুদি দোকান স্থাপন করা হবে, যা ২০২১ সালের মাঝামাঝি সময়ের মধ্যে সম্পন্ন হবে বলে আশা করা হচ্ছে। অধিকাংশ বাসস্থান ফেসবুক কর্মীদের জন্য দেয়া হলেও, ফেসবুক এ সেবা আরও বৃহত্তর পরিসরেও দিতে যাচ্ছে। এ প্রকল্পে বাজারের প্রচলিত দাম ও সহজলভ্য বাসস্থান ইউনিটের মিশ্রণ রাখা হবে। এখানে ১৫ শতাংশ বা ২২৫ ইউনিট বাজারের দামের চেয়ে কম দামে দেয়া হবে। কর্মীদের কার্যালয়ের এত কাছে রাখার একটি উপকার হচ্ছে এলাকায় যানবাহনের সংখ্যা কমে যাবে, উল্লেখ করা হয় ওই ব্লগ পোস্টে। সিটি অব মেনলো পার্কে এ পরিকল্পনা উপস্থাপন করা হলেও, তারা এখনও অনুমোদন পাননি। দুই বছরের মধ্যে এ প্রক্রিয়া অনুমোদন পাবে বলে আশা প্রকাশ করেছে প্রতিষ্ঠানটি। -দ্য স্ট্রিট ও ওয়েবসাইট
×