ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

প্রাথমিক বিজ্ঞান;###;মোঃ আনোয়ার হোসেন

প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষার প্রস্তুতি

প্রকাশিত: ০৪:১১, ৯ জুলাই ২০১৭

প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষার প্রস্তুতি

বি.এস.সি (অনার্স), এম.এস.সি (১ম শ্রেণি, রসায়ন), সহকারি শিক্ষক, দেলুঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয়, আদমদীঘি, বগুড়া। মোবাইল : ০১৭২৪৬২৩৭৮৭ প্রশ্ন : বিজ্ঞান কি? উত্তর : বিজ্ঞান হলো প্রকৃতি সম্পর্কিত জ্ঞান যা পর্যবেক্ষণ ও পরীক্ষা-নিরীক্ষার মাধ্যমে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে প্রাকৃতিক ঘটনাকে ব্যাখ্যা করে। প্রশ্ন : প্রযুক্তি কি? উত্তর : প্রযুক্তি হলো আমাদের জীবনের বাস্তব সমস্যা সমাধানের জন্য বিজ্ঞানের ব্যবহারিক প্রয়োগ। প্রশ্ন : বৈজ্ঞানিক পদ্ধতির ধাপসমূহ লেখ। উত্তর : পর্যবেক্ষণ প্রশ্নকরণ অনুমিত সিদ্ধান্ত পরীক্ষণ সিদ্ধান্ত গ্রহণ বিনিময়। প্রশ্ন : জৈব প্রযুক্তি কি? উত্তর : মানুষের কল্যাণে নতুন কিছু উৎপাদনে জীবের ব্যবহারই হলো জৈব প্রযুক্তি। প্রশ্ন : আধুনিক প্রযুক্তির সবচেয়ে ভয়াবহ প্রয়োগ কোনটি? উত্তর : যুদ্ধের অস্ত্র তৈরি ও এর ব্যবহার। প্রশ্ন : তিনটি কৃষি প্রযুক্তির নাম লেখ। উত্তর : কোদাল, ট্রাক্টর ও সেচ পাম্প। প্রশ্ন : শিল্পবিপ্লব কখন হয়েছিল? উত্তর :আঠারো শতকে। প্রশ্ন : রাসায়নিক প্রযুক্তি কি? উত্তর : ফসলের ক্ষতিকারক পোকা ও আগাছা দমন করা এবং বাড়তি উৎপাদনের জন্য ফসলে রাসায়নিক সার ও কীটনাশকের ব্যবহারই হলো রাসায়নিক প্রযুক্তি। প্রশ্ন : সবচেয়ে আধুনিক প্রযুক্তি কি? উত্তর : তথ্য প্রযুক্তি। প্রশ্ন : প্রযুক্তি আমাদের জীবনকে কেমন করেছে? উত্তর : নিরাপদ, উন্নত ও আরামদায়ক করেছে। প্রশ্ন : মহাকাশের বিভিন্ন বস্তু পর্যবেক্ষণ করতে কোন যন্ত্র ব্যবহার করা হয়? উত্তর : দূরবীক্ষণ যন্ত্র। প্রশ্ন : একনাগারে কত সময়ের বেশি টেলিভিশন দেখা বা কম্পিউটার ব্যবহার করা স্বাস্থ্যের জন্য ক্ষতিকর? উত্তর : এক ঘন্টা। প্রশ: প্রযুক্তির ক্ষতিকর প্রভাবের দুটি উদাহরণ দাও। উত্তর : অস্ত্র তৈরি ও এর ব্যবহার। নিয়মিত খেলাধুলা, ব্যায়াম ও মুক্ত চিন্তার পথে বাধা সৃস্টি।
×