ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

যাত্রাশিল্পী গৌরাঙ্গ আদিত্য অসুস্থ

প্রকাশিত: ০৪:০৫, ৯ জুলাই ২০১৭

যাত্রাশিল্পী গৌরাঙ্গ আদিত্য অসুস্থ

স্টাফ রিপোর্টার ॥ যাত্রাশিল্পের বিবেক বলে খ্যাত গীতিকার, সুরকার ও শিল্পী ওস্তাদ গৌরাঙ্গ আদিত্য। নেত্রকোনা জেলার মোহনগঞ্জে বেড়ে ওঠা এই শিল্পীর জন্ম ভারতের নদিয়া জেলার নবদ্বীপে। যাত্রাপালায় বিবেকের অভিনয় করা এই শিল্পী বর্তমানে অচল হয়ে একটি ঘরের মধ্যে বন্দী হয়ে আছেন। ঘর থেকে বের হতে পারেন না বলে সংসারে আসে না অর্থ, আসে না হাস্যোজ্জ্বল পরিবেশ। নড়াচড়া করতে না পারা এই মানুষটির ছোট্ট ঘরটির চারদিকে তাকানো ছাড়া কিছুই করার নেই তার। সেখানে শুধু দেখেন পুরনো স্মৃতি, ঘরের মেঝেতে পড়ে থাকা সম্মাননা ক্রেস্ট, আর অবহেলিত সংসার। ভাল করে কথা বলতে পারেন না। তাঁর ভাষ্য, মানুষের ভালবাসা পেতে এবং ভালবাসা দিতে কাজ করেছি; শেষ সময়ে আর কিছু চাই না। আমি আশাবাদী মানুষ। স্বপ্ন দেখতে ভালবাসি। বিশাল জনগোষ্ঠীর কিছু মানুষ প্রতিক্রিয়াশীল এবং সহিংস অপকর্মের সঙ্গে সম্পৃক্ত। কিন্তু মুক্তচিন্তার অনেক মানুষ শিকড় সন্ধানী, দেশের প্রতি দায়বদ্ধ থেকে কাজ করে যাচ্ছে। তারাই আমাদের বাঁচাবে। তিনি নিজে কিছু বলতে না চাইলেও তাঁর দীর্ঘশ্বাস ও শেষ না হওয়া অস্পষ্ট গল্পে বোঝা যায় বেঁচে থাকার কত আশা তাঁর। সমাজ ও রাষ্ট্রকে আরও কত কিছু দেয়ার আকাক্সক্ষা। আচরণে প্রকাশিত হয় আপাদমস্তক একজন শিল্পী কোনদিন নিজের জন্য হাত পাততে পারেন না। শিল্পী সমাজের জন্য অনিবার্য হলে সমাজই তাঁকে খুঁজে নেবে, সহায়তা করবে। আমার বাবা রমেশ চন্দ্র শীল যাত্রা করতেন। সেই সত্তর বছর আগে কিশোর বয়সে কৃষ্ণলীলায় নদের নিমাই চরিত্রে অভিনয়ের মধ্যে দিয়ে তাঁর যাত্রাজীবন শুরু। বাবার কাছেই গানে হাতেখড়ি। পরবর্তীতে ওস্তাদ বীরেন চন্দ্র গোস্বামী, ওস্তাদ বিজয়কৃষ্ণ ভট্টাচার্য ও ওস্তাদ গোপাল দত্তের কাছে উচ্চাঙ্গসঙ্গীতে তালিম নেন। সেই সময়ে পূর্ব পাকিস্তানে নবরঞ্জন অপেরা, বুলবুল অপেরা, গণেশ অপেরা, বাবুল অপেরা এবং বাংলাদেশে আবারও নবরঞ্জন অপেরা, চারণিক নাট্যগোষ্ঠীর, কৃষ্ণকলি অপেরা, বঙ্গশ্রী অপেরা প্রভৃতি যাত্রাদলে তিন শতাধিক যাত্রাপালায় অভিনয় করেন। এর স্বীকৃতিস্বরূপ তিনি পেয়েছেন নানা পুরস্কার ও সম্মাননা।
×