ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

বিওতে বোনাস পাঠিয়েছে ইন্টারন্যাশনাল লিজিং

প্রকাশিত: ০৪:০৪, ৯ জুলাই ২০১৭

বিওতে বোনাস পাঠিয়েছে ইন্টারন্যাশনাল লিজিং

বিনিয়োগকারীদের বেনিফিশিয়ারি ওনার্স (বিও) হিসেবে বোনাস পাঠিয়েছে পুঁজিবাজারে তালিকাভুক্ত আর্থিক খাতের কোম্পানি ইন্টারন্যাশনাল লিজিং এ্যান্ড ফিন্যান্স সার্ভিসেস লিমিটেড। সেন্ট্রাল ডিপোজিটরি বাংলাদেশ লিমিটেড (সিডিবিএল) সূত্রে এ তথ্য জানা গেছে। সূত্রমতে, ৩১ ডিসেম্বর ২০১৬ সমাপ্ত অর্থবছরে এ কোম্পানির ঘোষিত বোনাস শেয়ার সেন্ট্রাল ডিপোজিটরি বাংলাদেশ লিমিটেডের (সিডিবিএল) মাধ্যমে ৬ জুলাই শেয়ারহোল্ডারদের নিজ নিজ বিও হিসেবে জমা হয়েছে। উল্লেখ্য, সমাপ্ত অর্থবছরের জন্য ৫ শতাংশ বোনাস লভ্যাংশ ঘোষণা করেছে। সমাপ্ত অর্থবছরের জন্য এ কোম্পানির শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ০.৭০ টাকা, শেয়ারপ্রতি সম্পদ মূল্য (এনএভি) ১২.৯২ টাকা, শেয়ারপ্রতি কার্যকরী নগদ প্রবাহের পরিমাণ (এনওসিএফপিএস) ৬.৯৩ টাকা (নেগেটিভ)। -অর্থনৈতিক রিপোর্টার রেকিট বেনকিসারের মুনাফা কমেছে বহুজাতিক কোম্পানি রেকিট বেনকিসার চলতি বছরের দ্বিতীয় প্রান্তিকে মুনাফা কমার আশঙ্কা করছে। গত জুন মাসের শেষ দিকের সাইবার হামলার প্রভাবে আলোচ্য সময়ে ২ শতাংশ কম মুনাফার আশঙ্কা করছে কোম্পানিটি। বৃহস্পতিবার কোম্পানিটি এক বিবৃতিতে জানিয়েছে, জুন মাসের ওই সাইবার হামলায় তাদের উৎপাদন ও বিপণন ব্যবস্থা মারাত্মকভাবে ব্যাহত হয়। বিশ্বের কয়েকটি দেশেই ভোক্তাদের তারা যথাসময়ে পণ্য সরবরাহ করতে পারেনি। কোম্পানিটি বলেছে, তাদের সাইট হ্যাক হওয়ার কারণে অর্ডার অনুসারে অনেক পণ্য জাহাজে তুলতে পারেনি। ফলে সরবরাহ করতে না পারার ওই ঘাটতি প্রভাব ফেলবে আলোচ্য প্রান্তিকের আয়ে। এছাড়া কোম্পানিটির অনেক কারখানা এখনও স্বাভাবিক উৎপাদনে ফিরতে পারেনি বলে বিবৃতিতে বলা হয়েছে। তবে তৃতীয় প্রান্তিকে এ ঘটাতি পুষিয়ে নেয়া আপ্রাণ চেষ্টা করবে বলেও বিবৃতিতে জানিয়েছে রেকিট বেনকিসার। -অর্থনৈতিক রিপোর্টার
×