ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

লিউ জিয়াওবোর চিকিৎসায় মার্কিন ও জার্মান চিকিৎসক

প্রকাশিত: ০৩:৫৪, ৯ জুলাই ২০১৭

লিউ জিয়াওবোর  চিকিৎসায় মার্কিন ও জার্মান চিকিৎসক

শান্তিতে নোবেল পুরস্কার পাওয়া লিভার ক্যান্সার আক্রান্ত চীনা মানবাধিকারকর্মী ও সাহিত্যিক লিউ জিয়াওবোর সঙ্গে দেখা করে তাকে চিকিৎসাসেবা দেয়ার প্রস্তুতি নিচ্ছেন একদল মার্কিন ও জার্মান ডাক্তার। খবর গাডির্য়ান। কারাগার থেকে মেডিক্যাল প্যারোলে মুক্তি পেয়ে উত্তর-পশ্চিম চীনের শেনইয়াং শহরের এক হাসপাতালে চিকিৎসাধীন আছেন লিউ। শারীরিক অবস্থা আশঙ্কাজনক হওয়ায় হাসপাতাল কর্তৃপক্ষই লিউর চিকিৎসার জন্য অন্তত দুইজন বিদেশী ডাক্তারকে আমন্ত্রণ জানায় বলে নিশ্চিত করেছে তিনটি সূত্র। চীনের আমেরিকা ও জার্মান দূতাবাসকে লিউর চিকিৎসায় এ দেশ দুটি থেকে কোন ডাক্তার আসছেন কিনা প্রশ্ন করা হলে তারা কোন জবাব দিতে অস্বীকৃতি জানান। তবে লিউর শারীরিক অবস্থা এবং তার দ্রুত অবনতির বিষয়টি নজরে আছে বলে জানিয়েছেন চীনে মার্কিন দূতাবাস প্রতিনিধি মেরি বোথ পো। একমাস আগে লিভারে ক্যান্সার ধরা পড়ার পর কারাগার থেকে লিউকে শেনইয়াংয়ের একটি হাসপাতালে স্থানান্তর করা হয়। এরপর থেকেই উন্নত চিকিৎসায় তাকে দেশের বাইরে পাঠানোর জন্য চীনের ওপর আন্তর্জাতিক সম্প্রদায়ের চাপ বাড়ে। শুক্রবার জাতিসংঘের মানবাধিকার সংস্থা লিউর সঙ্গে সরাসরি দেখা করার দাবি জানায়। গুরুতর অসুস্থ হওয়ার আগ পর্যন্ত লিউকে হাসপাতালে স্থানান্তর না করায় বিশ্বের বিভিন্ন মানবাধিকার সংগঠনের তোপের মুখে চীন। তবে তাকে সেরা ডাক্তারদের মাধ্যমে সর্বোচ্চ চিকিৎসাসেবা দেয়া হচ্ছে বলে দাবি করেছে সরকার। বিলুপ্তপ্রায় নেকড়ের জন্ম মেক্সিকোর একটি চিড়িয়াখানায় বিলুপ্তপ্রায় ৭টি নেকড়ে শাবকের জন্ম হয়েছে। এর ফলে ‘মেক্সিকান উলফ’ নামে পরিচিত ছোট ও ধূসর নেকড়েদের এ উপপ্রজাতির পৃথিবীতে টিকে থাকার ক্ষেত্রে নতুন করে আশার সঞ্চার হয়েছে। ৭টি শাবকের মধ্যে ৫টি পুরুষ ও ২টি স্ত্রী। দক্ষিণ-পশ্চিম যুক্তরাষ্ট্র এবং মেক্সিকোর মধ্য ও উত্তরাঞ্চলে এরা বসবাস করে। ১৯ শতকের মাঝামাঝি সময়ে এ নেকেড়েদের ঝুঁকিপূর্ণ তালিকায় অন্তর্ভুক্ত করা হয়।-এএফপি মালালার টুইটারে যোগদান পাকিস্তানের নোবেলজয়ী মানবাধিকার কর্মী মালালা ইউসুফজাই শুক্রবার স্কুল জীবন শেষ করেছেন। একই দিন তিনি জনপ্রিয় সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারে যোগ দেন। প্রথম টুইটে তিনি স্কুল জীবন শেষ করার মুহূর্তকে ‘টকমিষ্টি’ বলে অভিহিত করেছেন। ১৯ বছর বয়সী মালালা নারী শিক্ষা প্রসারে তার প্রচার কার্যক্রম চালিয়ে যাচ্ছেন। ২০১২ সালে একটি স্কুলবাসে তিনি তালেবানের হামলার শিকার হন।-বিবিসি
×