ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

পেরুর সাজাপ্রাপ্ত সাবেক প্রেসিডেন্ট ফুজিমোরি হাসপাতালে

প্রকাশিত: ০৩:৫২, ৯ জুলাই ২০১৭

পেরুর সাজাপ্রাপ্ত সাবেক প্রেসিডেন্ট ফুজিমোরি হাসপাতালে

পেরুর কারাদণ্ডে দণ্ডিত নেতা ও সাবেক প্রেসিডেন্ট আলবার্তো ফুজিমোরিকে শুক্রবার হাসপাতালে ভর্তি করা হয়েছে। তিনি উচ্চ রক্তচাপ এবং অনিয়মিত হৃদস্পন্দনজনিত সমস্যায় ভুগছেন বলে জানিয়েছেন তার চিকিৎসক আলেজান্দ্রো আগুইনাগা। খবর -এএফপির। ধারণা করা হচ্ছিল শারীরিক অসুস্থতার জন্য শীঘ্রই সাধারণ ক্ষমার আওতায় ফুজিমোরিকে মুক্তি দেয়া হতে পারে। তবে এ প্রসঙ্গে শুক্রবারই দেশটির বর্তমান প্রেসিডেন্ট পেদ্রো কুচজিনস্কি বলেন, এখনই ফুজিমোরি মুক্তি পাচ্ছেন না, তার শারীরিক অবস্থাজনিত মেডিক্যাল রিপোর্টের ওপর ভিত্তি করে চলতি বছরের শেষ নাগাদ এ বিষয়ে সিদ্ধান্ত হবে। বেশ কিছুদিন ধরেই শারীরিক নানা জটিলতায় ঘন ঘন হাসপাতালে থাকতে বাধ্য হচ্ছেন ফুজিমোরি। ইতোমধ্যে ক্যান্সারের জন্য তাকে বেশ কয়েকবার অপারেশন টেবিলে যেতে হয়েছে। ভুগছেন পিঠ, পাকস্থলিসহ গলার সমস্যায়। চলতি মাসের ২৮ তারিখে ৭৮ পার করে ৭৯ বছরে পড়বেন ফুজিমোরি। ফুজিমোরি ১৯৯০ সাল থেকে ২০০০ সাল পর্যন্ত প্রেসিডেন্ট ছিলেন। ১৯৯০-এর দশকে গেরিলা সংগঠন শাইনিং পাথের সদস্যদের ডেথ স্কোয়াডে হত্যার অভিযোগ প্রমাণিত হওয়ায় তাকে ২৫ বছর সাজা দেয়া হয়। তার বিরুদ্ধে ঘুষ গ্রহণ ও তহবিল তছরুপের অভিযোগও প্রমাণিত হয়েছে। ২০০৭ সালে তাকে প্রথমবারের মতো কারাগারে পাঠানো হয়। পারমাণবিক অস্ত্র নিষিদ্ধকরণ চুক্তিতে রাজি ১২২ দেশ জাতিসংঘে গত কয়েকমাসের আলোচনার পর শুক্রবর প্রায় দুই-তৃতীয়াংশ সদস্য দেশ পারমাণবিক অস্ত্র নিষিদ্ধকরণ চুক্তিতে রাজি হয়েছে। তবে এ চুক্তি বয়কট করেছে যুক্তরাষ্ট্র, ব্রিটেন ও ফ্রান্সসহ অন্যান্য পরমাণু অস্ত্রের অধিকারী দেশ। এর পরিবর্তে দেশগুলো বহু দশকের পুরনো পারমাণবিক অস্ত্র বিস্তার রোধ চুক্তিতেই প্রতিশ্রুতিবদ্ধ থাকবে বলে জানিয়েছে। খবর ইন্ডিপেনডেন্ট অনলাইনের। পারমাণবিক যুদ্ধ এড়াতে সাত দশকের প্রচেষ্টার পর প্রথমবারের মতো পারমাণবিক অস্ত্র নিষিদ্ধ করতে বৈশ্বিক ওই চুক্তি হয়। জাতিসংঘের ১৯২টি সদস্য দেশের মধ্যকার দুই-তৃতীয়াংশ দেশের আলোচকরা দশ পাতার চুক্তি চূড়ান্ত করেন। চুক্তির পক্ষে ১২২ টি ভোট পড়েছে। হল্যান্ড বিপক্ষে ভোট দেয় এবং সিঙ্গাপুর ভোটদানে বিরত ছিল। ভোটে অংশগ্রহণকারীদের মধ্যে বিশ্বের নয়টি পারমাণবিক অস্ত্র সমৃদ্ধ দেশের কোনটিই ছিল না। বিশ্বের পারমাণবিক অস্ত্র সমৃদ্ধ দেশ হচ্ছে যুক্তরাষ্ট্র, রাশিয়া, ব্রিটেন, ফ্রান্স, চীন, ভারত, পাকিস্তান, উত্তর কোরিয়া ও ইসরাইল। এখন ৫০টি দেশ চুক্তিটি অনুমোদন করার ৯০ দিন পর এটি কার্যকর হবে।
×