ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

হাজার হাজার সৈন্য মোতায়েন কারফিউ জারি ॥ ইন্টারনেট বন্ধ

বিদ্রোহী নেতার মৃত্যুবার্ষিকীতে কাশ্মীর অচল

প্রকাশিত: ০৩:৫১, ৯ জুলাই ২০১৭

বিদ্রোহী নেতার মৃত্যুবার্ষিকীতে কাশ্মীর অচল

ভারত শাসিত কাশ্মীর শনিবার অচল হয়ে পড়েছে। ওই অঞ্চলে কারফিউ জারি, ইন্টারনেট সেবা বন্ধ ও হাজার হাজার সৈন্য মোতায়েন করা হয়েছে। সংঘাতপূর্ণ এ অঞ্চলে জনপ্রিয় বিদ্রোহী নেতা বুরহান ওয়ানির মৃত্যুবার্ষিকী পালনের প্রেক্ষাপটে এ অচলাবস্থা তৈরি হয়েছে। খবর এএফপির। স্থানীয় বাসিন্দারা জানান, লোকজনের চলাচলের ওপর কড়াকড়ি আরোপ করা হয়েছে। গ্রামবাসীরা জানিয়েছেন, কেউ ঘরের বাইরে বের হলে গুলি করা হবে বলে জানানো হয়েছে। এক বছর আগে সরকারী বাহিনীর সদস্যরা স্থানীয়ভাবে বিপুল জনপ্রিয় বিদ্রোহী নেতা বুরহান ওয়ানিকে গুলি করে হত্যা করার পর থেকেই এ অঞ্চলে ব্যাপক বিক্ষোভ শুরু হয়। বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে নিরাপত্তা বাহিনীর সদস্যরা পেলেট গান (ছররা গুলি) ব্যবহার করলে গত কয়েক মাসে প্রায় ১শ’ জন নিহত ও বহু আহত হয়। যাদের অধিকাংশেরই স্থায়ীভাবে চোখের সমস্যা দেখা দেয়। অনেকে চিরদিনের জন্য অন্ধও হয়ে যান। বিচ্ছিন্নতাবাদী নেতারা ওয়ানির মৃত্যুবার্ষিকী পালন উপলক্ষে শনিবার থেকে সপ্তাহব্যাপী বিক্ষোভের ডাক দিয়েছেন। ফলে কাশ্মীর উপত্যকার নিরাপত্তা ব্যবস্থা জোরদারে সেখানে কারফিউ জারি করে হাজার হাজার সেনা মোতায়েন করা হয়েছে। দক্ষিণ কাশ্মীরের ট্রাল শহরে যাওয়ার সব রাস্তা বন্ধ করে দেয়া হয়েছে। কর্তৃপক্ষ হাজার হাজার মোটরবাইক জব্দ করেছে, যাতে লোকজন শহরটিতে যেতে না পারে। ট্রাল ওয়ানির নিজ শহর। নাম প্রকাশে অনিচ্ছুক এক স্থানীয় অধিবাসী জানান, আমি এত কড়াকড়ি আগে কখনও দেখিনি। উপত্যকায় মোবাইল ও ইন্টারনেট সেবা বৃহস্পতিবার রাত থেকে পুলিশের নির্দেশে বন্ধ করে দেয়া হয়েছে। এক বছর আগে বিচ্ছিন্নতাবাদী নেতা বুরহান ওয়ানিকে নিরাপত্তা বাহিনী গুলি করে হত্যা করার পর থেকে সেখানে হঠাৎ করে বিক্ষোভ তীব্র আকার ধারণ করে। ২৩ বছর বয়সী ওই নেতার সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক উপস্থিতি ছিল। তার মৃত্যুকে কেন্দ্র করে বিক্ষুব্ধ জনতা রাস্তায় নেমে বিক্ষোভ শুরু করে। যুক্তরাষ্ট্রের জন্য আরও উপহার আসছে ॥ উ. কোরিয়া যুক্তরাষ্ট্রের প্রতি ‘উপহার’ হিসেবে নানা আকারের আরও ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালানো হবে বলে ঘোষণা করেছে উত্তর কোরিয়া। পিয়ংইয়ংয়ের প্রথম আন্তঃমহাদেশীয় ক্ষেপণাস্ত্র আইসিবিএম পরীক্ষাকে কেন্দ্র করে দেশটির বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে বলে যুক্তরাষ্ট্র হুমকি দেয়ার পর এমন ব্যাঙ্গ করল উত্তর কোরিয়া। খবর ইয়াহু নিউজের। ৪ জুলাই যুক্তরাষ্ট্রের স্বাধীনতা দিবসে প্রথম আইসিবিএমের পরীক্ষা করে উত্তর কোরিয়া। একে যুক্তরাষ্ট্রের জন্য ‘উপহার’ বলেও ঘোষণা করেছিল দেশটি। নতুন এক বিবৃতিতে আইসিবিএম পরীক্ষা নিয়ে যুক্তরাষ্ট্রের কঠোর প্রতিক্রিয়ার জবাবও দিয়েছে উত্তর কোরিয়া। দেশটির রাষ্ট্রীয় সংবাদ সংস্থা কেসিএনএ প্রকাশিত বিবৃতিতে বলা হয়েছে, যুক্তরাষ্ট্রের প্রতি ‘উপহার’ হিসেবে আরও নানা আকারে ক্ষেপণাস্ত্রের পরীক্ষা করবে পিয়ংইয়ং।
×