ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

টেকনাফে বিএনপি নেতার আস্তানা থেকে ৫০ হাজার পিস ইয়াবা উদ্ধার

প্রকাশিত: ০৭:৫৩, ৮ জুলাই ২০১৭

টেকনাফে বিএনপি নেতার আস্তানা থেকে ৫০ হাজার পিস ইয়াবা উদ্ধার

স্টাফ রিপোর্টার, কক্সবাজার ॥ টেকনাফে বিএনপি নেতা জিয়াউর রহমানের খামারবাড়ি থেকে দেড় কোটি টাকা মূল্যের ৫০ হাজার পিস ইয়াবা উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার বিকেল সাড়ে ৫টায় টেকনাফ থানার পুলিশদল মহেশখালীয়া পাড়ার ওই বিএনপি নেতার নিজস্ব খামার বাড়িতে এ অভিযান চালায়। সংবাদের সত্যতা নিশ্চিত করে টেকনাফ মডেল থানার ওসি মোঃ মাইন উদ্দিন খান বলেন, মিয়ানমার থেকে ইয়াবার একটি চালান প্রবেশ করার গোপন সংবাদ পেয়ে ওসি তদন্ত শেখ আশরাফুজ্জামানের নেতৃত্বে একটি টিম ওই এলাকায় পাঠানো হয়। শুক্রবার বিকেল সাড়ে পাঁচটার দিকে পুলিশদল সেখানে অভিযান চালায়। জিয়াউর রহমানের খামার বাড়ি থেকে একটি পলিথিনের ব্যাগে মোড়ানো ৫০ হাজার পিস ইয়াবা বড়ি উদ্ধার করে। এ সময় পুলিশের উপস্থিতি আঁচ করতে পেরে দুইজন ইয়াবা কারবারি পালিয়ে যায়। তিনি আরও জানান, এ ঘটনায় জিয়া ও মোঃ শাকেরকে পলাতক আসামি করে মামলা করা হয়েছে। স্থানীয়রা জানান, বিএনপি নেতা জিয়ার ওই বাসাটি (খামার বাড়ি) ইয়াবা ব্যবসায়ীদের আস্তানা বললেই চলে। হ্নীলা পানখালী এলাকার ইয়াবা গডফাদার ফয়সালসহ কয়েকজন বিজিবি সদস্যকে পাহারা দিয়ে মিয়ানমার থেকে ইয়াবা এনে বিএনপি নেতা জিয়ার ঐ বাসায় কিছুক্ষণের জন্য জমা করে। পরে সুয়োগ বুঝে অন্যত্র সরবরাহ করে থাকে। কক্সবাজারে ৩০ হাজার পিস উদ্ধার এদিকে কক্সবাজার সদর মডেল থানা পুলিশ দুটি সিএনজি ট্যাক্সিতে অভিযান চালিয়ে ৩০ হাজার ইয়াবা, নগদ ৩৫ হাজার টাকা ও ৪টি মোবাইল ফোনসহ মোঃ আমান উল্লাহ, আলী উল্লাহ, সরওয়ার জাহান জুয়েল ও মোঃ ইউনুছ নামে চার ইয়াবা ব্যবসায়ীকে আটক করেছে। শুক্রবার বিকেলে সদর থানা পুলিশ চাঁদের পাড়া রাবার ডেম এলাকায় এ অভিযান চালায়। উদ্ধারকৃত ইয়াবা ও সিএনজির মূল্য প্রায় ৯৪ লক্ষ টাকা বলে পুলিশ জানিয়েছে।
×