ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

মানিকগঞ্জে ডাকাতি মামলায় যুবলীগ নেতা কারাগারে

প্রকাশিত: ০৭:৩৬, ৮ জুলাই ২০১৭

মানিকগঞ্জে ডাকাতি মামলায় যুবলীগ নেতা কারাগারে

নিজস্ব সংবাদদাতা, মানিকগঞ্জ, ৭ জুলাই ॥ মানিকগঞ্জের ঘিওরে ডাকাতি মামলার আসামি হয়ে গ্রেফতার হয়েছে ইউনিয়ন যুবলীগের সভাপতি তোবারক খান। শুক্রবার তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। মামলার এজাহার সূত্রে জানা গেছে, গত মঙ্গলবার রাতে ঘিওর উপজেলার হিজুলীয়া গ্রামে জামাল খানের বাড়িতে ডাকাতির ঘটনা ঘটে। ডাকাতরা অস্ত্রের মুখে ওই বাড়ি থেকে ৪ ভরি ১১ আনা স্বর্ণালঙ্কার ও নগদ ৪৭ হাজার ৫শ’ টাকা লুট করে নিয়ে যায়। বাড়ির লোকজন ডাকাতদের মধ্যে বড়টিয়া ইউনিয়ন যুবলীগের সভাপতি তোবারক খানকে চিনতে পারেন। পরের দিন বুধবার বাড়ির গৃহকর্তা জামাল খান তোবারক খানকে আসামি করে ঘিওর থানায় একটি ডাকাতি মামলা করেন। বৃহস্পতিবার রাতে ঘিওর থানা পুলিশ তোবারক খানকে গ্রেফতার করে। ঘিওর উপজেলা যুবলীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক বাবুল বেপারী জানান, বড়টিয়া ইউনিয়ন যুবলীগের সভাপতি তোবারক খানের বিরুদ্ধে এর আগেও নারী, শিশুসহ একাধিক মামলা হয়েছে। দলীয়ভাবে তোবারক খানকে মৌখিকভাবে সংশোধন হওয়ার কথা বলা হয়েছিল। কিন্ত এর পরও তার বিরুদ্ধে ডাকাতির মতো মামলা হয়েছে। এতে দলের ভাবমূর্তি ক্ষুণœ হচ্ছে। যদি ডাকাতির বিষয়টি প্রমাণ হয় তবে তোবারক খানকে দল থেকে বহিষ্কার করা হবে।
×