ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

ছবি ও শব্দের খেলা-২

প্রকাশিত: ০৬:৪৭, ৮ জুলাই ২০১৭

ছবি ও শব্দের খেলা-২

ছবি ও শব্দের খেলার-১ এর সঠিক উত্তরদাতাদের নাম ল্গরাফিয়া আহমেদ, গ্রীন উড্্স ইন্টারন্যাশনাল স্কুল, শ্রেণী-৫ম ল্গরিমঝিম ফ্লোরেন্স রোজারিও, হলিক্রস গার্লস হাই স্কুল, শ্রেণী-৩য় ল্গমৌসুমী হোসেন, গ্রীনল্যান্ড স্কুল, শ্রেণী-৫ম ল্গমৃন্ময় দেবনাথ, আইডিয়াল স্কুল এ্যান্ড কলেজ, শ্রেণী-৪র্থ ল্গস্নিগ্ধা চৌধুরী, ওয়াইডব্লিউসিএ জুনিয়র গার্লস হাইস্কুল, মোহাম্মদপুর, শ্রেণী-২য় ল্গফারহান আহমেদ রাজ, কৃষি বিশ্ববিদ্যালয় হাই স্কুল, শ্রেণী-৫ম, ময়মনসিংহ ল্গমোহাম্মদ মাহদী বিন ফায়সাল, সানিডেইল স্কুল, শ্রেণী-৫ম ল্গমোহাম্মদ যারিফ বিন ফায়সাল, সানিডেইল স্কুল, শ্রেণী-২য় ঈদের দিনটি নিরানন্দে রবিউল হুসাইন কীসের হাসি কীসের খুশি কীসের নীতি কীসের রীতি কীসের মজা কীসের রাজা নতুন জামায় কীসের সাজা জীবন যাদের কষ্টে গড়া সমাজের এই ব্যবধানে কেমন করে মিটবে আশা তাদের এই বিশেষ দিনে। এসব নিয়ে কীসের ঈদ মনে জাগে ভীষণ জিদ চারিদিকে এত সুযোগ তার বেলাতেই শুধু বিয়োগ! এমন দিনেও পায় না কিছু অভাব কেন পিছু পিছু মা-বোন নিয়ে সেই ছেলেটির দুঃখ ব্যথা খিদের মধ্যে কেমন করে কাটবে তার ঈদের দিনটি নিরানন্দে! খুশির খুশবু মিলন সব্যসাচী আকাশ জুড়ে চাঁদের হাসি নামছে হাসির ঢল। ঈদ এসেছে ঈদ এসেছে খুশির কোলাহল। খোকার খুশি বাঁধ ভেঙেছে চাঁদের হাসি মুখ। আকাশ ভেঙে পড়ছে ঝরে হৃদয় ভরা সুখ। নাচছে খুকুর পুষি বেড়াল পাতার নূপুর পায়। খুশির খুশবু কে ছড়ালো আমার নিঝুম গাঁয়? আজ আকাশে চাঁদ উঠেছে কালকে হবে ঈদ। খুশির ভেলায় ভাসবো সবাই নেই তো চোখে নিদ। ঈদের খুশি মোশাররফ হোসেন ভূঞা ঈদের খুশি যায় না ভোলা সবার মনের দুয়ার খোলা নতুন জুতোয় রাঙা পায়ে ঘুরছে খোকা সবুজ গাঁয়ে। দাদার পাশে রঙিন মুখে হাসছে দাদি সবার সুখে মজার জুটি নানা নানি করছে সবে কানাকানি। কার শাড়িটা ভীষণ ভালো কিংবা খানিক আঁধার কালো এসব নিয়েই সারাবেলা চলছে আহা সখের খেলা। তাধিন তাধিন হেসে খেলে দিনের শেষে রাত্রি এলে কান্না হাসির বিষাদ ঝড়ে মাকে আমার মনে পড়ে।
×