ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

বিপজ্জনক এ্যান্ড্রয়েড এ্যাপ

প্রকাশিত: ০৬:৪৫, ৮ জুলাই ২০১৭

বিপজ্জনক এ্যান্ড্রয়েড এ্যাপ

বহু ব্যবহৃত এ্যান্ড্রয়েড ডিভাইস ব্যবহারকারীদের সতর্ক করেছে নিরাপত্তা গবেষণা প্রতিষ্ঠান চেকপয়েন্ট। এর গবেষকদের দাবি, গুগল প্লে স্টোরেই লুকিয়ে রয়েছে বেশকিছু বিপজ্জনক এ্যাপ। ম্যালওয়্যার-সংবলিত এসব এ্যাপ ডাউনলোড করে এরই মধ্যে সাইবার অপরাধীদের শিকারে পরিণত হয়েছেন ২০ লাখ এ্যান্ড্রয়েড ব্যবহারকারী। গুগল প্লে স্টোরে অন্তত ৪০টি এ্যাপে ম্যালওয়্যার খুঁজে পাওয়ার কথা জানিয়েছে প্রতিষ্ঠানটি। গুগল নিয়মিত এসব এ্যাপ সরিয়ে ফেলতে কাজ করলেও প্লে স্টোরে এখনও এ ধরনের বেশকিছু এ্যাপ বিদ্যমান। গাইড ফর ফিফা মোবাইল নিরাপত্তা গবেষণা প্রতিষ্ঠান চেকপয়েন্ট চলতি বছরের গুগল প্লে স্টোরে গাইড ফর ফিফা মোবাইল নামে একটি এ্যাপ শনাক্ত করে। এটির ন্যূনতম ডাউনলোড ৫০ হাজার এবং সর্বোচ্চ ডাউনলোড এক লাখ দেখানো হয়, যা ডাউনলোড করলে সাইবার হামলাকারীদের শিকারে পরিণত হতে হবে। গাইড ফর রোলিং স্কাই চলতি বছরের ২০ ফেব্রুয়ারি গুগল প্লে স্টোরে এ এ্যাপের অস্তিত্ব খুঁজে পায় চেকপয়েন্ট। এটির ন্যূনতম ডাউনলোড পাঁচ হাজার এবং সর্বোচ্চ ডাউনলোড ১০ হাজার দেখানো হয়। এটি ডাউনলোড করলে সাইবার হামলার শিকার হওয়ার সম্ভাবনা শতভাগ। গাইড ফর পোকেমন গো চলতি বছরের ১ মার্চ গুগল প্লে স্টোরে প্রথম এ এ্যাপ খুঁজে পাওয়া যায়। এটির ন্যূনতম ডাউনলোড ৫০ হাজার এবং সর্বোচ্চ ডাউনলোড এক লাখ দেখানো হয়। জনপ্রিয় গেম পোকেমন গোর উন্মাদনা কাজে লাগিয়ে এ্যান্ড্রয়েড ব্যবহারকারীদের হামলার উদ্দেশ্যে এটি উন্নয়ন করা হয়। গাইড ফর লেগো নেক্সো নাইট গুগল প্লে স্টোরে চলতি বছরের ১৫ ফেব্রুয়ারি এ এ্যাপ শনাক্ত করা হয়। এটির ন্যূনতম ডাউনলোড ১০ হাজার এবং সর্বোচ্চ ডাউনলোড ৫০ হাজার প্রদর্শন করা হয়। এটি মূলত একটি ম্যালওয়্যার-সংবলিত এ্যাপ। গাইড ফর লেগো সিটি মাই সিটি গুগল প্লে স্টোরের গত ফেব্রুয়ারি মাসের ১৪ তারিখ এ এ্যাপ শনাক্ত করা হয়। এ্যাপটির ন্যূনতম ডাউনলোড ১০ হাজার এবং সর্বোচ্চ ডাউনলোড ৫০ হাজার প্রদর্শন করা হয়। প্রকৃতপক্ষে এটি একটি ম্যালওয়্যার। গাইড ড্রিম লিগ সকার বিশ্বব্যাপী ফুটবলের জনপ্রিয়তা কাজে লাগিয়ে সাইবার হামলা পরিচালনার জন্য দিকনির্দেশনামূলক এ এ্যাপ উন্নয়ন করা হয়। চলতি বছরের ২ মার্চ গুগল প্লে স্টোরে এটি শনাক্ত করা হয়। এটির ন্যূনতম ডাউনলোড ১০ হাজার এবং সর্বোচ্চ ডাউনলোড ৫০ হাজার দেখানো হয়।
×