ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

প্রস্তুতি ম্যাচে আবাহনীকে ১-০ গোলে হারাল যুব দল

জিতলেও দলের নানা সমস্যায় চিন্তিত অর্ড

প্রকাশিত: ০৬:৩৪, ৮ জুলাই ২০১৭

জিতলেও দলের নানা সমস্যায় চিন্তিত অর্ড

স্পোর্টস রিপোর্টার ॥ শুক্রবার বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে ঢাকা আবাহনী লিমিটেডকে ১-০ গোলে হারিয়েছে বাংলাদেশ অ-২৩ জাতীয় ফুটবল দল। ৩৬ মিনিটে জয়সূচক গোলটি করেন ফরোয়ার্ড জাফর ইকবাল। রাইট ব্যাক সুশান্ত ত্রিপুরার পাসে বল নিয়ে বক্সে ঢুকে প্রায় ফাঁকা পোস্টে বল পাঠান তিনি। যুব দলের প্রথম একাদশের পরীক্ষা এখানেই শেষ। দ্বিতীয়ার্ধে সম্পূর্ণ নতুন একাদশ নামান দলের অস্ট্রেলিয়ান কোচ এ্যান্ড্রু অর্ড। হারলেও ঢাকা আবাহনী পূর্ণ শক্তির দল খেলায়নি। প্রস্তুতি ম্যাচে নামতে পারেননি ঢাকা আবাহনীর দু’জন। এরা হলেন অভিজ্ঞ ডিফেন্ডার ওয়ালী ফয়সাল এবং নাবিব নেওয়াজ জীবন। এই দুই ফুটবলারই প্রায় মাস খানেক ধরে চিকুনগুনিয়ায় আক্রান্ত। আর যুব দলের কোচ অর্ডের চোখে ধরা পড়েছে শিষ্যদের ফিটনেস আর আক্রমণ ভাগের সমস্যা। এই ম্যাচ দিয়েই চূড়ান্ত দল বাছাই করবেন অর্ড। ম্যাচ শেষে কোচ অর্ড জানান, ‘এখন পর্যন্ত আমার সেরা একাদশ কোনটা আমি ঠিক জানি না। ট্রেনিংয়ে অনেকেই ভাল করেছিল। কিন্তু ট্রেনিং আর ম্যাচ ভিন্ন কথা। ম্যাচ হচ্ছে নিজেকে প্রমাণের ক্ষেত্র।’ এই ম্যাচ দেখে শিষ্যদের মধ্যে কি কি সমস্যা বা এডভান্টেজ খুঁজে পেলেন? অর্ডের জবাব, ‘অনুশীলনে শুরু থেকেই ফিটনেস ঠিক করতেই কঠোর পরিশ্রম করেছি। ৪৫ মিনিট খেলার পরই ছেলেদের বেশ ক্লান্ত মনে হয়েছে। দ্বিতীয়ার্ধেও ক্লান্তি ছিলই। ফিটনেস নিয়ে আরও কাজ করতে হবে।’ চূড়ান্ত দল বাছাই নিয়ে শুক্রবার রাতেই চিন্তা-ভাবনা করবেন বলে জানান অর্ড। আজ দল ঘোষণা করার সম্ভাবনা আছে। ফিলিস্তিন নিয়ে এখন ভাবছেন না বরং ১১ জুলাই নেপালের ম্যাচ নিয়েই এখন ভাবছেন বলে জানান এই কোচ। নতুন সিডিউল অনুযায়ী বাংলাদেশ যুব দল নেপালে প্রস্তুতি ম্যাচ খেলার উদ্দেশে ঢাকা ত্যাগ করবে ৯ জুলাই। সেখানে ম্যাচ খেলে কাতারের উদ্দেশে কাঠমান্ডু ছাড়বে ১২ জুলাই। সেখানে ১৩ জুলাই কাতার যুব দলের সঙ্গে ম্যাচ খেলবে অর্ডবাহিনী। তিনদিন সেখানে অবস্থান করে অনুশীলন করবে তারা। এরপর ১৭ জুলাই রওনা হবে জর্দানের উদ্দেশে। সেখান থেকে ফিলিস্তিনে ঢুকবে তারা। আগামী ১৯-২৩ জুলাই ফিলিস্তিনে অনুষ্ঠিত হবে এএফসি অনুর্ধ-২৩ চ্যাম্পিয়নশিপের বাছাইপর্বের ‘ই’ গ্রুপের খেলা। যেখানে বাংলাদেশের গ্রুপে আছে জর্দান, তাজিকিস্তান আর স্বাগতিক ফিলিস্তিন।
×