ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

তৃতীয় রাউন্ডে জোকোভিচ-ফেদেরার

প্রকাশিত: ০৬:৩৪, ৮ জুলাই ২০১৭

তৃতীয় রাউন্ডে জোকোভিচ-ফেদেরার

স্পোর্টস রিপোর্টার ॥ গত কয়েক বছরের মধ্যে এবারের উইম্বলডনকেই জমজমাট বলে মনে করছেন টেনিসবোদ্ধারা। কেননা এই আসরে ফেবারিট সব তারকারাই যে খেলছেন। মৌসুমের তৃতীয় গ্র্যান্ডসøাম টুর্নামেন্টের প্রথম রাউন্ড থেকেই ছিটকে গেছেন সুইজারল্যান্ডের স্টানিসøাস ওয়ারিঙ্কা। তবে জয়ের ধারায় এ্যান্ডি মারে, রাফায়েল নাদাল, নোভাক জোকোভিচ এবং রজার ফেদেরার। দুর্দান্ত জয়ে বুধবারই টুর্নামেন্টের তৃতীয় রাউন্ডে উঠেছেন বর্তমান চ্যাম্পিয়ন এ্যান্ডি মারে এবং ক্লে কোর্টের রাজা রাফায়েল নাদাল। বৃহস্পতিবার সেই পথে হেঁটেছেন নোভাক জোকোভিচ এবং রজার ফেদেরারও। বিশ্ব টেনিস র‌্যাঙ্কিংয়ের সাবেক নাম্বার ওয়ান রজার ফেদেরার। সাতবার উঁচিয়ে ধরেছেন উইম্বলডনের শিরোপা। তার সামনে এবার রেকর্ড অষ্টম শিরোপা জয়ের হাতছানি। সেই রেকর্ড গড়তে সুইস কিংবদন্তি যেন উন্মুখ হয়ে রয়েছেন। বৃহস্পতিবার দ্বিতীয় রাউন্ডের ম্যাচে ৭-৬ (৭/০), ৬-৩ এবং ৬-২ সেটে পরাজিত করেন সার্বিয়ার দুসান লাজোভিচকে। প্রতিপক্ষকে হারিয়ে ১৫ বারের মতো এই টুর্নামেন্টের শেষ ৩২-এ নাম লেখান তিনি। পরের রাউন্ডে ফেড এক্সপ্রেসের প্রতিপক্ষ জার্মানির মিসচা জেরেভ। টুর্নামেন্টের ২৭তম বাছাই একইদিনে কঠিন লড়াইয়ের পর ৬-১, ৬-২, ২-৬, ৩-৬ এবং ৬-৪ সেটে পরাজিত করেন কাজাখস্তানের মিখাইল কুকুশকিনকে। টেনিসের জীবন্ত কিংবদন্তি ফেদেরার। অসাধারণ সব পারফর্মেন্স উপহার দিয়ে নিজেকে নিয়ে যান অন্য এক উচ্চতায়। কিন্তু ২০১২ সালে উইম্বলডন জয়ের পরই যেন নিষ্প্রভ হয়ে পড়েন তিনি। চোঁট আর ফর্মহীনতার কারণে সুইস তারকাকে খুঁজেই পাওয়া যাচ্ছিল না টেনিস কোর্টে।
×