ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

অবশেষে জাতীয় দলে ডাক পেলেন জিমি

প্রকাশিত: ০৬:৩২, ৮ জুলাই ২০১৭

অবশেষে জাতীয় দলে ডাক পেলেন জিমি

স্পোর্টস রিপোর্টার ॥ অবশেষে গুঞ্জনের অবসান ঘটেছে। আবারও জাতীয় হকি দলের চূড়ান্ত স্কোয়াডে অন্তর্ভুক্ত হলেন রাসেল মাহমুদ জিমি, ইমরান হাসান পিন্টু এবং কামরুজ্জামান রানা। ঢাকায় আগামী অক্টোবরে অনুষ্ঠিতব্য এশিয়া কাপ হকির আসরে খেলবেন তারা। মূলত দলের হেড কোচ মাহবুব হারুনের সুপারিশেই এই তিন খেলোয়াড়কে দলভুক্ত করেছে নির্বাচক কমিটির প্যানেল। এদের মধ্যে পিন্টু ও রানা প্রথমদিকে স্কোয়াডে ডাক পাননি অফ ফর্মের কারণে। আর জিমির বিরুদ্ধে অভিযোগ ছিল শৃঙ্খলাভঙ্গের (জুনিয়রদের সঙ্গে বাজে আচরণ এবং ফেডারেশন কর্তাদের বিরুদ্ধে বিরূপ মন্তব্য)। আজ শনিবার মওলানা ভাসানী হকি স্টেডিয়ামে জিমি, পিন্টু ও রানাকে হকি স্টিক-বল নিয়ে অনুশীলনে দেখা যাওয়ার কথা। এই মুহূর্তে জিমিই বাংলাদেশ হকির সবচেয়ে বড় তারকা। অথচ তাকে নিয়ে শৃঙ্খলাভঙ্গের অভিযোগ নতুন নয়। ২০১৪ সালে ক্লাবের হয়ে ফেডারেশনের বিরুদ্ধে সোচ্চার ছিলেন। পড়তে হয়েছিল তিন বছরের নিষেধাজ্ঞায়। যদিও মুচলেকা দিয়ে ও ক্ষমা চেয়ে ওই যাত্রায় রেহাই পেয়েছিলেন তিনি। তবে এবারের অভিযোগ আরও গুরুতর ছিল। ফেডারেশন কর্তাদের পাশাপাশি সেনাবাহিনী হকি দলের জুনিয়রদের নাকি শাসিয়েছিলেন তিনি। উপয়ান্তর না দেখে অভিযোগ আমলে আনতে বাধ্য হয় বাহফে। জিমিকে কারণ দর্শানোর নোটিস দেয়া হয়। ২০১৩ সালে এশিয়া কাপ চলাকালে শৃংখলাভঙ্গ এবং এশিয়া কাপে বাজে খেলার অপরাধে জিমিকে তিন বছরের জন্য জাতীয় দলে এবং দুই বছরের জন্য ঘরোয়া হকি লীগে খেলার ওপর নিষেধাজ্ঞা জারি করেছিল তৎকালীন জাতীয় দলের পাকিস্তানী কোচ নাভিদ আলম এবং তদন্ত কমিটি। ওই এশিয়া কাপে ব্যর্থতার জন্য জিমিসহ চার খেলোয়াড়ের দেশাত্মবোধ নিয়েও প্রশ্ন উঠেছিল।
×