ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

জয়ের ধারায় কারবার

প্রকাশিত: ০৬:২৯, ৮ জুলাই ২০১৭

জয়ের ধারায় কারবার

স্পোর্টস রিপোর্টার ॥ উইম্বলডনে জয়ের ধারাবাহিকতা ধরে রেখেছেন হট ফেবারিটরা। বৃহস্পতিবার মহিলা এককের দ্বিতীয় রাউন্ডে জয় পেয়েছেন টুর্নামেন্টের শীর্ষ বাছাই এ্যাঞ্জেলিক কারবার, স্পেনের গারবিন মুগুরুজা, পোল্যান্ডের এ্যাগ্নিয়েস্কা রাদওয়ানস্কা এবং ড্যানিশ টেনিস তারকা ক্যারোলিন ওজনিয়াকি। গত মৌসুমটা দুর্দান্ত কেটেছে ক্যারোলিন ওজনিয়াকির। অস্ট্রেলিয়ান ওপেন এবং ইউএস ওপেনের শিরোপাও নিজের শোকেসে তোলেন তিনি। সেইসঙ্গে উইম্বলডনের ফাইনালেও উঠেছিলেন জার্মান টেনিসের এই প্রতিভাবান তারকা। কিন্তু দুর্ভাগ্য তার আমেরিকান টেনিসের জীবন্ত কিংবদন্তি সেরেনা উইলিয়ামসের কাছে হেরে যান তিনি। তবে সেরেনা উইলিয়ামসকে হটিয়ে বিশ্ব টেনিস র‌্যাঙ্কিংয়ের শীর্ষ স্থান দখল করে নেন এ্যাঞ্জেলিক কারবার। তবে গত মৌসুমের সেই পারফর্মেন্সের ধারাবাহিকতা আর ধরে রাখতে পারেননি তিনি। চলতি মৌসুমে এখন পর্যন্ত কোন শিরোপাই জিততে পারেননি স্টেফিগ্রাফের এই উত্তরসূরি। শুধু তাই নয় মৌসুমের দ্বিতীয় গ্র্যান্ডসøাম টুর্নামেন্ট ফ্রেঞ্চ ওপেনের প্রথম রাউন্ড থেকেই তো লজ্জাজনকভাবে হেরে টুর্নামেন্ট থেকে ছিটকে পড়েন এ্যাঞ্জেলিক কারবার। তবে উইম্বলডনে এখন পর্যন্ত সঠিক পথেই এগুচ্ছেন বিশ্ব টেনিস র‌্যাঙ্কিংয়ের নাম্বার ওয়ান এই টেনিস তারকা। বৃহস্পতিবার দ্বিতীয় রাউন্ডের ম্যাচে তিনি ৭-৫ এবং ৭-৫ সেটে পরাজিত করেন বেলজিয়ামের ক্রিস্টেন ফ্লিপকেন্সকে। তৃতীয় রাউন্ডের ম্যাচে তার প্রতিপক্ষ এখন মার্কিন যুক্তরাষ্ট্রের শেলবি রজার্স। যিনি দ্বিতীয় রাউন্ডের ম্যাচে চেক প্রজাতন্ত্রের লুসি সাফারোভাকে ৬-৭, ৬-৪ এবং ৬-৩ সেটে পরাজিত করে তৃতীয় রাউন্ডের টিকেট নিশ্চিত করেন। এবারের আসরে শুরুতে অবশ্য ফেবারিট ছিলেন না কারবার। তবে প্রথম দুই ম্যাচে টানা জয়ের ফলে এই মুহূর্তে সবার নজর এখন তার দিকেই। কেননা গত ২৪ ঘণ্টায় যে ফেবারিট দুই তারকা ছিটকে গেছেন টুর্নামেন্টের দ্বিতীয় রাউন্ড থেকে। তারা হলেন দুর্দান্ত ফর্মে থাকা ক্যারোলিনা পিসকোভা এবং পেত্রা কেভিতোভা। চেক তারকা বুধবারই উইম্বলডন থেকে বিদায় নিয়েছেন। বৃহস্পতিবার সেই পথে হেঁটেছেন ক্যারোলিনা পিসকোভাও। টুর্নামেন্টের তৃতীয় বাছাই এদিন হেরেছেন অখ্যাত মাগাদালেনা রিবারিকোভার কাছে। সেøাভাকিয়ার এই টেনিস তারকা এদিন ৩-৬, ৭-৫ এবং ৬-২ সেটে হারান ক্যারোলিনা পিসকোভাকে। টেনিস কোর্টে গত কয়েক বছর ধরেই আলোচনার কেন্দ্রবিন্দুতে ক্যারোলিন ওজনিয়াকি। কিন্তু এখন পর্যন্ত মেজর কোন শিরোপা জিততে পারেননি তিনি। তবে ড্যানিশ টেনিস তারকা হাল ছাড়েননি। উইম্বলডনই তার বড় প্রমাণ। প্রথম দুই ম্যাচ টানা জিতে তৃতীয় রাউন্ডে জায়গা করে নিয়েছেন তিনি। দ্বিতীয় রাউন্ডের ম্যাচে বৃহস্পতিবার তিনি ৬-৩ ও ৬-৪ সেটে পরাজিত করেন বুলগেরিয়ার সভেতনা পিরনকোভাকে। সরাসরি সেটে জিতে দারুণ রোমাঞ্চিত বিশ্ব টেনিস র‌্যাঙ্কিংয়ের সাবেক নাম্বার ওয়ান এই তারকা। টুর্নামেন্টের বাকি ম্যাচগুলোতেও পারফর্মেন্সের ধারাবাহিকতা ধরে রাখতে চান তিনি। এদিকে নবম বাছাই পোল্যান্ডের এ্যাগ্নিয়েস্কা রাদওয়ানস্কা ৫-৭, ৭-৬ এবং ৬-৩ সেটে হারান ক্রিস্টিনা ম্যাকহেলকে এবং স্পেনের গারবিন মুগুরুজা ৬-২ ও ৬-৪ সেটে রীতিমতো উড়িয়েই দেন বেলজিয়ামের ইয়ানিনা উইকমায়েরকে।
×