ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

ওয়ানডে সিরিজ ভারতের, রবিবার একমাত্র টি২০

রেকর্ড নয়, জয়েই তৃপ্ত কোহলি

প্রকাশিত: ০৬:২৯, ৮ জুলাই ২০১৭

রেকর্ড নয়, জয়েই তৃপ্ত কোহলি

স্পোর্টস রিপোর্টার ॥ বিরাট কোহলি। ক্রিকেটের নয়া রান-মেশিন। টেস্ট, ওয়ানডে কিংবা টি২০, ব্যাট হাতে সমানে ঔজ্জ্বল্য ছড়িয়ে যাচ্ছেন ২৮ বছর বয়সী। উইন্ডিজ সফরে পঞ্চম ও শেষ ওয়ানডেতে ৮ উইকেটের দাপুটে জয়ে ৩-১এ সিরিজ জিতে নিয়েছে ভারত। অপরাজিত ১১১ রানের দুর্দান্ত ইনিংসের মধ্য দিয়ে গ্রেট শচীন টেন্ডুলকরকে টপকে সবচেয়ে বেশি ম্যাচজয়ী সেঞ্চুরির (১৮টি) নতুন রেকর্ড গড়েছেন কোহলি। রেকর্ড নয়, জয়ের ধরনেই খুশি ভারত অধিনায়ক, ‘পরিসংখ্যান মাথায় রেখে ব্যাটিং করি না। আমার কাছে দলের জয়টাই সবার আগে। সিরিজ জয়ের ম্যাচে রান করতে পেরে ভাল লাগছে। অজিঙ্কা রাহানে আর দীনেশ কার্তিকও এদিন চমৎকার খেলেছে। তার আগে মোহাম্মদ সামি ও উমেশ যাদবের বোলিং কাজটা সহজ করে দেয়। অধিনায়ক হিসেবে দলকে এভাবে জিততে দেখাটা বেশ তৃপ্তিদায়ক’ বলেন কোহলি। এতটুকু শোনার পর অনেকে কোহলিকে হেয়ালি ভাবতে পারেন। তবে পরের বাক্যেই পূর্বসূরি গ্রেট সম্পর্কে মস্তকবনত সময়ের ক্রেজি হিরো, ‘শচীনের রেকর্ড স্পর্শ করা অসম্ভব। দুইযুগের ক্যরিয়ারে ২০০টি টেস্ট, সাড়ে ৪শ’র ওপরে ওয়ানডে খেলেছেন। ১০০টি আন্তর্জাতিক সেঞ্চুরি। ভাবা যায়? কী অসাধারণ ব্যাপার! আমার মনে হয় না তার মতো এতদিন খেলে যেতে পারব। কিন্তু আমি ভারতীয় ক্রিকেটে পার্থক্য গড়ে দিয়ে তবেই ছাড়ব।’ ১৮৯ ওয়ানডেতে কোহলির রান ৮২৫৭। সেঞ্চুরি ২৮টি। শচীন যদি মাস্টার ব্লাস্টার হন, কোহলিকে চেজ মাস্টারই বলতে হবে। জ্যামাইকায় রান তাড়া করতে নেমে সেঞ্চুরির ক্ষেত্রে ‘ক্রিকেট ঈশ্বরকেও’ ছাড়িয়ে গেছেন। রান চেজ করতে গিয়ে ২৩২ ইনিংসে শচীনের সেঞ্চুরি ১৭টি, ১০২ ইনিংসেই কোহলির ১৮। ১১৬ ইনিংসে ১১ সেঞ্চুরি নিয়ে তালিকায় তৃতীয় স্থানে লঙ্কান তিলকারতেœ দিলশান। ১৯০ রানের লক্ষ্যে ব্যাটিংয়ে নেমে আগের ম্যাচে ১৭৮-এ অলআউট ভারত হেরেছিল ১১ রানে। চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে চিরশত্রু পাকিস্তানের কাছে লজ্জার পর তাই আচমকাই কঠিন চাপে পড়ে কোহলি-ব্রিগ্রেড। শেষ ম্যাচটাও হেরে গেলে সিরিজ ড্র হতো। কোহলির বাড়তি আনন্দের কারণটা তাই অনুমেয়। ফয়সালার ওয়ানডেতে প্রতিপক্ষকে অল্পতে (২০৫/৯, ৫০ ওভার) থামিয়ে দিয়ে বোলাররা আসল কাজটা করে দেয়ার পর দায়িত্ব নেন অধিনায়ক। ক্যাপ্টেন্স নক অপরাজিত ১১১। ১২ চার ও ২ ছক্কায় ১১৫ বলে সাজানো ইনিংস। যেখানে প্রথম ফিফটি ছুঁয়েছেন ৬৭ বলে, পরেরটি ৪১ বলে। কোহলির সেঞ্চুরির দিনে ব্যাট হাতে জ্বলে ওঠেন দিনেশ কার্তিকও। দীর্ঘদিন পর দলে ফেরা ব্যাটসম্যান অধিনায়কের সঙ্গে গড়েন অবিচ্ছিন্ন ১২২ রানের জুটি। রাহানে ৩৯। ৩৬.৫ ওভারে ২ উইকেট হারিয়ে ২০৬ রানের সহজ লক্ষ্যে পৌঁছে যায় ভারত। তার আগে দুই ভাই কাইল হোপের ৪৬ ও শাই হোপের ৫১ রানে মান রক্ষার পুঁজি পায় ক্যারিবীয়রা। আগের ম্যাচে বল হাতে একাই দলকে জেতানো অধিনায়ক জেসন হোল্ডার এদিন ব্যাট হাতে করেন ৩৬ রান। রোভম্যান পাওয়েল ৩১। ‘জ্যামাইকার উইকেটে আমাদের শুরুটা ভালই ছিল। কিন্তু টপঅর্ডার ব্যাটসম্যানরা সেটা অব্যাহত রাখতে পরেনি। আশা করছি তরুণ সদস্যরা দ্রুত শিখতে পারবে।’ বলেন উইন্ডিজ ক্যাপ্টেন হোল্ডার। প্রথম ওয়ানডে বৃষ্টিতে পরিত্যক্ত হয়। পরের দুটিতে ১০৫ ও ৯৩ রানের বড় জয় পায় ভারত। একই ভেন্যুতে একমাত্র টি২০ রবিবার। ওই ম্যাচের বাড়তি আকর্ষণ দীর্ঘদিন পর ফেরা ব্যাটিং দানব ক্রিস গেইল। ৩৭ বছর বয়সী উইলোবাজ দেশের হয়ে সর্বশেষ আন্তর্জাতিক ম্যাচ খেলেছেন গত বছর এপ্রিলে, কলকাতায় টি২০ বিশ্বকাপে ইংল্যান্ডের বিপক্ষে। ওয়ানডে তারও আগে, ২০১৫ বিশ্বকাপে। দেশের জার্সিতে দীর্ঘ সময় পর আবারও আন্তর্জাতিক ক্রিকেটে ফিরছেন গেইল। ১৫১৯ রান নিয়ে টি২০তে ওয়েস্ট ইন্ডিজের সর্বোচ্চ স্কোরার তিনি। রয়েছে দুটি সেঞ্চুরি ও ১৩টি হাফ সেঞ্চুরি। ক্লাব টি২০তে ১০ হাজার রান ১৮টি সেঞ্চুরি হাঁকানো বিশ্বের একমাত্র ব্যাটসম্যান। ভারতের বিপক্ষে একাদশে সুযোগ পেলে তারজন্য ম্যাচটি স্মরণীয় হয়ে থাকবে। কারণ স্যাবাইনা পার্কে এর আগে কখনও টি২০ ম্যাচ খেলেননি। ঘরের মাটিতে দীর্ঘদিন পর প্রিয় তারকার ব্যাটিং দেখতে মুখিয়ে ভক্তরা।
×