ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

টুকরো খবর

প্রকাশিত: ০৬:০৫, ৮ জুলাই ২০১৭

টুকরো খবর

দফাদার ও চৌকিদার সাসপেন্ড স্টাফ রিপোর্টার, দিনাজপুর ॥ ভিজিএফ গম চুরির অভিযোগে দিনাজপুরে ইউনিয়ন পরিষদের দফাদার ও চৌকিদারকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে। পার্বতীপুর উপজেলার মন্মথপুর ইউনিয়নের চেয়ারম্যান আজহার আলীর লিখিত অভিযোগের প্রেক্ষিতে দফাদার হানিফ সরদার ও চৌকিদার নবী হোসেনকে ভিজিএফ গম চুরির অভিযোগে ও কর্তব্যে অবহেলার দায়ে বৃহস্পতিবার বিকেলে সাময়িকভাবে বরখাস্ত করা হয়। অভিযোগ করা হয়, দুস্থদের জন্য বরাদ্দকৃত ১১ বস্তা গম ২৫ জুন ইউনিয়ন পরিষদ কার্যালয়ের পাশের চাকলা বাজারে বাবুর দোকানে অভিযান চালিয়ে উদ্ধার করা হয়। প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা তাজুল ইসলাম বাদী হয়ে পার্বতীপুর মডেল থানায় চোরাই গম কেনার হোতা বাবু, অহিদুল হক ও ফরিদুলের বিরুদ্ধে মামলা দায়ের করেন। গম চুরির ঘটনায় দফাদার হানিফ ও চৌকিদার নবী হোসেন প্রত্যক্ষভাবে সহায়তা প্রদান করেন। পুকুরে ডুবে ভাইবোনের মৃত্যু নিজস্ব সংবাদদাতা, ভোলা, ৭ জুলাই ॥ ভোলায় পুকুরে ডুবে জুনায়েদ (৫) ও মিষ্টি (৭) নামের মামাত-ফুফাত ভাইবোন শিশুর মৃত্যু হয়েছে। ঘটনাটি ঘটে ভোলা সদর উপজেলার পশ্চিম ইলিশা ইউনিয়নের ৮নং ওয়ার্ডের বারেক মিয়ার বাড়িতে। স্থানীয়রা জানায়, ভোলার পশ্চিম ইলিশা জাঙ্গালিয়া গ্রামে বৃহস্পতিবার বিকেলে জুনায়েদ ও মিষ্টি স্কুল থেকে এসে তাদের দাদা সাহেব আলীর সঙ্গে বাড়ির পুকুরে মাছ ধরতে যায়। মাছ ধরা শেষ করে সাহেব আলী বাসায় ফিরে আসেন কিন্তু জুনায়েদ ও মিষ্টি পুকুরের পাড়েই থেকে যায়। কিছু সময় পর তারা বাসায় না এলে তাদের খোঁজাখুঁজি শুরু হয়। পরে স্থানীয়রা এসে পুকুরে জাল ফেলে তাদের মৃত অবস্থায় উদ্ধার করে। বৈঠকে হামলা ॥ আহত ৮ স্টাফ রিপোর্টার, বরিশাল ॥ জেলার মেহেন্দীগঞ্জ উপজেলার আসন্ন চরএকরিয়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে ইউপি সদস্য (মেম্বার) পদপ্রার্থী দুলাল মাঝির নির্বাচনী উঠান বৈঠক চলাকালে প্রতিদ্বন্দ্বী প্রার্থী ও তার সমর্থকরা হামলা চালিয়েছে। বৃহস্পতিবার রাতে ওই ইউনিয়নের ৪নং ওয়ার্ডে এ হামলার ঘটনায় মেম্বার প্রার্থীসহ আটজন আহত হয়েছেন। আহতরা হলেনÑ মেম্বার প্রার্থী দুলাল মাঝি, তার সহোদর আতিকুর রহমান মাস্টার, নান্টু মাঝি, নাসির উদ্দিন, রতন, নুর ইসলাম, হালিম মাঝি ও মনির হোসেন। গুরুতর আহত তিনজনকে রাতেই শেবাচিম হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহতরা জানান, ওই ইউনিয়নের ৪নং ওয়ার্ডে ফুটবল মার্কার মেম্বার প্রার্থী দুলাল মাঝির নির্বাচনী উঠান বৈঠক চলাকালে আকস্মিকভাবে প্রতিদ্বন্দ্বী মোরগ মার্কার প্রার্থী শহিদ সিকদারের উপস্থিতিতে তার সমর্থকরা হামলা চালায়। ডাকাতি ॥ আহত ৫ নিজস্ব সংবাদদাতা, নড়াইল, ৭ জুলাই ॥ নড়াইলের নোয়াপাড়া গ্রামের মাহাবুুর শেখের বাড়িতে ডাকাতি সংঘটিত হয়েছে। ডাকাতিকালে বাধা দেয়ায় মহিলাসহ ৫ জনকে পিটিয়ে আহত করেছে। ঘটনার সময় ডাকাতদল দুই রাউন্ড ফাঁকা গুলি ছোড়ে। বাড়ির মালিক মাহাবুর শেখ জানান, বৃহস্পতিবার রাত আড়াইটার দিকে ১৫/২০ জনের ডাকাতদল বাড়ি ঘিরে ফেলে এবং দরজার কড়া ভেঙ্গে ভেতরে প্রবেশ করে। এ সময় তার স্ত্রী মোমেলা বেগম চিৎকার করে উঠলে ডাকাতদল লাঠি তার মাথা ফাটিয়ে দেয়। এক পর্যায়ে গৃহকর্তা মাহাববুুর, তার মেয়ে লাবনী ও রনিকে মারধর করে। চিৎকার শুনে পাশের বাড়ি থেকে গৃহকর্তা মাহাবুরের ভাই সিরাজ শেখ এগিয়ে এলে তাকেও পিটিয়ে আহত করে। ডাকাতদল স্বর্ণালংকার, মোবাইল সেট ও নগদ টাকাসহ দেড় লক্ষাধিক টাকার মালামাল লুট করে দুই রাউন্ড ফাঁকা গুলি ছুড়ে পালিয়ে যায়। গুরুতর আহত মোমেলা বেগম ও সিরাজ শেখকে লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। বিশেষ অভিযানে গ্রেফতার ৩২ নিজস্ব সংবাদদাতা, মাগুরা, ৭ জুলাই ॥ পুলিশের বিশেষ অভিযানে ২৪ ঘণ্টায় ৩২ জন গ্রেফতার হয়েছে। শুক্রবার সকাল পর্যন্ত জেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে পুলিশ তাদের গ্রেফতার করে। এদের বিরুদ্ধে বিভিন্ন ধরনের অপরাধমূলক কাজের অভিযোগে মামলা রয়েছে। অতিরিক্ত পুলিশ সুপার তরিকুল ইসলাম জানান, বিশেষ অভিযান চালিয়ে ৩২ জনকে গ্রেফতার করা হয়েছে। এরা বিভিন্ন অপরাধের সঙ্গে জড়িত এবং মামলার আসামি। গ্রেফতারকৃতদের আদালতে চালান দেয়া হয়। যুবকের মালয়েশিয়ায় মৃত্যু স্টাফ রিপোর্টার, যশোর অফিস ॥ মালয়েশিয়ার কুয়ালালামপুরে পানির লাইনে কাজ করতে গিয়ে পাঁচতলা থেকে পড়ে মনিরামপুরের হাসেম আলী (৩০) নিহত হয়েছেন। বৃহস্পতিবার স্থানীয় সময় সকাল ১০টার দিকে কুয়ালালামপুরে তিনি মারা যান। হাসেম আলী শ্যামকুড় ইউনিয়নের জামলা গ্রামের মৃত খোরশেদ সরদারের ছেলে। মালয়েশিয়ার কেলানে কর্মরত মনিরামপুরের কাশিপুরের যুবক মোস্তাফিজুর রহমান শুক্রবার সকালে জানান, কুয়ালালামপুরের কাছে কেলান সেন্টারে পাঁচতলায় পানির লাইনে কাজ করতে ওঠেন হাসেম। অসাবধানতাবশত সেখান থেকে নিচে পড়ে মারা যান তিনি। হাসেম ওই দেশে অবৈধ অভিবাসী। তার লাশ মনিরামপুরে নিজ বাড়িতে পাঠানোর প্রক্রিয়া চলছে বলে জানান মোস্তাফিজুর। পরিবারের সদস্যদের নিয়ে ভালভাবে বাঁচার আশায় প্রায় দুই বছর আগে কুয়াদা শিংগে গ্রামের আদম ব্যবসায়ী শফিয়ারের প্রলোভনে পড়ে পানিপথে মালয়েশিয়া পাড়ি দেন হাসেম। আড়াই লাখ টাকা ধার-দেনা করে মালয়েশিয়ায় গিয়েছিলেন, যা মৃত্যুর আগ পর্যন্ত শোধ করতে পারেননি। ভাইপো মনিরামপুর উপজেলা যুবদলের সভাপতি আসাদুজ্জামান মিন্টু জানান, হাসেমের চার বছর বয়সী কাজল নামে মেয়ে ও আড়াই বছর বয়সী তামিম নামে একটি ছেলে রয়েছে। তার পরিবারে আরও রয়েছেনÑ বৃদ্ধা মা করিমুন ও স্ত্রী রিজিয়া। এরা সবাই হাসেমের আয়ের ওপর নির্ভরশীল। পরিবারের একমাত্র উপার্জনক্ষম ছেলেকে হারিয়ে নির্বাক হাসেমের মা বৃদ্ধা করিমুন। স্বামীর মৃত্যুর খবরে দিশাহারা স্ত্রী রিজিয়াও। স্বামীর ধার করা আড়াই লাখ টাকা ও ছোট দুই সন্তানকে নিয়ে তিনি কী করবেন তা ভেবে পাচ্ছেন না। স্থানীয় ইউপি চেয়ারম্যান মনিরুজ্জামান মনি হাসেমের মৃত্যুর খবর নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘হাসেমের লাশ দেশে আনার জন্য বৃহস্পতিবার রাতে তার স্বজনদের প্রত্যয়নপত্র দেয়া হয়েছে।’ উৎসবমুখর পরিবেশে ভোট নিজস্ব সংবাদদাতা, নওগাঁ, ৭ জুলাই ॥ নওগাঁ শহরের ঐতিহ্যবাহী শ্রীশ্রী রাধা-গোবিন্দ জিঁউ ঠাকুরবাড়ির (আখড়াবাড়ি) ত্রিবার্ষিক মেয়াদী কমিটি গঠনে ভোট গ্রহণ অনুষ্ঠিত হলো। শুক্রবার সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত একটানা ভোট গ্রহণ চলে। সকাল থেকেই নারী ভোটারদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। তবে দীর্ঘ ব্যালট পেপারে পছন্দের ২৪ প্রার্থীকে বেছে বেছে ভোট দিতে অনেক সময় লেগে যায়। পরিচালনা কমিটির ২৫টি পদের মধ্যে পরিতোষ কুমার সাহা বিনা প্রতিদ্বন্দ্বিতায় সভাপতি নির্বাচিত হয়েছেন। অপর ২৪টি পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন ৫১ প্রার্থী। শ্রীনগরে ২৬ হাজার ইয়াবাসহ গ্রেফতার দুই স্টাফ রিপোর্টার, মুন্সীগঞ্জ ॥ শ্রীনগরে ২৬ হাজার ইয়াবাসহ ২ জনকে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার পুলিশ উপজেলার বীরতারা চান্দারটেক এলাকার রশিদ পাগলের মাজারের সামনে তিন আরোহীসহ একটি মোটরসাইকেলকে থামার নির্দেশ দেয়। পুলিশের নির্দেশ অমান্য করে বেপরোয়াভাবে মোটরসাইকেলটি রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা বীরতারা এলাকার আব্দুল মালেকের ছেলে আমিনুল ইসলামের উপর তুলে দিয়ে পার্শ্ববর্তী খাদে পড়ে যায়। পুলিশ দুই মোটরসাইকেল আরোহী রুবেল ও হৃদয়কে আটক করতে সক্ষম হলেও বিল্লাল নামে তাদের আরেক সহযোগী পালিয়ে যায়। এ সময় রুবেল ও হৃদয়ের দেহ তল্লাশি করে পুলিশ ১৪০ প্যাকেটে ২৬ হাজার ইয়াবা উদ্ধার করে। পুলিশ নম্বরবিহীন একটি পালসার মোটরসাইকেল আটক করে। অপরদিকে মোটরসাইকেল উপর দিয়ে তুলে দেওয়ায় আমিনুলের পায়ের হার ভেঙ্গে দু’টুকরো হয়ে যায়। তাকে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও পরে ঢাকা পঙ্গু হাসপাতালে প্রেরণ করা হয়। গ্রেফতারকৃত রুবেল গোপালগঞ্জ জেলার কাশীয়ানি উপজেলার দোলাগা গ্রামের আকরামুজ্জামানের ছেলে। হৃদয়ের বাড়ি মুন্সীগঞ্জ জেলার সিরাজদিখান উপজেলার ইছাপুরা গ্রামে। তার বাবার নাম মোঃ দুলাল। পলাতক অপরজনের নাম বিল্লাল হোসেন। তার বাড়িও ইছাপুরা গ্রামে। রামুতে দুই যুবক আটক স্টাফ রিপোর্টার, কক্সবাজার ॥ র‌্যাব-৭ কক্সবাজার ক্যাম্পের সদস্যরা অভিযান চালিয়ে ইয়াবাসহ দুই যুবককে আটক করেছে। শুক্রবার দুপুরে রামুর রশিদনগর পানিরছড়া এলাকায় পিকআপ ভ্যানে র‌্যাব এ অভিযান চালায়। আটকরা হচ্ছে, ব্রাহ্মণবাড়ীয়া বিজয়নগর মেরেশানী এলাকার খোরশেদ মিয়ার পুত্র বিল্লাল হোসেন এবং কিশোরগঞ্জের করিমগঞ্জ রাজকুন্তি এলাকার জাবের মিয়ার পুত্র সুজন মিয়া। তাদের কাছ থেকে ১৬ হাজার ৬০৮ ইয়াবা উদ্ধার করা হয়। বরিশালে দম্পতিসহ আটক তিন স্টাফ রিপোর্টার, বরিশাল ॥ দম্পতিসহ তিন বিক্রেতাকে এক শ’ পিস ইয়াবাসহ গ্রেফতার করেছে জেলার গৌরনদী মডেল থানা পুলিশ। এ ঘটনায় পুলিশ বাদী হয়ে মামলা দায়েরের পর শুক্রবার দুপুরে গ্রেফতারকৃত তিনজনকে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে। পুলিশ জানায়, বৃহস্পতিবার রাত সাড়ে দশটায় পশ্চিম বার্থী এলাকায় অভিযান চালিয়ে মাদক বিক্রেতা মাহাবুল মোল্লাকে ১০০ পিস ইয়াবাসহ গ্রেফতার করা হয়। বার্থী গ্রামের নেছার উদ্দিন মোল্লার ছেলে মাহাবুল মোল্লা পুলিশের জিজ্ঞাসাবাদে জানায়, সে পূর্ব বাকাই গ্রামের মাদক বিক্রেতা মিলন সরদার ও তার স্ত্রী পুতুল বেগমের কাছ থেকে পাইকারি দামে ইয়াবাগুলো ক্রয় করেছে। মাহাবুলের স্বীকারোক্তি অনুযায়ী ওই রাতেই পুলিশ অভিযান চালিয়ে মিলন সরদার ও তার স্ত্রী পুতুল বেগমকে গ্রেফতার করে। ইউপি চেয়ারম্যানসহ গ্রেফতার ৪০ স্টাফ রিপোর্টার, নীলফামারী ॥ বিভিন্ন মামলা ও চার্জশীটভুক্ত পলাতক জামায়াতের ৭নেতাকর্মীসহ ৪০ আসামিকে গ্রেফতার করেছে নীলফামারী পুলিশ। জেলার বিভিন্নস্থানে বৃহস্পতিবার রাত থেকে শুক্রবার ভোর পর্যন্ত পুলিশ বিশেষ অভিযান চালিয়ে পলাতক এসব আসামিকে গ্রেফতার করে। জিআর,সিআর ও বিভিন্ন মামলার গ্রেফতারকৃতদের মধ্যে জলঢাকা থানায় ২১, ডোমার থানায় ৬, কিশোরীগঞ্জ থানায় ৫, সদর থানায় ৩, সৈয়দপুর থানায় ৩ ও ডিমলা থানায় ২ জনসহ ৪০ জন। জেলা পুলিশের কন্ট্রোল রুম সূত্র মতে, গ্রেফতারকৃতদের মধ্যে বিস্ফোরক মামলায় চারজন রয়েছে। এরা হলো জলঢাকা উপজেলা গোলমু-া ইউনিয়নের জামায়াতের আমির, ওই ইউনিয়নের চেয়ারম্যান তোজাম্মেল হোসেন, একই এলাকার সক্রিয় জামায়াত কর্মী আব্দুর রাজ্জাক, আহমেদ হোসেন ও কিছামত খুটামারা বটতলী এলাকার জামায়াতকর্মী সৈয়দ আলী। এ ছাড়া একই থানার জামায়াতকর্মী দক্ষিণ দেশীবাই এলাকার মাহমুদুল আলম, নুরজ্জামান ও মীরগঞ্জ এলাকার নঈমুন হককে ১৫১ ধারায় গ্রেফতার করা হয়। অপরদিকে ৩৩ আসামি আদালতের ওয়ারেন্টভুক্ত। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে নাশকতা ও চুরি, ডাকাতি, সন্ত্রাসবিরোধী আইনে মামলা রয়েছে। সমুদ্র সৈকতে এক ব্যক্তির মৃত্যু স্টাফ রিপোর্টার, কক্সবাজার ॥ সমুদ্র সৈকতে গোসল করতে নেমে ছলা চিং রাখাইনের মৃত্যু হয়েছে। শুক্রবার দুপুরে সমুদ্র সৈকতের লাবণী পয়েন্টে এ ঘটনা ঘটে। নিহত ছলা চিং রাখাইন (৫৫) শহরের বড় বাজার এলাকার রাখাইন পল্লীর বাসিন্দা। পুলিশ জানায়, সৈকতে উপজাতি সম্প্রদায়ের বর্ষা উৎসব চলছে। ওই উৎসবে গিয়ে গোসল করতে নেমে স্রোতে ভেসে যাওয়ার সময় অন্যরা তাকে উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে নিয়ে যায়। ওখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে। আরইউজের উদ্বেগ স্টাফ রিপোর্টার, রাজশাহী ॥ রাজশাহী উন্নয়ন কর্তৃপক্ষের (আরডিএ) আবাসিক প্লট নিয়ে দুর্নীতির চিত্র তুলে ধরে সংবাদ প্রকাশ করায় গণমাধ্যম কর্মীদের ফৌজদারি মামলার হুমকি দিয়ে উকিল নোটিস প্রদান করায় চরম ক্ষোভ ও উদ্বেগ প্রকাশ করেছেন রাজশাহী সাংবাদিক ইউনিয়ন (আরইউজে) নেতৃবৃন্দ। শুক্রবার আরইউজে সভাপতি কাজী শাহেদ ও সাধারণ সম্পাদক মামুন-অর-রশিদ এক বিবৃতিতে উল্লেখ করেন, সম্প্রতি আরডিএ কর্তৃপক্ষ প্লট বরাদ্দের নামে যে হরিলুট করেছে তা বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত হয়। খবর প্রকাশের পর থেকেই আরডিএ কর্তৃপক্ষ বিভিন্নভাবে সাংবাদিকদের বিরুদ্ধে বিষোদগার করে চলেছে। সম্প্রতি ফৌজদারি মামলার হুমকি দিয়ে রাজশাহীর স্থানীয় ও ঢাকা থেকে প্রকাশিত বিভিন্ন গণমাধ্যমের সম্পাদক, বার্তা সম্পাদক ও সিনিয়র সাংবাদিকদের কাছে উকিল নোটিস পাঠানো হয়েছে। ওই নোটিসে সাংবাদিকদের বিরুদ্ধে ফৌজদারি মামলা দায়েরের ইঙ্গিত দেয়া হয়েছে। বিভিন্ন গণমাধ্যমের কর্মীরা সম্প্রতি এ ধরনের উকিল নোটিস পেয়েছেন।
×