ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১৬ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১

অনিয়ম করলে ছাড় দেয়া হবে না ॥ পররাষ্ট্র প্রতিমন্ত্রী

প্রকাশিত: ০৬:০৪, ৮ জুলাই ২০১৭

অনিয়ম করলে ছাড় দেয়া হবে না ॥ পররাষ্ট্র প্রতিমন্ত্রী

স্টাফ রিপোর্টার, রাজশাহী ॥ সরকারের পররাষ্ট্র প্রতিমন্ত্রী এমপি শাহরিয়ার আলম বলেছেন, দারিদ্র্য দূর করে দুর্নীতিমুক্ত সমাজ গড়তে সম্মিলিতভাবে সকলকে কাজ করতে হবে। তিনি বলেন, বর্তমান সরকার দেশের উন্নয়নে নিরলস কাজ করে যাচ্ছে। উন্নয়নের ধারা অব্যাহত রাখতে সরকারের পক্ষেই থাকতে হবে। তিনি তার নির্বাচনী এলাকার কথা তুলে ধরে বলেন, আট বছর আগেও উপজেলার রাস্তা দিয়ে মানুষ চলাচল করতে পারত না। এখন সব গ্রামের সঙ্গে যোগাযোগের রাস্তা হয়েছে। সেই রাস্তায় এখন সবসময় গাড়িঘোড়া চলাচল করে। মানুষকে কাদামাটি ঠেলে রাস্তা পারাপার হতে হয় না। যোগাযোগ ব্যবস্থা সুগম হয়েছে। শুক্রবার সকালে চারঘাট উপজেলার ইউসুফপুর ইউনিয়ন পরিষদ কমপ্লেক্স ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে পররাষ্ট্র প্রতিমন্ত্রী এসব কথা বলেন। তিনি বলেন, গরিবদের জন্য সরকার ভিজিএফ, ভিজিডির চাল বিতরণ করছে। সরকারের এ কাজে কোন চেয়ারম্যান, মেম্বার দুর্নীতি করলে তাৎক্ষণিক প্রতিবাদ করে আইন প্রয়োগকারী সংস্থাকে জানানোর অনুরোধ করেন তিনি। তিনি বলেন, জনপ্রতিনিধিদের কাজ জনগণের সেবা করা, এলাকার উন্নয়ন করা। জনগণের সেবা করার নামে কেউ অনিয়ম করলে কাউকে ছাড় দেয়া হবে না। সাতক্ষীরায় সদর এমপির বিরুদ্ধে তদন্তের নির্দেশ স্টাফ রিপোর্টার, সাতক্ষীরা ॥ এক বিএনপি নেতাকে ভালুকা চাঁদপুর কলেজের অধ্যক্ষ নিয়োগ দেয়া এবং এ প্রক্রিয়ায় স্থানীয় সংসদ সদস্য ও সরকারী কলেজের অবসর প্রাপ্ত অধ্যক্ষের যোগসাজশের বিষয়টি তদন্তের নির্দেশ দেয়া হয়েছে। সাতক্ষীরা-২ আসনের সংসদ সদস্য মীর মোস্তাক আহমেদ রবি ও সাতক্ষীরা সরকারী কলেজের সদ্য অবসরপ্রাপ্ত অধ্যক্ষ প্রফেসর লিয়াকত পারভেজের বিরুদ্ধে এ তদন্তের নির্দেশ দিয়ে বিষয়টি তদন্ত করে ১০ দিনের মধ্যে রিপোর্ট দেয়ার জন্য নির্দেশ দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। ৫ জুলাই শিক্ষা মন্ত্রণালয়ের বেসরকারী কলেজ শাখা-১ এর সিনিয়র সহকারী সচিব নাছিমা খানম স্বাক্ষরিত একপত্রে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদফতরে মহাপরিচালককে এ নির্দেশ দেয়া হয়েছে। ৯ দিন পর অপহৃত কিশোরী উদ্ধার স্টাফ রিপোর্টার, বরিশাল ॥ অপহরণের নয় দিন পর অপহৃত কিশোরী অঙ্কিতা বিশ্বাসকে (১৪) কাওড়াকান্দি ঘাট এলাকা থেকে উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার দুপুরে শেবাচিম হাসপাতালে অপহৃতার ডাক্তারি পরীক্ষা শেষে ওই দিন বিকেলে ম্যাজিস্ট্রেটের কাছে জবানবন্দী দেয়ার জন্য আদালতে প্রেরণ করা হয়। গৌরনদী মডেল থানার ওসি মোঃ ফিরোজ কবির জানান, উজিরপুর উপজেলার বরাকোঠা গ্রামের জয়দেব বিশ্বাসের স্কুল পড়ুয়া মেয়ে তার মামাবাড়ি গৌরনদীর সুন্দরদী গ্রামের সুজন সরকারের বাড়িতে বেড়াতে আসে।
×