ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

নদী ভাঙ্গন থেকে রক্ষা পেতে পাড়ে সমাবেশ

প্রকাশিত: ০৬:০৩, ৮ জুলাই ২০১৭

নদী ভাঙ্গন থেকে রক্ষা পেতে পাড়ে সমাবেশ

নিজস্ব সংবাদদাতা, বাউফল, ৭ জুলাই ॥ তেঁতুলিয়া নদীর ভাঙ্গন থেকে ধুলিয়া গ্রাম রক্ষার দাবি জানিয়েছে গ্রামবাসী। শুক্রবার বেলা ১১টার দিকে ওই গ্রামের কয়েক হাজার মানুষ নদীর পাড়ে অবস্থান নিয়ে এ দাবি জানান। ওইসময় জাতীয় সংসরের চীফ হুইপ আ স ম ফিরোজ নদী ভাঙ্গন এলাকা পরিদর্শন করছিলেন। তিনি গ্রামবাসীর এ দাবির প্রতি একমত পোষণ করে দ্রুত ভাঙ্গন রোধে কার্যকর ব্যবস্থা নেয়ার আশ্বাস দেন। এ সময় তার সঙ্গে ছিলেনÑ জেলা পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মোঃ হাসানুজ্জামান, বাউফল উপজেলা নির্বাহী অফিসার আবদুল্লাহ আল মাহমুদ জামান, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ও আওয়ামী লীগের সহসভাপতি মোশারেফ হোসেন খান, সাধারণ সম্পাদক মোতালেব হাওলাদার প্রমুখ। চীফ হুইপ ধুলিয়া লঞ্চ ঘাট থেকে ট্রলারযোগে পশ্চিমে বাকেরগঞ্জ এলাকার দীঘির পাড় পর্যন্ত ভাঙ্গন কবলিত এলাকা পরিদর্শন করেন। গত কয়েক বছরে তেঁতুলিয়া নদীর করাল গ্রাসে ধুলিয়া ইউনিয়নের গুচরাকাঠি, মঠবাড়িয়া, আদবড়াল, তেঁতুলিয়া, বাসুদেব পাশা ও ধুলিয়া গ্রামের ৪-৫ হাজার বাড়ি ঘর, শিক্ষাপ্রতিষ্ঠান, মসজিদ ও মাদ্রাসা নদীগর্ভে বিলীন হয়ে গেছে। প্রায় ১০ হাজার মানুষ ভিটেমাটি হারা হয়েছেন। এ অবস্থায় ভাঙ্গন প্রতিরোধে কার্যকর ব্যবস্থা না নেয়া হলে এক সময় ধুলিয়া ইউনিয়নটি মানচিত্র থেকে হারিয়ে যাবে। বাগেরহাটে টিভি বিতরণ স্টাফ রিপোর্টার, বাগেরহাট ॥ আগামীতে বিশ্বকাপ ফুটবল উপলক্ষে বাগেরহাট সদর উপজেলা পরিষদের উদ্যোগে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও ক্লাবে টিভি বিতরণ করা হয়েছে। শুক্ররার উপজেলা মিলনায়তনে সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান খান মুজিবর রহমানের সভাপতিত্বে এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন এ্যাডভোকেট মীর শওকাত আলী বাদশা এমপি। বক্তব্য দেন ইউএনও নুরুল হাফিজ, পিপি শেখ মোহাম্মদ আলী, উপজেলা ভাইস চেয়ারম্যান সরদার মাসুদুর রহমান, এ্যাডভোকেট পারভীন আহম্মেদ প্রমুখ। ক্রীড়া ক্ষেত্রে বাংলাদেশের উজ্জ্বল ভবিষ্যতের উল্লেখ করে প্রধান অতিথি বলেন, আগামী প্রজন্মকে লেখাপড়ার পাশাপাশি খেলাধুলা ও সংস্কৃতি চর্চার মাধ্যমে গড়ে তুলতে হবে। পুকুর রক্ষায় মানববন্ধন স্টাফ রিপোর্টার, বরিশাল ॥ রাতের আঁধারে ভরাট করা হচ্ছে নগরীর মুসলিম গোরস্তান রোডের ঐতিহ্যবাহী শিববাড়ির পুকুর। একটি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থী, পাশে থাকা ক্লাবের সদস্য ও স্থানীয় বাসিন্দাদের প্রয়োজনীয় জনগুরুত্বপূর্ণ পুকুরটি রক্ষার জন্য শুক্রবার বেলা ১১টায় পুকুরপাড়ে মানববন্ধন করেছেন এলাকাবাসী। মানববন্ধনে অংশ নেয়া স্থানীয় বাসিন্দা মিজান খসরু বলেন, এটা উপেন্দ্র কুমারের বাড়ি। সম্পত্তি দেবোত্তর শিববাড়ির নামে। এক প্রভাবশালী ব্যক্তি ভুয়া কাগজপত্র করে এখন মালিকানা দাবি করছেন। পুকুরটি অবৈধভাবে ভরাট বন্ধের জন্য স্থানীয়রা সংশ্লিষ্ট কর্মকর্তাদের হস্তক্ষেপ কামনা করেছেন।
×